IND vs ENG

IND vs ENG: ইডেনের দাপুটে জয়ের পর আজ চেন্নাইয়ের চেপকে ইংল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া (IND vs ENG)। বাধ্য হয়েই একাদশে জোড়া বদল করতে হয়েছে কোচ গৌতম গম্ভীরকে। রিঙ্কু সিং ও নীতিশ কুমার রেড্ডি চোট পাওয়ায় একাদশে জায়গা পেয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। ভারতের স্ট্র্যাটেজিতে অবশ্য কোনো বদল চোখে পড়ে নি। আজও টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কলকাতায় ইংল্যান্ডের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন স্পিনাররা। চেপকেও একই ঘটনার পুনরাবৃত্তি চোখে পড়েছে। বিষ্ণোই, অক্ষর, বরুণ চক্রবর্তীদের সামলাতে রীতিমত হিমশিম খেয়েছেন ‘থ্রি লায়ন্স’ ব্যাটাররা। সিরিজ শুরুর আগে হ্যারি ব্রুকের (Harry Brook) দিকে নজর ছিলো ক্রিকেটজনতার। কলকাতার মত চেন্নাইতেও ব্যর্থই হলেন তিনি।

Read More: IND vs ENG: চোট পেয়ে ইংল্যান্ড সিরিজের বাইরে রিঙ্কু সিং, তড়িঘড়ি বিকল্প ঘোষণা বিসিসিআই-এর !!

সিরিজের (IND vs ENG) প্রথম টি-২০ ম্যাচে ১৪ বলে ১৭ করে বোল্ড হয়েছিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। স্পিন খেলার দুর্বলতা নয় বরং ব্যর্থতার জন্য তিনি দায়ী করেছিলেন কলকাতার ধোঁয়াশাকে। চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে এসে ব্রুক গতকাল বলেন, “আগের দিন এত ধোঁয়াশা ছিলো যে ভালো করে বল দেখতেই পারছিলাম না। আশা করবো এখানে বাতাস একটু বেশী পরিষ্কার থাকবে। বল’ও একটু ভালো দেখা যাবে।” ইংল্যান্ড সহ-অধিনায়কের এই মন্তব্য আজ ফিরলো ব্যুমেরাং হয়ে। ইডেনে যেভাবে বোল্ড হয়েছিলেন, ঠিক সেভাবেই আজও আউট হলেন তিনি। সেদিনের মত আজও তাঁকে সাজঘরে ফেরালেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ৮ বলে ১৩ করে তিনি ফিরতেই তাঁর দিকে ধেয়ে এলো কটাক্ষের তীর। ‘নাচতে না জানলে উঠোন ব্যাঁকা,’ প্রচলিত প্রবাদ বাক্য ব্যবহার করেই আক্রমণ শানিয়েছে ক্রিকেটজনতা।

‘আজ কি ধোঁয়াশা নাকি অন্য কিছু অজুহাত দেবে?’ শ্লেষের সুরে লিখেছেন এক নেটনাগরিক। ‘সমস্যাটা ধোঁয়াশা নয়, সমস্যাটা দক্ষতার। ব্রুক একেবারেই মধ্যমানের ক্রিকেটার,’ তীর্যক মন্তব্য আরও একজনের। ‘বড় বড় কথা না বলে আগে স্পিনটা খেলতে শেখ,’ পরামর্শের মধ্যেও কটাক্ষের সুর স্পষ্ট। ইংল্যান্ড অধিনায়ক বাটলার (Jos Buttler) ইডেনে করেছিলেন ৬৮। আজও করলেন ৪৫ রান। ‘বাটলারকে দেখেও তো শিখতে পারে ব্রুক? একই পরিবেশে ও কি করে রান করছে?’ প্রশ্ন তুলেছেন কেউ। পড়শি দেশ পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য পরিসংখ্যান ব্রুকের (Harry Brook)। ভারতের বিরুদ্ধে (IND vs ENG) আবার পরিসংখ্যান বেশ সাদামাটা। ‘এটা মেন ইন ব্লু, ওপারের নিম্নমানের বোলিং ব্রিগেড নয়,’ প্রতিবেশী দেশকেও এই ইস্যুতে একটু খোঁচা দিতে ছাড়েন নি কেউ কেউ।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: “স্পিন খেলতে পারি নি কারণ…” ইডেনে ম্যাচ হেরে আজব অজুহাত দিলেন হ্যারি ব্রুক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *