পঞ্চম টি-২০তে বাদ পড়ছেন সূর্যকুমার যাদব, মুম্বইতে বদলে যাচ্ছে ভারতের অধিনায়ক-সহ অধিনায়ক !! 1

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া জয় দিয়ে টি-২০ সিরিজের (IND vs ENG) শুরুটা করেছিলো ‘মেন ইন ব্লু।’ ইডেন ও চেপকে প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত সাফল্য ছিনিয়ে নিয়েছিলো তারা। কিন্তু রাজকোটে আচমকাই হেরে বসে ভারত। ১৭২-এর লক্ষ্য তাড়া করতে নেমে আটকে যায় ১৪৫-এই। তৃতীয় টি-২০’তে হারের ধাক্কা সামলে পুনেতে ঘুরে দাঁড়ালো দল। টসে জিতে প্রথমে টিম ইন্ডিয়াকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। পাওয়ার প্লে’তে মাত্র ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে একটা সময় ব্যাকফুটে চলে গেলেও পরে শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) জোড়া অর্ধশতকে লড়াইতে ফিরেছিলো তারা। ১৮২’র লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো প্রতিপক্ষকে। স্পিনের জালে এরপর ব্রুক, বেথেলদের বেঁধে ফেলেন বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই’রা। ১৫ রানে জিতে ম্যাচের পাশাপাশি সিরিজও (IND vs ENG) হাতের মুঠোয় ধরে ভারত।

Read More: ব্যাটিং-এর পর দস্তানা হাতেও ব্যর্থ সঞ্জু স্যামসন, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া কেবল সময়ের অপেক্ষা !!

বাদ পড়বেন অফ ফর্মে থাকা সূর্য-

Suryakumar Yadav | IND vs ENG | Image: Getty Images
Suryakumar Yadav | IND vs ENG | Image: Getty Images

জুনে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পর কুড়ি-বিশের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বিদায়ের পর নয়া অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বেছে নেন নির্বাচক প্রধান অজিত আগরকার ও কোচ গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেতা হিসেবে নিজের দক্ষতার প্রমাণ ইতিমধ্যে দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও (IND vs ENG) মহজাস্ত্রের দুর্দান্ত প্রয়োগ করতে দেখা গিয়েছে তাঁকে। গতকাল পুনের মাঠে যেভাবে বেন ডাকেটের স্যুইপ ও রিভার্স স্যুইপ খেলার রাস্তা বন্ধ করে তাঁকে ভুল করতে বাধ্য করেন ভারত অধিনায়ক, তাকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেটদুনিয়া। একইভাবে আর্শদীপ সিং-কে শর্ট ফাইন লেগে ডেকে এনে বাজিমাত করলেন ডেথ ওভারে। র‍্যাম্প শট মারতে গিয়ে আর্শদীপের হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন অর্ধশতক পেরোনো হ্যারি ব্রুক।

নেতা হিসেবে সাফল্য পেলেও ব্যাট হাতে যেন অচেনা ঠেকছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। যে বিস্ফোরক অবতারে তাঁকে দেখে অভ্যস্ত ক্রিকেটজনতা, তার ধারেকাছেও দেখা যাচ্ছে না মুম্বইয়ের ক্রিকেটারকে। অধিনায়কত্বের বোঝাই কি তাঁর ব্যাটিং-এর পথের কাঁটা হয়ে দাঁড়ালো? উঠতে শুরু করেছে প্রশ্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) শুরুটা করেছিলেন শূন্য করে। এরপর চেপকে ১২ ও রাজকোটে তাঁর ব্যাট থেকে আসে ১৪ রান। গতকাল পুনেতে ফের একবার খাতা খুলতে ব্যর্থ হলেন তিনি। রোহিত শর্মার (Rohit Sharma) পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একই টি-২০ সিরিজে একাধিক ম্যাচে শূন্য করার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন তিনি। ব্যাটার সূর্যের (Suryakumar Yadav) ব্যর্থতা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট’ও। রবিবারের নিয়মরক্ষার ম্যাচে তাঁকে পাঠানো হতে পারে বিশ্রামে।

নতুন অধিনায়ক হতে পারেন হার্দিক-

Hardik Pandya | IND vs ENG | Image: Getty Images
Hardik Pandya | IND vs ENG | Image: Getty Images

সূর্যকুমার যদি ওয়াংখেড়েতে না খেলেন তাহলে নেতা হিসেবে কাকে দেখা যাবে টসের সময় মাঠে নামতে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। সহ-অধিনায়ক হিসেবে স্কোয়াডে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। কিন্তু তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকছেই। বিশেষ করে রাজকোটের ম্যাচে যেভাবে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন তিনি, তার পর আতসকাঁচের তলায় গুজরাতের অলরাউন্ডার। জোর গুঞ্জন যে মুম্বইয়ের একাদশ থেকে বাদ যেতে পারেন তিনিও। ফলে তৃতীয় বিকল্প খুঁজতেই হবে টিম ম্যানেজমেন্টকে। মনে করা হচ্ছে যে অবশেষে শিকে ছিঁড়তে পারে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ভাগ্যে। সাদা বলের ক্রিকেটে লম্বা সময় রোহিতের ডেপুটি ছিলেন তিনি। দুই ফর্ম্যাটেই দলকে নেতৃত্ব’ও দিয়েছেন আগে। এক ম্যাচের জন্য হলেও দায়িত্ব ফিরে পেতে পারেন তিনি। অক্ষরের বদলে সহ-অধিনায়কত্বের ভার দেওয়া হতে পারে তিলক বর্মাকে।

Also Read: IND vs ENG 4th T20i: জোচ্চুরি করে জিতেছে ভারত, ম্যাচ শেষে গম্ভীর-সূর্যকুমারদের দিকে আঙুল তুললেন জস বাটলার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *