ind-vs-eng-few-players-are-not-getting-chances

IND vs ENG: দেখতে দেখতে শেষের পথে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ (IND vs ENG)। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে চারটি ম্যাচ। লিডসে হেরে পিছিয়ে পড়েছিলো ‘মেন ইন ব্লু।’ তারা ঘুরে দাঁড়িয়েছিলো দ্বিতীয় ম্যাচে। এজবাস্টনের বাইশ গজে ৩৩৬ রানের রেকর্ড ব্যবধানে আসে জয়। স্বস্তি অবশ্য দীর্ঘস্থায়ী হয় নি। লর্ডসে ২২ রানের ব্যবধানে ফের হারতে হয় ভারতীয় দল’কে। শুভমান গিলরা পিছিয়ে পড়েন ২-১ ফলে। ম্যাঞ্চেস্টারেও একটা সময় ধুঁকছিলো ভারত। কিন্তু শেষমেশ ড্র করতে সক্ষম হয়েছে তারা। সিরিজের ভাগ্য এখন নির্ধারিত হবে ওভালে। জিতলে ড্র করতে পারবে টিম ইন্ডিয়া। হারলে অথবা ম্যাচ অমীমাংসিত থাকলে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি উঠবে বেন স্টোকসের হাতে। চলতি সিরিজে (IND vs ENG) বারবার আতসকাঁচের নীচে এসেছে কচ গম্ভীরের স্ট্র্যাটেজি। প্রশ্ন উঠেছে তাঁর দল নির্বাচন নিয়ে।

Read More: IND vs ENG: অঘোষিত নায়ক’কে কুর্নিশ সূর্যকুমার যাদবের, বিসিসিআই-এর পর্দাফাঁস করলেন টি-২০ অধিনায়ক !!

সুযোগই পাচ্ছেন না এই ক্রিকেটাররা-

Kuldeep Yadav Hasn't Featured in IND vs ENG Series So Far | Image: Getty Images
Kuldeep Yadav Hasn’t Featured in IND vs ENG Series So Far | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরে কেবল পর্যটক হয়ে ভারতীয় দলের সঙ্গে ঘুরেছিলেন সরফরাজ খান। পাঁচ টেস্টের মধ্যে একটিতেও জায়গা পান নি প্রথম একাদশে। ইংল্যান্ড সফরে কার্যত একই দশা বাংলার অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran)। সিরিজ শুরুর আগে ওপেনার বা তিন নম্বর ব্যাটার হিসেবে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে সেই ছবি দেখা যায় নি। ওপেনিং জুটি হিসেবে এই মুহূর্তে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল’ই যে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ তা স্পষ্ট। তিন নম্বর নিয়ে অবশ্য চলছে পরীক্ষানিরীক্ষা। লিডসে প্রথম টেস্টে (IND vs ENG) সেখানে ব্যাট করতে নেমেছিলেন সাই সুদর্শন। আহামরি রান পান নি। এজবাস্টন ও লর্ডসে তিনে খেলানো হয়েছিলো করুণ নায়ারকে। সাফল্য পান নি তিনিও। তারপরেও ডাকা হয় নি অভিমন্যুকে। বরং চতুর্থ ম্যাচে আবার সুযোগ দেওয়া হয়েছে সাইকেই।

এখনও পর্যন্ত শিকে ছেঁড়ে নি চায়নাম্যান কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ভাগ্যেও। ভালো ছন্দে রয়েছেন তিনি। সাদা বলের ক্রিকেটে নিয়মিত উইকেট নিচ্ছেন। তবুও টেস্টে তাঁকে ব্যবহারের ক্ষেত্রে দিনের পর দিন অনীহা দেখিয়ে চলেছেন কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) অভিমন্যুর মতই এখনও অবধি চারটি টেস্টেই রিজার্ভ বেঞ্চে থাকতে হয়েছে তাঁকে। রবিচন্দ্রণ অশ্বিন, দীপ দাশগুপ্তদের মত প্রাক্তনীরা নাগাড়ে কুলদীপের হয়ে গলা ফাটিয়ে গেলেও তাতে কর্ণপাত করে নি টিম ম্যানেজমেন্ট। ম্যাঞ্চেস্টারে আকাশ দীপ, আর্শদীপরা ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে উড়িয়ে আনা হয় অংশুল কম্বোজকে। তবুপ মাঠে নামানো হয় নি কুলদীপ’কে। এখনও অবধি সুযোগ পান নি আর্শদীপ সিং ও ধ্রুব জুরেলও। কিন্তু ওভালে শেষ টেস্টে সম্ভবত সেই অন্ধকার কাটতে চলেছে তাঁদের। রয়েছে খেলার সম্ভাবনা।

জগদীশনের ভাগ্যেও ছিঁড়বে না শিকে-

N Jagadeesan Replaces Rishabh Pant in Indian Squad | Image: Getty Images
N Jagadeesan Replaces Rishabh Pant in Indian Squad | Image: Getty Images

ম্যাঞ্চেস্টার টেস্টের (IND vs ENG) প্রথম দিনে পা ভেঙেছে ঋষভ পন্থের। ক্রিস ওকসের ডেলিভারি পায়ে আছড়ে পড়েছিলো তারা। স্ক্যান থেকে জানা গিয়েছে যে ডান পায়ের মেটাটার্সাল হাড় ভেঙেছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের। যন্ত্রণা উপেক্ষা করেও তিনি দ্বিতীয় দিন ব্যাটিং করেছিলেন। পঞ্চম দিনেও প্রয়োজন পড়লে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন ঋষভ। যদি তা আর করতে হয় নি। গতকাল খেলা শেষে বিসিসিআই বিবৃতি জারি করে জানিয়েছে যে ওভালে পরবর্তী টেস্টটিতে খেলবেন না পন্থ। তড়িঘড়ি তাঁর বদলি খুঁজে নিতে হয়েছে বোর্ড’কে। নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন ঈশান কিষণ। কিন্তু তাঁরও গোড়ালিতে চোট রয়েছে। সরে দাঁড়িয়েছেন তিনি। বদলে বেছে নেওয়া হয়েছে নারায়ণ জগদীশন’কে (N Jagadeesan)। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও অভিষেকের সম্ভাবনা তাঁরও বিশেষ নেই। হয়ত খেলবেন ধ্রুব জুরেল।

Also Read: IND vs ENG: সত্যি হলো জল্পনা, পন্থের বিকল্প হিসেবে ঈশান নয় বরং ডাক পেলেন এই KKR ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *