IND vs ENG: কটকের বারাবাটি স্টেডিয়ামে আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিং বড় রানের ভিত গড়ে দেয় সফরকারী দলের জন্য। চমৎকার অর্ধশতক করেন বেন ডাকেট। মাঝের ওভারগুলোতেও রানের গতিতে বাঁধ দিতে বিশেষ সক্ষম হন নি ভারতীয় বোলাররা। সাবলীল ভঙ্গিতেই স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন জো রুট (Joe Root) ও জস বাটলার। শেষলগ্নে ঝোড়ো ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন’ও। ৩২ বলে তিনি করেন ৪১ রান। ৪৯.৫ ওভারে ৩০৪ রান করে থামে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো টিম ইন্ডিয়া। দীর্ঘ সময় পর সাবলীল দেখাচ্ছিলো অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। নজর কেড়েছিলেন শুভমান গিল। কিন্তু ফ্লাডলাইট সমস্যা ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ালো ভারতের জন্য।
Read More: IND vs ENG 2nd ODI: আম্পায়ারকেই তেড়ে গেলেন রবীন্দ্র জাদেজা, নজিরবিহীন ঘটনার সাক্ষী কটক !!
অফ ফর্মের অন্ধকার দূর করার ইঙ্গিত দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গাস অ্যাটকিনসনকে ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারি হাঁকান, মিড উইকেটের উপর দিয়ে আছড়ে ফেলেন মাঠের বাইরে। সাকিব মাহমুদের ওভারেও ছক্কা এসেছিলো হিটম্যানের ব্যাট থেকে। যোগ্য সঙ্গত করছিলেন শুভমান’ও (Shubman Gill)। চমৎকার শর্ট আর্ম জ্যাব বা ফ্লিক থেকে বাউন্ডারি ছিনিয়ে নিয়েছিলেন পাঞ্জাবের তরুণ। মাত্র ৬ ওভারে ৪৭ রানে পৌঁছে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু ফ্লাডলাইট নিভে যাওয়ায় অনিচ্ছা সত্ত্বেও থামতে হলো তাদের। প্রথমে কয়েকটি আলোতে সমস্যা দেখা গিয়েছিলো। বল দেখতে সমস্যা না হওয়ায় তার পরেও খেলা চালিয়ে রাখতে রাজী ছিলেন ভারতের দুই ব্যাটার। কিন্তু পরে একটি বাতিস্তম্ভের সবক’টি আলোই নিভে যায়। ফলে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের।
গতকালই গদ্দাফি স্টেডিয়ামের নতুন ফ্লাডলাইট নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিলো পাকিস্তানকে। বাতিস্তম্ভের উচ্চতা সঠিক না হওয়ার কারণেই বল দেখতে না পেয়ে গুরুতর আহত হন নিউজিল্যান্ডের তারকা রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। হয় রক্তপাত’ও। ২৪ ঘন্টা কাটার আগেই ফ্লাডলাইট বিতর্ক দানা বাঁধলো ওয়াঘা সীমান্তের এই পারে। ক্রিকেটদুনিয়ার ধনীতম বোর্ড বিসিসিআই। ভারত-ইংল্যান্ড (IND vs ENG) ম্যাচ চলাকালীন আজকের ঘটনায় তাদের মুখ যে পুড়লো তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ম্যাচের মিনিট কুড়ি নষ্ট হয়েছে আলো নিভে যাওয়ার কারণে। দ্রুত সমস্যার সমাধান করতে না পারলে নিঃসন্দেহে ওভার কমানোর সিদ্ধান্ত নিতে হবে আম্পায়ারদের। সেক্ষেত্রে চাপ বাড়তে পারে টিম ইন্ডিয়ার উপর। এই অনভিপ্রেত বিপর্যয় টিম ইন্ডিয়ার দুই ওপেনারের ছন্দ ও মনঃসংযোগ ব্যাঘাত ঘটয়ায় কিনা তা নিয়েই আশঙ্কায় সমর্থকেরা।
বন্ধ ফ্লাডলাইট, দেখুন ভিডিও-
#Watch | The ODI match between India and England got disrupted as one of the floodlights went off at the Barabati Stadium in Cuttack.#barabatistadium #indvseng #kalingatv pic.twitter.com/kfSQkBN8wZ
— Kalinga TV (@Kalingatv) February 9, 2025