ind-vs-eng-ganguly-advises-gambhir

IND vs ENG: ম্যাঞ্চেস্টারে একটা সময় খাদের কিনারে পৌঁছে গিয়েছিলো টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শূন্য রানের মাথায় খুইয়ে বসেছিলো জোড়া উইকেট। জাঁকিয়ে বসেছিলো ইনিংসের  ব্যবধানে হারের আশঙ্কা। সেখান থেকে অবশ্য দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। কে এল রাহুল, শুভমান গিলের (Shubman Gill) জুটি চতুর্থ দিন শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলো দল’কে। পঞ্চম দিনে অনবদ্য ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজাও। এই চারমূর্তির ব্যাটে ভর করেই হার এড়াতে সক্ষম হয় ‘মেন ইন ব্লু।’ ম্যাচ (IND vs ENG) ড্র রেখে মাঠ ছাড়তে পারে তারা। ওল্ড ট্র্যাফোর্ডের পারফর্ম্যান্স আত্মবিশ্বাস যোগালেও সিরিজে কিন্তু এখনও ২-১ পিছিয়েই রয়েছে ভারত। সমতা ফেরাতে হলে ওভালে শেষ ম্যাচটিতে জয় ছাড়া কোনো রাস্তা খোলা নেই তাদের সামনে।

Read More: ওভালে মেজাজ হারালেন গৌতম গম্ভীর, মাঠকর্মীদের সাথে তুমুল বাগ্‌বিতণ্ডা ভারতীয় কোচের !!

ভারতীয় একাদশে বদল চান সৌরভ-

Sourav Ganguly Wants Kuldeep in 5th IND vs ENG Test | Image: Getty Images
Sourav Ganguly Wants Kuldeep in 5th IND vs ENG Test | Image: Getty Images

ওভালে ইংল্যান্ডকে হারাতে হলে সঠিক বোলিং আক্রমণ নির্বাচন করতে হবে কোচ গৌতম গম্ভীরকে, মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গত চারটি টেস্টে রিজার্ভ বেঞ্চে ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। শেষ ম্যাচে সুযোগ দেওয়া হোক চায়নাম্যান স্পিনারকে, মতামত মহারাজের। সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “কুলদীপকে পঞ্চম টেস্টে খেলাও ও সঠিক বোলিং আক্রমণ খুঁজে নাও-গম্ভীরের জন্য এটাই আমার পরামর্শ। আমরা যদি এভাবেই ব্যাটিং করে যেতে পারি, তাহলে ওভালে জেতা সম্ভব।” কোহলি-রোহিতদের মত মহারথীরা সরে দাঁড়িয়েছেন সদ্যই। নেতৃত্ব এখন শুভমান গিলের হাতে। ‘নিউ লুক’ টিম ইন্ডিয়ার মূল্যায়ন করতে বসার আগে ক্রিকেটারদের আরও একটু সময় দেওয়া প্রয়োজন, মনে করেন সৌরভ’

IANS-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “এই দলটা নতুন। এখনও পুনর্গঠন চলছে ফলে আমাদের আরও একটু সময় দিতে হবে ওদের। গতকাল (২৭ জুলাই) ওরা যেভাবে ওরা ব্যাটিং করেছে, ৪০০’র উপর রান তুলেছে, তাতে লর্ডসের হারটার জন্য ভারত নিঃসন্দেহে হতাশ হবে। ওরা ম্যাঞ্চেস্টারে দারুণ ব্যাটিং করেছে। তবে লর্ডসে ১৯০ রান’টা তাড়া করা উচিৎ ছিলো।” সিরিজ (IND vs ENG) জুড়ে ব্যাটারদের পারফর্ম্যান্সে উচ্ছ্বসিত সৌরভ। বলেছেন, “দীর্ঘসময় পর বিদেশের মাঠে কোনো টেস্ট সিরিজে এতজন ভারতীয় ব্যাটার বড় রান পেয়েছে। এতে আমি খুবই খুশি। এটা  ভারতীয় ক্রিকেটের জন্য খুবই শুভ সংকেত। এই তরুণ খেলোয়াড়রা দেশের হয়ে লম্বা সময় খেলবে। আর ইংল্যান্ডে যা পারফর্ম্যান্স করেছে ওরা, তা নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে ওদের। ওভালে যদি বোলিং-এ উন্নতি করতে পারি, তাহলে আমরা জিততে পারি।”

পন্থ-ওয়াশিংটনদের প্রশংসা সৌরভের-

Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images
Rishabh Pant | IND vs ENG | Image: Getty Images

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং-এর সময় পা ভেঙেছে ঋষভ পন্থের (Rishabh Pant)। যন্ত্রণা নিয়েও দ্বিতীয় দিন মাঠে নেমেছিলেন তিনি। করেন অর্ধশতরান। এর আগেও বহুবার তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ। ম্যাঞ্চেস্টার ম্যাচের পরেও IANS-কে বলেছেন, “ও একজন দুর্দান্ত টেস্ট খেলোয়াড়। চোট পেয়েছে, পায়ের আঙুল ভেঙেছে। ওর সেরে উঠেছে সময় লাগবে। তবে এই সিরিজে অসাধারণ ব্যাট করেছে।” দ্বিতীয় ইনিংসের পন্থের বদলে পাঁচ নম্বরে নামানো হয়েছিলো ওয়াশিংটন সুন্দর’কে। জাদেজার সাথে জুটি গড়ে ভারতকে ‘রক্ষা’ করেন বছর ২৫-এর তরুণ। দ্ব্যর্থহীন ভাষায় দুই অলরাউন্ডারেরই প্রশংসা করেছেন মহারাজ। বলেছেন, “ভারত ভালো ক্রিকেট খেলে টেস্ট ম্যাচটা বাঁচিয়েছে ১৪০-এর বেশী ওভার খেলার পর। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর সত্যিই অসাধারণ খেলেছেন।”

Also Read: IND vs ENG: অঘোষিত নায়ক’কে কুর্নিশ সূর্যকুমার যাদবের, বিসিসিআই-এর পর্দাফাঁস করলেন টি-২০ অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *