ind-vs-eng-1st-test-eng-probable-xi

IND vs ENG: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পর টেস্ট ক্রিকেটের বৃত্তে প্রবেশ করেছে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। প্রথম টেস্ট আয়োজিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটির জন্য বেছে নেওয়া হয়েছে বিশাখাপত্তনম’কে। তৃতীয় ম্যাচটি হবে রাজকোটে। চতুর্থটি আয়োজিত হতে চলেছে রাজকোটে। এবং সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাফল্য পেতেই হবে টিম ইন্ডিয়াকে। অন্যদিকে অ্যাসেজে বেশ কিছু পয়েন্ট খোয়ানোর পর ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই দেখা যাবে ইংল্যান্ডের খেলায়।

ইংল্যান্ডের গত কয়েকটি ভারতসফর বিশেষ ফলপ্রসূ হয় নি। তবে শেষ বিদেশী দল হিসেবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড কিন্তু এখনও ইংল্যান্ডেরই। ২০১২ সালে অ্যালিস্টার কুকের (Alastair Cook) ব্যাটে প্রায় অসম্ভবকে সম্ভব করেছিলো তারা। সেইবার বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন গ্রেম সোয়ান ও মন্টি পানেসার’ও (Monty Panesar)। পূর্বের ফলাফলের দিকে নজর রেখে এবার ভারত সফরের স্কোয়াডে একঝাঁক স্পিনারকে সুযোগ দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ামক সংস্থা। গত কয়েকমাসে বেন স্টোকসের দলের আগ্রাসী টেস্ট খেলার পদ্ধতি নজর কেড়ে নিয়েছে। কোচ ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) ডাক নাম অনুসারে সকলে এই পদ্ধতিকে ডাকছেন ‘বাজবল’ নামে। ভারতের ঘূর্ণি পিচে ‘বাজবল’ আদৌ ডানা মেলতে পারে কিনা সেইদিকে রয়েছে নজর।

Read More: IND vs ENG: ছিটকে যাওয়ার পথে তারকা ক্রিকেটার, ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ঘোর সমস্যায় টিম ইন্ডিয়া !!

ধাক্কা খেলো ইংল্যান্ড, ফিরছেন হ্যারি ব্রুক-

Harry Brook | IND vs ENG | Image: Getty Images
Harry Brook | Image: Getty Images

গত কয়েক মাসে ইংল্যান্ডের টেস্ট দলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন হ্যারি ব্রুক (Harry Brook)। তরুণ ক্রিকেটার’কে ‘বাজবলের’ সাফল্যের অন্যতম কারণ বলে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা। মিডল অর্ডারে ধুন্ধুমার ব্যাটিং করে প্রতিপক্ষ বোলিং-কে নাস্তানাবুদ করতে দেখা গিয়েছে তাঁকে। গত দেড় বছরে মাত্র ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২০ ইনিংসে ব্রুকের (Harry Brook) রান সংখ্যা ১১৮১। ব্যাটিং গড় ৬২.১৫। টেস্টের ইতিহাসে যা কিনা দ্বিতীয় সর্বোচ্চ। সামনে কেবল ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman)। ৪টি শতরান ও ৭টি অর্ধশতরান’ও করেছেন তিনি। লাল বলের ফর্ম্যাটে তাঁর ৯১.৭৬ স্ট্রাইক রেট বেশ চমকপ্রদ। ভারতের মাটিতে দক্ষতার পরীক্ষা হতে পারত ব্রুকে’র। তিনি নিজেও মুখিয়ে ছিলেন ঘূর্ণি পিচে নিজেকে পরখ করে দেখতে। কিন্তু ভাগ্য সঙ্গ দিলো না তাঁর। সিরিজ শুরুর আগেই দেশে ফিরতে হচ্ছে হ্যারি ব্রুক’কে।

আজ একটি বিজ্ঞপ্তি জারি করে হ্যারি ব্রুকের ভারত সফর থেকে সরে দাঁড়ানোর খবর সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, “হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণে অবিলম্বে ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। তিনি ভারতসফরে ইংল্যান্ড দলের অংশ হচ্ছেন না। টেস্ট সিরিজ খেলতে তিনি ভারতে ফিরে আসবেন না। এই কঠিন সময় ব্রুকের ফ্যামিলি গোপনীয়তার আবেদন করেছেন। আমরা আশা করি তাদের গোপনীয়তা রক্ষা করা হবে, এবং তাঁদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হবে না।” দিনকয়েক আগে থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রস্তুতি শিবির করছে ইংল্যান্ড। আজই তাঁদের ভারতে আসার কথা। বাকিরা এসে পৌঁছলেও ঘরে ফেরার বিমান ধরতে হচ্ছে ব্রুক’কে। তাঁর বদলে কে সুযোগ পাবেন, তা এখনও জানায় নি ইসিবি।

Also Read: IND vs ENG: টেস্ট সিরিজে বিরাটকে কাবু করতে ‘নোংরা’ স্ট্র্যাটেজি তৈরি করেছে ইংল্যান্ড, ফাঁস হতেই শুরু হইচই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *