IND vs ENG: নতুন বছরের শুরুতেই ইংল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল (IND vs ENG)। চলতি মাসের ২২ তারিখ থেকে ফেব্রুয়ারির ২ তারিখের মধ্যে পাঁচটি টি-২০ ম্যাচে বাটলারদের বিরুদ্ধে নামার কথা ‘মেন ইন ব্লু’র। এরপর রয়েছে তিনটি একদিনের ম্যাচ। আগামী মাসের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও (CT 2025)। কথা ছিলো যে আগামীকাল অর্থাৎ ১২ তারিখ একসাথে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি সীমিত ওভারের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হবে। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওডিআই-এর (IND vs AUS) জন্য দল নির্বাচন স্থগিত রাখা হচ্ছে। তবে টি-২০ সিরিজের জন্য খেলোয়াড়দের নাম ঘোষণা করতে পারেন অজিত আগরকাররা। সূত্রের খবর কুড়ি-বিশের স্কোয়াডে চমক দিতে চলেছেন তাঁরা।
Read More: ফর্ম ফেরাতে ভগবানের দরবারে ‘কিং কোহলি’, মাথা ঝুকে চাইলেন ইচ্ছা !!
হার্দিক নেই টি-২০ স্কোয়াডে-
প্রত্যাশামতই ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs AUS) টি-২০ স্কোয়াডে অধিনায়ক পদে ফিরতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দলে থাকতে চলেছেন অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসনরাও। কিন্তু সূত্রের খবর হার্দিক পান্ডিয়াকে ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে আপাতত দূরেই রাখা হচ্ছে। কুড়ি-বিশের ক্রিকেটে ভালো ফর্মে রয়েছেন বরোদার অলরাউন্ডার। আইসিসি র্যাঙ্কিং-এ রয়েছেন শীর্ষে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (SMAT) দুর্দান্ত পারফর্ম করেছেন। তা সত্ত্বেও তাঁকে বাটলার, সল্টদের (Phil Salt) বিরুদ্ধে বাইরেই থাকতে হচ্ছে তাঁকে। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে হার্দিকের মত গুরুত্বপূর্ণ ক্রিকেটারের উপর বাড়তি ওয়ার্কলোড চাপাতে চাইছে না অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
২০২৩-এর ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আহত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। গোড়ালির চোট সারিয়ে মাঠে ফিরেছেন গত আইপিএলে। তারপর বেশ কয়েক মাস কেটে গেলেও পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে জাতীয় দল থেকে দূরেই ছিলেন তিনি। শ্রীলঙ্কা সফরে টি-২০ খেললেও অংশ নেন নি ওডিআই-তে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে তাই তাঁর ফোকাসে এখন শুধুই পঞ্চাশ ওভারের ফর্ম্যাট। মানিয়ে নেওয়ার জন্য সম্প্রতি বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) বিদর্ভ, কটক ও আহমেদাবাদে তিনটি একদিনের ম্যাচও খেলবেন হার্দিক। দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারেন বলে মনে করা হচ্ছে।
নীতিশ রেড্ডি হতে পারেন বিকল্প-
ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) হার্দিক পান্ডিয়া টি-২০ না খেললে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিকল্প হতে পারেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক সিরিজেই অনবদ্য পারফর্ম করেছিলেন বিশাখাপত্তনমের বছর ২১-এর তরুণ। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে পাঁচটি টেস্ট’ও খেকেছেন তিনি। মেলবোর্নের ঐতিহাসিক মাঠে করেছেন টেস্ট শতরান। ইংল্যান্ড সিরিজেও ব্যাট হাতে মিডল অর্ডারকে নির্ভরতা যোগাবেন তিনি। একই সাথে প্রয়োজনে কয়েক ওভার হাত ঘোরাতেও দেখা যাবে নীতিশকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই টি-২০ সিরিজে একা হার্দিক নয়, বিশ্রাম দেওয়া হচ্ছে মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদেরও। পেস বিভাগের নেতৃত্বে থাকবেন আর্শদীপ সিং। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করতে পারেন তিনি।
IND vs ENG টি-২০ সিরিজের সূচি-
ম্যাচ নং | তারিখ | ভেন্যু | সময় (IST) |
প্রথম টি-২০ ম্যাচ | ২২/০১/২০২৫ | কলকাতা | সন্ধ্যে ৭টা |
দ্বিতীয় টি-২০ ম্যাচ | ২৫/০১/২০২৫ | চেন্নাই | সন্ধ্যে ৭টা |
তৃতীয় টি-২০ ম্যাচ | ২৮/০১/২০২৫ | রাজকোট | সন্ধ্যে ৭টা |
চতুর্থ টি-২০ ম্যাচ | ৩১/০১/২০২৫ | পুণে | সন্ধ্যে ৭টা |
পঞ্চম টি-২০ ম্যাচ | ০২/০২/২০২৫ | মুম্বই | সন্ধ্যে ৭টা |