IND vs ENG: টি-২০তে ইংল্যান্ডকে প্রতিরোধ গড়ে তোলার কোনো রকম সুযোগই দেয় নি টিম ইন্ডিয়া (IND vs ENG)। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে প্রতিপক্ষকে রীতিমত ধরাশায়ী করেছে তারা। কুড়ি-বিশের পর এবার ওয়ান ডে ফর্ম্যাটে মুখোমুখি হতে চলেছে দুই দল। আগামী ৬, ৯ ও ১২ তারিখ যথাক্রমে বিদর্ভ, কটক ও আহমেদাবাদে রয়েছে তিনটি ম্যাচ। চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। তার আগে জস বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ‘মেন ইন ব্লু’র কাছে। আইসিসি’র মেগা টুর্নামেন্টে কেমন হবে কোচ গম্ভীরের (Gautam Gambhir) স্ট্র্যাটেজি তার আভাস মিলবে আসন্ন ম্যাচগুলি থেকে। এমনকি প্রথম একাদশ কেমন হতে চলেছে, ইঙ্গিত থাকতে পারে তার’ও। বিভিন্ন পারমুটেশন-কম্বিনেশন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটমহলে।
Read More: কোচ গম্ভীরকে ‘বশ’ করেছেন এই ক্রিকেটার, ব্যর্থতা সত্ত্বেও খেললেন সব টি-২০ !!
নেই যশস্বী, ওপেনিং সেরা বাজি গিল’ই-
গত ১৮ জানুয়ারি একইসাথে ইংল্যান্ড সিরিজ (IND vs ENG) ও চ্যাম্পিয়ন্স ট্রফি’র (CT 2025) জন্য স্কোয়াড ঘোষণা করেছেন অধিনায়ক রোহিত শর্মা ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও ডাক পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ২০২৩-এ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দ্বিতীয় বার ওডিআই স্কোয়াডে জায়গা হয়েছে তাঁর। তবে বিদর্ভ, কটক বা আহমেদাবাদে আদৌ তাঁর অভিষেক হবে কিনা তা নিয়ে সংশয়েই রয়েই গিয়েছে এখনও। ভারতের জার্সিতে ইনিংসের শুরুতে অবশ্যই দেখা যাবে খোদ অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। অন্য ওপেনার স্লটটির জন্য প্রতিযোগিতা শুভমান গিল ও যশস্বীর (Yashasvi Jaiswal) মধ্যে। অভিজ্ঞতা ও পরিসংখ্যানের বিচারে পঞ্চাশ ওভারের ক্রিকেটে আপাতত মুম্বইয়ের তরুণের তুলনায় পাঞ্জাবের তারকা’ই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
২০১৯ সালে একদিনের ক্রিকেটে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন ২০২২ থেকে। ৪৭টি ওডিআই-তে ৫৮.২০ গড়ে করেছেন ২৩২৮ রান। স্ট্রাইক রেট ১০১.৭৪। ইতিমধ্যে ৬টি শতরান ও ১৩টি অর্ধশতরানও করেছেন তিনি। ২০২৩-এর এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে আইসিসি’র ওডিআই র্যাঙ্কিং-এর মগডালে পা রাখার নজিরও গড়েছেন পাঞ্জাবের তরুণ। ২০২৩-এর গোড়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ইন্দোরের মাঠে জমজমাট ২০৮ রানের ইনিংস খেলেছিলেন শুভমান। ওডিআই ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্বিশতকের মাইলস্টোন পেরোন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রান না পেলেও ওডিআই পরিসংখ্যানের নিরিখে ওপেনার হিসেবে এখনও প্রথম পছন্দ শুভমানই।
পেস বিভাগ নিয়ে রয়েছে সংশয়-
পিঠের চোটের কারণে ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) নেই জসপ্রীত বুমরাহ। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। কিন্তু ১৯ ফেব্রুয়ারির আগেও তাঁর চোট সম্পূর্ণ সারবে কিনা তা নিয়ে নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষজ্ঞরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন। শোনা যাচ্ছে প্রয়োজনে চিকিৎসার জন্য বুমরাহকে (Jasprit Bumrah) নিউজিল্যান্ডেও পাঠাতে পারে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে বদলি হিসেবে বোর্ড জায়গা দিয়েছে হর্ষিত রাণা’কে (Harshit Rana)। যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একান্তই না সেরে ওঠেন বুমরাহ সেক্ষেত্রে বিকল্প হিসেবে রানা’রই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে দুবাইগামী দলে। এছাড়া দৌড়ে রয়েছেন মহম্মদ সিরাজ’ও। আসন্ন ম্যাচগুলিতে দেখা যাবে মহম্মদ শামি’কে। এক বছরের বিরতির পর একদিনের ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি।