ind-vs-eng-gill-gesture-sparks-debate

IND vs ENG: দুরন্ত ছন্দে শুভমান গিল। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) অনবদ্য শতরান করেছিলেন তিনি। এজবাস্টনে সেই পারফর্ম্যান্সকেও ছাপিয়ে গেলেন টিম ইন্ডিয়ার নবনির্বাচিত অধিনায়ক। ম্যাচের প্রথম দিনই তিন অঙ্কের গণ্ডী পেরিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনেও শুভমানকে (Shubman Gill) টলাতে রীতিমত হিমশিম খেলেন ইংল্যান্ড বোলাররা। চা পানের বিরতির আগেই দ্বিশতকের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। শেষমেশ থামেন ২৬৯ করে। সিরিজের দ্বিতীয় টেস্টের একের পর এক রেকর্ড গড়েছেন পাঞ্জাবের ক্রিকেটার। সুনীল গাওস্করকে টপকে ইংল্যান্ডের মাঠে (IND vs ENG) কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংসটির মালিক এখন তিনি। পাশাপাশি টেস্ট ইতিহাসে কোনো ভারতীয় অধিনায়কের করা সর্বোচ্চ রানের ইনিংসটিও এই মুহূর্তে শুভমানের। কিংবদন্তি বিরাট কোহলিকে টপকে হেলেন তরুণ তুর্কি।

Read More: “চরিত্রহীন, লম্পট..”, শামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য হাসিন জাহানের, বিস্ফোরক অভিযোগে তোলপাড় !!

বিতর্কের কেন্দ্রে শুভমান গিল-

Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Shubman Gill | IND vs ENG | Image: Getty Images

ব্যাট হাতে সাফল্যের শিখর ছুঁলেও এজবাস্টনে বিতর্ক এড়াতে পারলেন না শুভমান গিল (Shubman Gill)। গতকাল ইংল্যান্ডের ব্যাটিং চলাকালীন তাঁর কর্মকাণ্ড এসেছে আতসকাঁচের তলায়। ৮৮তম ওভারে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) যখন বোলিং করছিলেন তখন মাঠে ছিলেন না শুভমান। ডাগ-আউটে বসে খানিক বিশ্রাম নিচ্ছিলেন তিনি। কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন ঋষভ পন্থ। ওভারের পঞ্চম ডেলিভারিটি আছড়ে পড়ে ইংল্যান্ড অলরাউন্ডার ব্রাইডন কার্সের প্যাডে। ভারতের আপিলে আঙুল তোলেন নি বাংলাদেশের আম্পায়ার শরফুদৌলা ইবনে সৈকত। রিভিউ সংক্রান্ত আলোচনার জন্য হাড্‌ল-এ জড়ো হন ভারতীয় ক্রিকেটাররা। তখনও ডাগ-আউটেই ছিলেন শুভমান। (Shubman Gill) কিন্তু আঙুলের ইশারায় রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিতে দেখা যায় তাঁকে।

ডিআরএস নেওয়ার পথেই হাঁটে ‘মেন ইন ব্লু।’ রিপ্লে খতিয়ে দেখে তৃতীয় আম্পায়ার পল রাইফেল (Paul Reiffel) জানান যে সিরাজের (Mohammed Siraj) ডেলিভারিটি কার্সের প্যাডের বাধা না পেলে আছড়ে পড়ত স্টাম্পেই। তিনি সৈকতকে সিদ্ধান্ত বদলের নির্দেশ দেন। ৪ বলে ০ রান করে সাজঘরে ফেরেন ইংল্যান্ড অলরাউন্ডার। এজবাস্টন টেস্টের (IND vs ENG) তৃতীয় দিনের তৃতীয় সেশনে আরও জাঁকিয়ে বসে ভারতীয় দল। আইসিসি’র নিয়ম বলছে যে বোলিং দলের ক্ষেত্রে মাঠে উপস্থিত অধিনায়ক’ই কেবল ডিআরএস-এর সঙ্কেত দিতে পারবেন খেলা চলাকালীন। যেহেতু ঘটনার সময় কার্যনির্বাহী দায়িত্বে ছিলেন ঋষভ, সেহেতু হিসেবমত তাঁরই সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু শুভমান (Shubman Gill) যেভাবে মাঠের বাইরে থেকে সিদ্ধান্তে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন, তা নজর এড়ায় নি সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার।

শাস্তি হবে শুভমানের ?

Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Shubman Gill | IND vs ENG | Image: Getty Images

অতীতে ড্রেসিংরুমের ইঙ্গিতে সাড়া দিয়ে ডিআরএস নিয়ে সমালোচিত হয়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith)। গতকালের শুভমান-পন্থের ঘটনাটিকেও তাঁর সমতূল্য বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। নিয়ম বহির্ভূত কাজের জন্য জরিমানা এমনকি নির্বাসনের শাস্তি হতে পারে তাঁর, জল্পনা ভাসছে সোশ্যাল মিডিয়ায়। শেষমেশ জল কতদূর গড়ায় তা অবশ্য স্পষ্ট হবে ম্যাচ রেফারির রিপোর্ট সামনে এলেই। গতকাল ৪০৭ রানে ইংল্যান্ডকে (IND vs ENG) গুটিয়ে দিতে সক্ষম হয়েছিলো ভারতীয় দল। ৬টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ৪টি সাফল্য পান আকাশ দীপ। ১৮০ রানে এগিয়ে থেকে ব্যাট করেছে নেমেছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে তাদের স্কোরবোর্ডে ছিলো ১ উইকেটের বিনিময়ে ৬৪ রানে। চতুর্থ দিনের সকালে করুণ নায়ার ফিরলেও দাপটের সঙ্গেই এগোচ্ছেন কে এল রাহুল। ক্রিজে এই মুহূর্তে তাঁর সঙ্গী শুভমান গিল’ই।

দেখুন সেই ঘটনার ছবি-

Also Read: IND vs ENG 2nd Test: “DSP’র রোষে ইংল্যান্ড…” সিরাজের ঝুলিতে ৬ উইকেট, শুভেচ্ছায় ভাসালো সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *