ind-vs-eng-fans-rejoice-as-india-wins

IND vs ENG: সাম্প্রতিক টেস্ট ব্যর্থতা বেশ চাপে রেখেছিলো টিম ইন্ডিয়াকে (Team India)। টি-২০র আঙিনায় ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) বড় জয় খানিক হাল্কা করলো পরিস্থিতি। আজ সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিলো জস বাটলারদের (Jos Buttler)। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় ‘মেন ইন ব্লু।’ মহম্মদ শামিকে আজ একাদশে রাখেন নি কোচ গম্ভীর। প্রত্যাবর্তনের জন্য এখনও অপেক্ষা করতে হবে তাঁকে। কিন্তু আর্শদীপ, বরুণ চক্রবর্তীরাও (Varun Chakravarthy) নজর কাড়লেন বল হাতে। তাঁদের দাপটেই মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। একা কুম্ভ হয়ে লড়াই চালালেন অধিনায়ক বাটলার। তাঁর ৬৮ ছাড়া উল্লেখযোগ্য রান আসে নি কারও ব্যাটে। আজকের ম্যাচে টিম ইন্ডিয়াই যে ‘ফেভারিট’ তা স্পষ্ট হয়ে গিয়েছিলো প্রথম ইনিংসের বিরতিতেই।

দুরন্ত ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ পাঁচটি টি-২০র মধ্যে তিনটিতে শতরান করেছিলেন তিনি। কেরলের উইকেটরক্ষক-ব্যাটার আজ শুরুটা করেছিলেন জেট গতিতে। গাস অ্যাটকিনসনের (Gus Atkinson) এক ওভারেই তুলে নেন ২২ রান। কিন্তু দীর্ঘায়িত আর করতে পারেন নি ইনিংস। ২৬ করে ফিরতে হয় সাজঘরে। ‘দুর্ভাগ্যের শিকার হলো সঞ্জু। কিন্তু বড় রানের প্রচেষ্টা নজর কাড়ার মত,’ ট্যুইটারের (এক্স) দেওয়ালে লিখেছেন এক অনুরাগী। ক্ষোভ জমেছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে। ‘মিস্টার ৩৬০’ ডিগ্রীর ব্যাটে রানের দেখা নেই বেশ কিছু দিন হলো। আজ নেমেছিলেন তিন নম্বরে। কিন্তু মাত্র ৩ বল খেলে শূন্য করে সাজঘরে ফেরেন তিনি। ‘নেতৃত্বের চাপ ব্যাটিং-এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নিশ্চয়,’ আশঙ্কা ক্রিকেটজনতার।

Read More: ইডেনে নাস্তানাবুদ বাটলার বাহিনী, ৪৩ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া !!

ভারতের জয়ে খুশি সোশ্যাল মিডিয়া-

Abhishek Sharma | IND vs ENG | Image: Getty Images
Abhishek Sharma | IND vs ENG | Image: Getty Images

পরপর দুই উইকেট হারালেও স্কোরবোর্ডের গতি কমে নি ভারতীয় দলের। সৌজন্যে অভিষেক শর্মা (Abhishek Sharma)। এর আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি বড় ইনিংস খেলেছিলেন তিনি। পাঞ্জাবের তরুণ আজ প্রথমবার ভারতের জার্সিতে পঞ্চাশের গণ্ডী পেরোলেন দেশের মাটিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) মাত্র ২০ বলে মাইলস্টোন স্পর্শ করেন তিনি। অ্যাটকিনসন-আর্চার-উড-রশিদ বা ওভারটন, অভিষেকের অত্যাচার থেকে রেহাই পান নি কেউই। শেষমেশ ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৭৯ করে আউট হন তিনি। অভিষেকের ব্যাটিং নিয়ে হইচই সমাজমাধ্যমে। ‘ওর যত্ন নেওয়া হোক। দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেটকে সেবা করতে পারবে,’ প্রত্যাশার পারদ চড়িয়ে লিখেছেন এক অনুরাগী। ‘এমন ধুন্ধুমার ব্যাটিং উপহার দেওয়ার জন্য ধন্যবাদ,’ মন্তব্য আরও একজনের। ‘আসর জমিয়ে দিলো,’ লিখেছেন আরেক টিম ইন্ডিয়া সমর্থক।

অভিষেক (Abhishek Sharma) যখন আউট হন, স্কোরবোর্ডে তখন ১২৭ রান। বাকি পথটুকু পেরোতে তিলক বর্মা (১৯*) ও হার্দিক পান্ডিয়া’র (৩*) বিশেষ অসুবিধা হয় নি। মাত্র ১২.৫ ওভারেই ম্যাচ শেষ করে দেয় ভারত। সিরিজে এগিয়ে যায় ১-০ ফলে। এই জমজমাট পারফর্ম্যান্স মন ভরিয়েছে সমর্থকদের। বর্ডার-গাওস্কর ট্রফি হারের পর যে থমথমে আবহাওয়া তৈরি হয়েছিলো, ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) তা বদলেছে খানিক। ‘টেস্টে যাই হোক না কেন, টি-২০তে আমরাই বাঘ,’ আনন্দের আতিশয্যে লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘বিশ্ব চ্যাম্পিয়নদের স্বপ্নের দৌড় চলছে, চলবে,’ দলের জন্য নয়া লক্ষ্য যেন স্থির করে দিয়েছেন আরেকজন। ‘এ যেন ডেকে এনে বেইজ্জত করা,’ ইংল্যান্ড দলকে কটাক্ষ করতেও ছাড়েন নি কেউ কেউ। ‘চেন্নাইতেও এমন পারফর্ম্যান্সই চাই,’ প্রিয় তারকাদের কাছে আবদার নেটিজেনদের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 1st T20i: “একেই বলে ধ্বংসযজ্ঞ…” ইডেনের বাইশ গজে অভিষেকের তাণ্ডব, চুটিয়ে উপভোগ করলেন নেটজনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *