জসপ্রীত বুমরাহ’কে ছাড়াই ওভালে (IND vs ENG) নামতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পঞ্চম টেস্টের একাদশে রাখা যায় নি তারকা পেসারকে। বাদ পড়েছেন অংশুল কম্বোজ’ও। মহম্মদ সিরাজের সাথে জুড়ে দেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা ও আকাশ দীপ’কে। প্রথম ইনিংসে চমৎকার বোলিং করেছিলেন ভারতের পেস ত্রয়ী। সিরাজ ও প্রসিদ্ধ চারটি করে উইকেটও পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে রুট ও ব্রুকের প্রতিরোধের সামনে দীর্ঘ সময় বেশ দিশাহারা দেখিয়েছিলো তাদের। ভারতীয় শিবিরের চিন্তা বাড়ে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে আকাশ দীপ (Akash Deep) চোট পাওয়ায়। বাধ্য হয়েই স্পিন আক্রমণের উপর আস্থা রাখতে হয় তাদের। কিন্তু উইকেট আসে নি তাতেও। ফলে দ্বিতীয় সেশনে আবার পেস মন্ত্রেই ফিরতে হয় টিম ইন্ডিয়াকে। ‘আহত’ আকাশ দীপকেই আক্রমণে আনার কথা ভাবতে হয় অধিনায়ক শুভমান’কে।
Read More: IND vs ENG 5th Test: চতুর্থ দিনের শেষেও ফলাফল অধরাই, বৃষ্টি জিইয়ে রাখলো ওভাল টেস্টের উত্তেজনা !!
‘আহত’ আকাশ দীপে আস্থা অধিনায়কের-

হ্যারি ব্রুকের জোরালো শট সরাসরি আছড়ে পড়েছিলো পেসার আকাশ দীপের (Akash Deep) পায়ে। যন্ত্রণায় সঙ্গে সঙ্গেই মাঠে শুয়ে পড়েন বাংলার পেসার। খানিক শুশ্রূষার পর নিজের ওভার শেষ করলেও তিনি যে সম্পূর্ণ ফিট নন তা বোঝা যাচ্ছিলো তাঁর নড়াচড়াতেই। আকাশ আহত হওয়ায় পরিকল্পনা বদলাতে হয়েছিলো অধিনায়ক শুভমানকে (Shubman Gill)। দ্বিতীয় সেশনের শুরুতে ওয়াশিংটনের হাতে বল তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু উইকেটের দেখা পান নি তরুণ অলরাউন্ডার। তাই বাধ্য হয়েই তাঁকে আক্রমণ থেকে সরাতে হয় শুভমানকে। মরিয়া অধিনায়ক তাকান ‘আহত’ আকাশ দীপের দিকেই। “তুমি কি (পেইনকিলার) ইঞ্জেকশন নিয়েছ?” স্টাম্প মাইকে ধরা পড়ে তাঁর প্রশ্ন। “লাঞ্চের পর পেস আক্রমণের দিকেই তাকাতে চান শুভমান,” বলতে শোনা যায় ধারাভাষ্যকার সঞ্জয় বাঙ্গারকে।
যন্ত্রণা নিয়েই অবশ্য দিনের দ্বিতীয় সেশনে বোলিং রান-আপে ফেরেন আকাশ দীপ (Akash Deep)। বেশ কয়েক ওভার হাতও ঘোরান তিনি। তুলে নেন ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা হ্যারি ব্রুকের উইকেট। ৯৮ বলে ১১১ করে তিনি ধরা পড়েন মহম্মদ সিরাজের হাতে। তৃতীয় সেশনেও তাঁকে ব্যবহার করেছিলেন শুভমান (Shubman Gill)। কিন্তু আর উইকেট পান নি তিনি। তবে মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়াকে ব্যবহার করে জ্বলে ওঠেন প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর আউটস্যুইং জো রুটের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের দস্তানায়। ডান দিকে শরীর ছুঁড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন বছর ২৪-এর তরুণ। এরপর ৭৩তম ওভারে জেকব বেথেলের মিডলস্টাম্প ছিটকে দেন প্রসিদ্ধ। ৩১ বলে ৫ করে ফেরেন তিনি। রুট-ব্রুকের দাপটে বেশ একপেশে হয়ে পড়েছিলো ম্যাচ। প্রসিদ্ধের জোড়া উইকেট লড়াইতে ফেরায় ভারতকে।
শুনে নিন শুভমানের মরিয়া আর্জি-
— The Game Changer (@TheGame_26) August 3, 2025
৩৫ রান নাকি ৪ উইকেট ?

ওভালে ইংল্যান্ডের স্কোর যখন ৬ উইকেটের বিনিময়ে ৩৩৯, তখন বৃষ্টি নেমেছিলো গতকাল। তা পরে থামলেও আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু করা যায় নি চতুর্থ দিনের খেলা (IND vs ENG)। রুদ্ধশ্বাস উত্তেজনা জিইয়ে রেখে পঞ্চম দিনে গড়ায় তা। আজ জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। তাদের যা ব্যাটিং গভীরতা তাতে জেইমি স্মিথ, জেইমি ওভারটন’দের ‘ফেভারিট’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভারতের সম্ভাবনাও। কাঁধের চোটে অনিশ্চিত ক্রিস ওকস। তিনি ব্যাট করতে না পারলে সকালের সেশনে ৩ উইকেটও জয়ের জন্য যথেষ্ট হতে পারে ‘মেন ইন ব্লু’র জন্য। পঞ্চম দিনের সকালে নতুন বল ব্যবহারের সুযোগ পেতে পারেন সিরাজ (Mohammed Siraj), কৃষ্ণা, আকাশ দীপরা। ওভালের বাইশ গজে ঝড় বওয়ানোর লক্ষ্য নিয়েই তাঁরা যে মাঠে নামবে তা পরিষ্কার।