ind-vs-eng-fans-upset-over-sarfaraz-failure

IND vs ENG: রাঁচীর ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের চতুর্থ টেস্ট। পিছিয়ে পড়েও সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এগিয়ে গিয়েছে ২-১ ফলাফলে। চতুর্থ ম্যাচটিতে জিততে পারলেই সিরিজ চলে আসবে রোহিতবাহিনীর হাতের মুঠোয়। অন্যদিকে সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড’ও। টসে জিতে গতকাল প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। নবাগত আকাশ দীপের বোলিং-এ খানিক সমস্যায় পড়তে হয় ইংল্যান্ডকে। কিন্তু পরে জো রুট ও বেন ফোকসের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। রুটের শতরানের পাশাপাশি অর্ধশতক করেন পেসার অলি রবিনসন’ও। স্কোরবোর্ডে ৩৫২ রান তুলে থামে সফরকারী দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিলো টিম ইন্ডিয়া। ফেরেন রোহিত শর্মা। এরপর যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল ৮৪ রানের জুটি গড়েন। কিন্তু দ্বিতীয় সেশনে শোয়েব বশিরের অনবদ্য স্পেলে ব্যাকফুটে যেতে হয় স্বাগতিক দেশকে। পরপর শুভমা গিল, রজত পতিদার ও রবীন্দ্র জাদেজাকে সাজঘরে ফেরত পাঠান তিনি। ক্রিজে থিতু হয়ে যাওয়া যশস্বী জয়সওয়াল’ও হন পাক বংশোদ্ভূত স্পিনারের শিকার। গত ম্যাচে দ্বিশতক করার পর আজ তিনি করেন ৭৩। বাম হাতি ওপেনার ফেরার পর সকলের নজর ছিলো সরফরাজ খানের দিকে। রাজকোটে টেস্টে অভিষেকেই চমৎকার ব্যাটিং করেছিলেন তিনি। দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৬১ ও ৬৮* রান। আজ কঠিন পরিস্থিতিতে অবশ্য ইনিংসকে দীর্ঘায়ত করতে পারলেন সরফরাজ। মুম্বই ব্যাটার ফেরেন ১৪ রান করে।

Read More: IND vs ENG: আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ শুভমান, ফিরলেন শোয়েব বশিরের বলে !!

সরফরাজের ব্যর্থতায় হতাশ সোশ্যাল মিডিয়া-

Sarfaraz Khan | IND vs ENG | Image: Twitter
Sarfaraz Khan | IND vs ENG | Image: Twitter

ইনিংসের ৫২তম ওভারের তৃতীয় ডেলিভারিতে সরফরাজ খানের বিরুদ্ধে বাজিমাত করলেন ইংল্যান্ডের বাম হাতি স্পিনার টম হার্টলি। সরফরাজের ব্যাটের বাইরের দিকের কোণ স্পর্শ করে স্লিপে দাঁড়ানো জো রুটের হাতে জমা পড়ে বল। নিজের বাম দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ তালুবন্দী করেন রুট। গত টেস্টে দ্রুতগতির ক্রিকেট খেলতে দেখা গিয়েছিলো সরফরাজকে। খেলেছিলেন বেশ কিছু বড় শট’ও। সাবলীল ভাবে মোকাবিলা করেছিলেন স্পিনারদের। আজ অবশ্য খানিক জড়সড় লাগলো তাঁকে। মাত্র ১৪ রান করতে খরচ করেন ৫৩ বল। মারেন কেবল ১টি চার। কোনো ছক্কা দেখা যায় নি সরফরাজের ব্যাটে। তাঁর স্বভাববিরুদ্ধ ক্রিকেট দেখে চমকেছেন নেটিজেনরা। অনেকেই ব্যর্থতার জন্য দায়ী করছেন অতি রক্ষণাত্মক মানসিকতাকেই।

সরফরাজ আউট হয়ে ফিরতেই এক নেটনাগরিক এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘যে বা যাঁরা সরফরাজকে এমন ধীরে ধীরে খেলার পরামর্শ দিয়েছেন, সত্ত্বর তাদের সরিয়ে দেওয়া উচিৎ।’ একই কথা শোনা গিয়েছে আরও একজনের থেকে। তিনি লিখেছেন, ‘স্বাভাবিক ব্যাটিং-টা আজ করতেই পারলো না সরফরাজ। উচিৎ ছিলো আরও আগ্রাসী হওয়া।’ ঘরোয়া ক্রিকেটে একরাশ রান করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মুম্বইয়ের তরুণ। দ্বিতীয় টেস্টে ব্যর্থতার পর সেইদিকে ইঙ্গিত করে কটাক্ষ’ও করেছেন অনেকে। লিখেছেন, ‘দ্বিতীয় ম্যাচেই বুদ্বুদটা ফেটে গেলো। পূর্ণ শক্তির ভারতীয় একাদশে থাকবে না সরফরাজ।’ এই নিয়ে ষষ্ঠ উইকেট হারালো ভারত। ‘আবার হায়দ্রাবাদের পুনরাবৃত্তি না হয়,’ আশঙ্কার সুর দেখা গিয়েছে কয়েকজনের ট্যুইটে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: “ও একদম হিন্দি জানে না…”, সরফরাজের স্লেজের মজার জবাব বশিরের, মুহূর্তে ভিডিও হল ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *