IND vs ENG: “সময় হয়েছে বাদ দেওয়ার…” হায়দ্রাবাদেও ব্যর্থ শুভমান গিল, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় !! 1

IND vs ENG: চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম টেস্ট। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম দুই দিন চালকের আসনে ছিলো টিম ইন্ডিয়াই। তিন বা চার দিনেই ভারতের জয় দেখছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। টসে জিতে প্রথমে ব্যাটিং করা ইংল্যান্ডকে তারা রুখে দিয়েছিলো মাত্র ২৪৬ রানে। জবাবে যশস্বী, জাদেজা, রাহুলদের অনবদ্য ব্যাটিং-এ ১৯০ রানের লিড নিতেও সক্ষম হয়েছিলো ভারতীয় দল। ম্যাচের তৃতীয় দিন বেন ডাকেট ও জ্যাক ক্রলির সৌজন্যে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করেছিলো ইংল্যান্ড। পরপর উইকেট তুলে আরও একবার ভারতকেই এগিয়ে দিয়েছিলেন বুমরাহ, অশ্বিন’রা। কিন্তু বাধা হয়ে দাঁড়ান অলি পোপ। দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন তিনি।

গতকাল দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিলো ৬ উইকেটে ৩১৬। চতুর্থ দিনের সকালে আরও ১০৪ রান স্কোরবোর্ডে যোগ করে তারা। শেষমেশ থামে ৪২০ রানে। অলি পোপ একাই করেন ১৯৬ রান। প্রথম ইনিংসের ১৯০ রানের লিডের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের লক্ষ্য দাঁড়িয়েছিলো ২৩১ রান। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা’কে শুরুতে বেশ জমাট লাগলেও আজ বেশীদূর এগোতে পারে নি তাঁদের জুটি। মাত্র … রানেই টম হার্টলির শিকার হয়ে ফিরতে হয় যশস্বীকে। তিন নম্বরে নামেন শুভমান গিল। চেতেশ্বর পূজারাকে ছেঁটে ফেলে শুভমানকেই তিন নম্বরে দেখে নিতে চাইছে দল। কিন্তু পরীক্ষানিরীক্ষা ফলপ্রসূ হলো না আজও। ফের ব্যর্থই হলেন তিনি।

Read More: IND vs ENG: “এটা KL রাহুল ২.০…” মিডল অর্ডার ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনী জাহির খান !!

রান নেই শুভমানের ব্যাটে, ক্ষুব্ধ নেটজনতা-

Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

প্রথম বলটিতে রক্ষণাত্মক শট খেলেছিলেন শুভমান। দ্বিতীয় বলেই ধৈর্য্যচ্যুতি ঘটে তাঁর। টম হার্টলির ওভারের শেষ বলটিকে অফসাইডে ঠেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু শটে নিয়ন্ত্রণ না থাকায় তা সরাসরি জমা পড়ে সিলি মিড অফে দাঁড়ানো অলি পোপের হাতে। আজ সকালে ব্যাট হাতে পোপ ও হার্টলির জুটি ৮০ রান যোগ করেছিলেন ইংল্যান্ডের খাতায়। ফের একবার টিম ইন্ডিয়ার ত্রাস হয়ে দাঁড়ান হার্টলি ও পোপের যুগলবন্দী। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ হলেন শুভমান গিল। ‘চেতেশ্বর পূজারার জুতোয় পা গলানো যে সহজ কাজ নয়, তা বুঝছেন শুভমান’ সখেদে লিখেছেন নেটদুনিয়ার এক নাগরিক।

২ বলে ০ রান করে আউট হওয়ার পর ভারতীয় সমর্থকদের বিক্ষোভের ঝড়ের মুখে পড়েছেন শুভমান গিল। ‘এখনও ওকে বয়ে বেড়ানোর কোনো মানে নেই’ লিখেছেন একজন। ‘রঞ্জি ট্রফিতে ফেরত যাক, অভিজ্ঞতা অর্জন করে আসুক’ মন্তব্য আরও একজনের। ‘সরফরাজ খান, রজত পতিদার’রা অপেক্ষায় রয়েছেন। ওদের সুযোগ দেওয়া হোক’ গলা চড়িয়েছেন আরও এক ক্রিকেট অনুরাগী। ‘রাহুল দ্রাবিড়ের শুভমান প্রীতি দলের ক্ষতি করছে’ রোষের মুখে পড়েছেন ভারতীয় দলের কোচ’ও। ‘এতগুলো ম্যাচ খেলার পরেও পরিণতিবোধ নেই’ ক্ষোভ চেপে রাখে নি এক দর্শক। ‘টেস্ট ক্রিকেট সকলের আয়ত্তের বিষয় নয়’ দেখা গিয়েছে এমন মন্তব্য’ও। ‘প্রিন্স যদি এমন হয়, রাজ্যের ভবিষ্যৎ বিশেষ উজ্জ্বল নয়’ লিখেছেন আরেকজন।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: অশ্বিনের ভুলে বেকায়দায় ভারত, মাঠের মধ্যেই মেজাজ হারালেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *