IND vs ENG: কটকের বারবাটি স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙার পথে হেঁটেছেন কোচ গৌতম গম্ভীর। যশস্বী জয়সওয়ালের জায়গায় একাদশে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। বদলে খেলছেন বরুণ চক্রবর্তী। আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। শুরু থেকেই আক্রমণের পথে হাঁটতে দেখা গিয়েছে বেন ডাকেট, ফিল সল্টদের। প্রথম দশ ওভারে মহম্মদ শামি (Mohammed Shami), হর্ষিত রাণাদের হাতে বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেন নি তাঁরা। ‘মেন ইন ব্লু’কে সাফল্যের খুব কাছাকাছি এনে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু অক্ষর প্যাটেল সহজ ক্যাচ ফস্কানোয় হাতছাড়া হয়েছে সেই সুযোগও।
Read More: IND vs ENG 2nd ODI Toss Report in Bengali: টসে জিতলো ইংল্যান্ড, কটকে একাদশে জোড়া পরিবর্তন টিম ইন্ডিয়ার !!
ষষ্ঠ ওভারের শেষ ডেলিভারিটি শর্ট পিচ লেন্থে রেখেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আপার কাট মারার চেষ্টা করেন ইংল্যান্ড ওপেনার ফিল সল্ট (Phil Salt)। ব্যাট ও বলের সঠিক সংযোগ না হওয়ায় তা বাউন্ডারি টপকে গ্যালারিতে গিয়ে পড়ে নি। বরং সরাসরি উড়ে আসে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো অক্ষর প্যাটেলের (Axar Patel) দিকে। সহজ ক্যাচের প্রত্যাশায় যখন গোটা মাঠ, তখনই বড়সড় ভুল করে বসেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার। বল তাঁর হাত কার্যত জমা পড়ার পরও ছিটকে যায়। সতীর্থের ফিল্ডিং-এ ঢিলেমি মানতে পারেন নি হার্দিক স্বয়ং। হতাশায় পিচের উপরেই বসে পড়েন তিনি। মুখের ভঙ্গিতেও আশাভঙ্গের ছাপ স্পষ্ট ছিলো তাঁর। দর্শকদের মধ্যেও দানা বাঁধে হতাশা। যন্ত্রণাক্লিষ্ট একাধিক মুখ ধরা পড়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায়।
জীবন ফিরে পাওয়ার পরে অবশ্য নিজের ইনিংসকে বেশী দীর্ঘায়িত করতে পারেন নি ফিল সল্ট। ইনিংসের এগারোতম ওভারে তাঁকে সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী। প্রাক্তন কেকেআর সতীর্থকে আউট করেই একদিনের ক্রিকেটে খাতা খুললেন তামিলনাড়ুর রহস্য স্পিনার। ইংল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ঠিকই, কিন্তু এখনও অবধি ম্যাচে (IND vs ENG) এগিয়ে রয়েছে তারাই। নেপথ্যে বেন ডাকেট (Ben Duckett)। বাম হাতি ওপেনারের আগ্রাসনে বেশ চাপে টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ। শামি, হর্ষিত, হার্দিক-তিন পেসারকেই রেয়াৎ করেন নি তিনি। ইতিমধ্যেই পঞ্চাশের গণ্ডী পেরিয়ে গিয়েছেন ডাকেট। তাঁকে দ্রুত সাজঘরে ফেরাতে না পারলে বারাবাটিতে ‘মেন ইন ব্লু’র বিপদ যে বাড়বে তা বলাই বাহুল্য। প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের স্কোর ১ উইকেটের বিনিময়ে ৮১ রান।