ind-vs-eng-fans-troll-india-squad-on-x

IND vs ENG: গত ডিসেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। চলিত মে মাসেও জোড়া ধাক্কা খেয়েছে ভারতীয় দল। লাল বলের ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মত দুই কিংবদন্তি। আসন্ন ইংল্যান্ড সফরে (IND vs ENG) তিন মহাতারকার অভাব কি করে পূরণ করে ‘মেন ইন ব্লু’, তা নিয়ে কৌতূহল ছিলো ক্রিকেটমহলের। অবশেষে তার নিরসন হলো আজ। মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড বেছে নিলেন নির্বাচকেরা। রোহিতের উত্তরসূরি হিসেবে অধিনায়কত্ব দেওয়া হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। সহ-অধিনায়কত্ব হারিয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বদলে দায়িত্ব পেয়েছেন ঋষভ পন্থ। ১৮ সদস্যের স্কোয়াড ঘিরে মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়। নতুন যুগের সূচনাকে কেউ কেউ স্বাগত জানিয়েছেন ঠিকই। কিন্তু তার সাথে রয়েছে নেতিবাচক প্রতিক্রিয়াও।

Read More: ঈশান কিষাণের রক্তে মুম্বাই ইন্ডিয়ান্স, RCB’কে হারিয়ে নিজের পুরনো দলকে সাহায্য করলেন তিনি !!

রোহিত পরবর্তী অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহকেই (Jasprit Bumrah) চেয়েছিলেন অধিকাংশ টিম ইন্ডিয়া সমর্থক। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পূর্ণ সময়ের নেতা আর হওয়া হলো না তাঁর। ‘নেতৃত্বের মুকুট বুমরাহ’রই প্রাপ্য ছিলো,’ সরব হয়েছেন অনুরাগীরা। ‘ওর সাথে অন্যায় করলো বোর্ড,’ মন্তব্য আরও একজনের। শুভমানের অধিনায়কত্ব পাওয়া নিয়েও আপত্তি নেটিজেনদের। ইংল্যান্ডের মাঠে তাঁর হতশ্রী পরিসংখ্যান তাঁরা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। ‘ওর চেয়ে ভুবনেশ্বর কুমার ব্যাট হাতে বেশী সাফল্য পেয়েছে ইংল্যান্ডে। আর ও কিনা দলের ক্যাপ্টেন হিসেবে যাচ্ছে?’ উঠেছে প্রশ্ন। যোগ্যতর বুমরাহকে ছেঁটে ফেলে ইংল্যান্ড সিরিজে (IND vs ENG) শুভমানকে অগ্রাধিকার দেওয়ার পিছনে কোচ গৌতম গম্ভীরের ‘চাল’ দেখতে পাচ্ছেন অনেকে। তোপের মুখে পড়তে হয়েছে তাঁকেও। ‘ব্যর্থ হলে আর যেন সুযোগ না দেওয়া হয়,’ লিখেছেন অনেকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টেস্ট দলে একঝাঁক তারকার অনুপস্থিতি নিয়েও দেখা গিয়েছে সমালোচনা। ঘরোয়া ক্রিকেট ও ওয়ান ডে’তে দুর্দান্ত খেলার পরেও বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতের জার্সিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার পরেও বাদ মহম্মদ শামি। ‘শামি-শ্রেয়সের দোষটা কি?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এক নেটনাগরিক। ‘স্যুইং সমৃদ্ধ পরিবেশে শামিকে বাদ দেওয়ার মত ভুল কেউ কি করে করতে পারে?’ আগারকারদের কটাক্ষের তীরে বিঁধেছেন অন্যরাও। ‘শ্রেয়সকে আর কত অগ্নিপরীক্ষা দিতে হবে? দিনের পর দিন ওর সাথে অন্যায় হয়ে চলেছে,’ মুম্বইয়ের তারকার স্বপক্ষেও গলা ফাটিয়েছেন অনেকেই। তবে শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও করুণ নায়ারের প্রত্যাবর্তন ঘিরে আগ্রহী নেটিজেনরা। ‘ওদের দু’জনের কাছেই এটা সোনার সুযোগ। কাজে লাগাতেই হবে,’ আর্জি অনুরাগীদের। সাই সুদর্শনের সাফল্যের জন্যও এখন থেকেই চলছে প্রার্থনা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: রাজার সিংহাসনে বসছেন যুবরাজ, বিসিসিআই-এর ইংল্যান্ড বধের পরিকল্পনা এলো প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *