IND vs ENG: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম দুই খেলার শেষে ফলাফল ১-১। রাজকোটে ম্যাচ জিতে এগিয়ে যেতে চায় ভারত ও ইংল্যান্ড দুই শিবিরই। গত ম্যাচে জিতলেও রাজকোটে আজ খেলা শুরুর আগে খানিক পিছিয়েই ছিলো টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল-মিডল অর্ডারের তিন স্তম্ভকে ছাড়াই মাঠে নামতে হয়েছে তাদের। গত ম্যাচে ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে না পারলেও ফের সুযোগ দেওয়া হয়েছে রজত পতিদারকে। উইকেটরক্ষক কে এস ভরতের বিকল্প হিসেবে আজ মাঠে নেমেছেন ধ্রুব জুড়েল। এবং জুড়েলের সাথেই অভিষেক হয়েছে মুম্বইয়ের তরুণ সরফরাজ খানের।
গত কয়েক মরসুমে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় রানের পাহাড় বানাতে দেখা গিয়েছিলো সরফরাজ খানকে। ২০১৯ থেকে ২০২২ টানা চার বছর রঞ্জি ট্রফিতে ১০০’র বেশী গড় বজায় রেখেছিলেন তিনি। রঞ্জির সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন। রান পেয়েছেন দলীপ, ইরানি ট্রফির খেলায়। কিন্তু তা সত্ত্বেও সিনিয়র জাতীয় দলে এতদিন ঠাঁই হয় নি তাঁর। শেষমশ সম্প্রতি ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে ভারতীয়-এ দলের জার্সিতে শতরান করার পর টনক নড়ে নির্বাচকদের। বিশাখাপত্তনমে কে এল রাহুলের বদলি হিসেবে সুযোগ দেওয়া হয়েছিলো স্কোয়াডে। যদিও মাঠে নামা হয় নি। আজ শেষমেশ মেলে সেই ছাড়পত্র। খেলা শুরুর আগে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন কিংবদন্তি অনিল কুম্বলে।
Read More: IND vs ENG: জোড়া শতক রোহিত-জাদেজার, প্রাথমিক ধাক্কা সামলে রাজকোটে ঘুরে দাঁড়ালো ভারত !!
ভাষার গোলমাল পাক সাংবাদিকের-
দীর্ঘ সংগ্রামের পর সরফরাজ ভারতীয় দলে খেলার সুযোগ পাওয়ায় খুশি দেশের নেটজনতা। সকালেই অনেকে শুভেচ্ছা জানান তাঁকে। ক্রিকেটীয় কেরিয়ারে অনেক উঁচুতে পৌঁছান সরফরাজ, প্রার্থনা করতেও দেখা গিয়েছে অনেককে। ছেলের টেস্ট ক্যাপ হাতে নিয়ে কেঁদে ফেলেন সরফরাজের বাবা নৌশাদ খান। সেই দৃশ্য’ও মন ছুঁয়ে গিয়েছে অনেকের। টেস্ট ক্যাপ হাতে নেওয়ার পর স্ত্রী ও বাবা’কে জড়িয়ে ধরেছিলেন সরফরাজ। সেই ছবি অনেকেই শেয়ার করেছেন এক্স (পূর্বতন ট্যুইটার) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেই তালিকায় ছিলেন পাকিস্তানের ক্রিকেট সাংবাদিক ফরিদ খান’ও। মাঝেমধ্যেই টিম ইন্ডিয়াকে খোঁচা দিয়ে কিছু মন্তব্য করতে প্রায়শই দেখা যায় তাঁকে। রুখে দাঁড়াতে দেখা যায় ভারতীয় নেটিজেনদের। আজ অবশ্য সরফরাজকে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে তিনি। নেপথ্যে তাঁর শব্দচয়ন।
নিজের ট্যুইটের ক্যাপশনে ফরিদ লিখেছিলেন, “সরফরাজ খান তাঁর নিজের স্ত্রী ও বাবা’কে জড়িয়ে ধরেন টেস্ট ক্যাপ পাওয়ার পর। কি দারুণ একটা মুহূর্ত।” এত অধধি সব ঠিকঠাকই ছিলো। কিন্তু যেভাবে ইংরেজ শব্দ ব্যবহার করেছেন তিনি, তা হাসির উদ্রেগ করেছেন নেটনাগরিকদের মধ্যে। রসিকতা করে একজন লিখেছেন, “পাকিস্তানের কথা বলতে পারবো না, তবে ভারতে অন্যের স্ত্রীকে কেউ জড়িয়ে ধরেন না। এভাবে জোর দিয়ে নিজের স্ত্রী লেখার প্রয়োজন ছিলো না।” “নিজের স্ত্রী না হলে আর কার স্ত্রীকে জড়িয়ে ধরবেন সরফরাজ?” মস্করা আরও একজনের। এখানেই থামেন নি তাঁরা। ইংরেজি ‘ফাদার’ শব্দটি লিখতে গিয়ে ‘ফ্যাটার’ অর্থাৎ স্থূলতর লিখে ফেলেছেন ফরিদ। তাঁকে সঠিক বানান শিখিয়ে এক নেটিজেন লিখেছেন, “এভাবে কাউকে মোটা বলতে নেই ফরিদ ভাই, পরের বার ইংরেজিটা ঝালিয়ে নিয়ে পোস্ট করবেন।”
দেখুন ট্যুইটচিত্র-
He will hug your wife ????
Is that— Pankaj (@Pankaj41627) February 15, 2024
The word “own” because if anyone has a wife then he has … Not he has its own wife 😂
— NetGemHunterX (@NetGemHunterX) February 15, 2024
You don’t need to write ‘his own wife’ .. only ‘his wife’ is sufficient. Don’t know about Pakistan but in Bharat it is like that I.e. no need to specifically mention ‘own’☺️
— #Intolerant भारतीय (@goyalsanjeev) February 15, 2024
*Own* is wrong
Smjo bhai— Muhammad Bilal khan (@MuhmmadBilalkh2) February 15, 2024
Wou sab tou theak hai,,par ye ‘fatter’ kya hai…?
— Ridwan Azeem (@Ridwanjt) February 15, 2024
Age se mat post kar tu kuch🤣🤣
— Swapnil (@The_SSwapnil) February 15, 2024
You do this for reach, just admit it uncle
— K³ 🦋 (@cuteasmasha) February 15, 2024
Own wife nahi.. Aagy parho .. Father ko ‘fatter’ likha he
— Sumair Ahmed (@i_4468) February 15, 2024
Bas kar de bhai. Tum itney be wakof ho ya hamain samajhtey ho??
— Syed Hassan (@ItsMeSyed248) February 15, 2024
He’s doing all this for attention and getting money out of it
— THOR (@Kumar5689Y) February 15, 2024
Bro there is no need to write his “own”. Its obvious when you say his wife……
— Naimat ullah (@Naimatullah0603) February 15, 2024
This is why knowing English is important
— Tom Gravestone (@Whygravestone) February 15, 2024
“Own wife” also “fatter”
kya hota hai..— SDN (@sdnxac) February 15, 2024
Learn English ! So that you won’t be in a out of context page
— Sanjay Subramanian (@Compensatedm416) February 15, 2024
No need to call someone fatter. Not very nice
— TAHIR 💫 (@T4HIRKH4N) February 15, 2024