IND vs ENG

IND vs ENG: টি-২০ সিরিজে দুর্দান্ত জয়ের পর আজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। নাগপুরে প্রথম ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন জস বাটলার। একাদশ ঘোষণার সময়েই বড়সড় চমক দিলেন অধিনায়ক রোহিত শর্মা। আজ জামথায় একদিনের ক্রিকেটে প্রথমবার মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও হর্ষিত রাণা। দুই তরুণের অভিষেক খুশির বার্তা বয়ে আনলেও চিন্তা অনেকখানি বেড়েছে বিরাট কোহলি চোট পেয়ে ছিটকে যাওয়ায়। অস্ট্রেলিয়া সফরে ঘাড়ে টান ধরেছিলো তাঁর। নিতে হয়েছিলো ইঞ্জেকশনও। সেই চোট সারিয়ে গত ৩০ জানুয়ারি থেকে রঞ্জি ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। তবে ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) আগে ফের একবার সমস্যায় তারকা ক্রিকেটার। হাঁটুতে চোট রয়েছে কোহলির (Virat Kohli), জানিয়েছেন রোহিত।

Read More: IND vs ENG 1ST ODI TOSS REPORT IN BENGALI: টস জিতলো ইংল্যান্ড, বিরাট কোহলিকে বাদ দিয়েই দল ঘোষণা ভারতের !!

নাগপুরে অনুশীলনের সময় আহত হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আজ সকালে ওয়ার্ম আপের সময় তাঁকে দেখা গিয়েছিলো ব্যান্ডেজ বেঁধে ঘুরতে। শেষমেশ তিনি মাঠেই না নামায় আশঙ্কিত অনুরাগীরা। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এমনিতেই ‘আহত’ জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) আদৌ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। এবার ব্যাটিং বিভাগের সেরা অস্ত্র’ও যদি ছিটকে যান, তাহলে তা যে টিম ইন্ডিয়ার জন্য আদৌ সুখকর হবে না তা বুঝতে বিশেষ সমস্যা হচ্ছে না নেটজনতার। কোহলির চোট কতটা গুরুতর তা স্পষ্ট করুক বিসিসিআই, ইতিমধ্যেই দাবী উঠতে শুরু করেছে ট্যুইটারে। অনুরাগীদের অনেকেই ‘কিং’ কোহলির (Virat Kohli) দ্রুত সুস্থতা প্রার্থনা করেও ট্যুইট করছেন। ফর্ম সমস্যায় এমনিতেই জেরবার ছিলেন বিরাট। চোট বাড়তি বোঝা হয়ে দাঁড়ানোয় স্পষ্টতই অখুশি তাঁরা।

‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দলটা হাসপাতাল হয়ে দাঁড়াচ্ছে,’ আক্ষেপ ঝরে পড়েছে এক নেটনাগরিকের ট্যুইটে। ‘এই তিনটে ম্যাচ ফর্মে ফেরার জন্য খুব জরুরী ছিলো কোহলির জন্য। মাঠে নামতে না পারা অবশ্যই বড়সড় একটা ধাক্কা,’ লিখেছেন অন্য একজন। ‘টিম ইন্ডিয়ার এখন শনির দশা চলছে। প্রথমে বুমরাহ, এখন কোহলি। ভবিষ্যতে কি লেখা আছে কে জানে!,’ অকুল পাথারে পড়েছেন আরও এক ‘মেন ইন ব্লু’ সমর্থক। তবে কিংবদন্তির অনুপস্থিতি যে যশস্বীর (Yashasvi Jaiswal) জন্য জাত চেনানোর ভালো মঞ্চ হতে পারে তাও স্বীকার করে নিয়েছেন নেটনাগরিকদের অনেকেই। ‘টি-২০ আর টেস্টে তো নজর কেড়েইছে ও, এবার পালা একদিনের ক্রিকেটের,’ লিখেছেন একজন। ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) ব্যাটিং অর্ডার কি হবে, রোহিত-শুভমান না রোহিত-যশস্বী, ওপেন করবেন কারা তা নিয়েও চলছে জোর চর্চা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025: KL রাহুল নাকি ঋষভ পন্থ? টিম ইন্ডিয়াকে উইকেটরক্ষক প্রশ্নের সমাধান খুঁজে দিলেন আকাশ চোপড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *