IND vs ENG: “কঠিন পরস্থিতিতেই নেতা চেনা যায়…” রাজকোটে দুরন্ত শতক রোহিতের, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারত অধিনায়ক !! 1

IND vs ENG: জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। প্রথম দুই টেস্টের শেষে ফলাফল আপাতত ১-১। হায়দ্রাবাদে হেরেও বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিলো টিম ইন্ডিয়া। রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে বদ্ধপরিকর দুই শিবিরই। মাঠে নামার আগে বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো ভারত’কে। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে ছিলেন না বিরাট কোহলি। শেষ তিনটি টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। কোয়াড্রিসেপস পেশীতে চোটের কারণে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। পিঠের সমস্যায় নেই শ্রেয়স আইয়ার’ও। প্রায় অনভিজ্ঞ মিডল অর্ডার নিয়ে আজ মাঠে নামতে হয়েছে ভারতকে। পিচের চরিত্র বুঝে টসে জিতে প্রথমে ব্যাটিং-ই বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা।

গত টেস্টে দ্বিশতক করলেও আজ মার্ক উডের গতির ধাক্কায় শুরুতেই সাজঘরে ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে নেমে বিশেষ সুবিধা করতে পারেন নি শুভমান গিল’ও। সেই মার্ক উডের আউটস্যুইং-এর শিকার হয়ে ফেরেন তিনি। চার নম্বরে নেমেছিলেন রজত পতিদার। কেরিয়ারের দ্বিতীয় টেস্টে টম হার্টলির অতিরিক্ত ঘূর্ণির শিকার হয়ে ফিরতে হলো তাঁকে। করেন ১৫ বলে মাত্র ৫ রান। ৩৩ রানের মধ্যে প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে বসেছিলো ভারত। সরফরাজ খান, ধ্রুব জুড়েলকে ইংল্যান্ড বোলিং আক্রমণের মুখে পাঠাতে চান নি কোচ রাহুল দ্রাবিড়। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে নামানো হয় পাঁচ নম্বরে। জাদেজাকে সাথে নিয়েই ভারতকে ম্যাচে ফেরানোর লড়াই শুরু করেন রোহিত শর্মা।

Read More: IND vs ENG: “বহু প্রতীক্ষার অবসান…” অভিষেক সরফরাজের, তরুণ ক্রিকেটারের সাফল্য প্রার্থনায় সোশ্যাল মিডিয়া !!

রোহিতের শতরানে উদ্বেল নেটমাধ্যম-

Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images
Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images

গত কয়েকটি টেস্ট ইনিংসে সেরা ছন্দে ছিলেন না রোহিত। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টেও বারবার তাঁর বিরুদ্ধে উইকেট ছুঁড়ে দিয়ে আসার অভিযোগ উঠেছে। তবে আজ শুরুত্বি তাসের ঘরের মত টিম ইন্ডিয়ার ব্যাটিং ভেঙে পড়ায় রুখে দাঁড়াতেই হত অধিনায়ক’কে। ‘ক্যাপ্টেন্স নক’ই খেললেন তিনি। ধৈর্য্য নিয়ে দৃপ্ত ভঙ্গিতে ভারতের স্কোরবোর্ডে যোগ করলেন এক একটি রান। অতিরিক্ত ঝুঁকি নেওয়ার দিকে হাঁটেন নি তিনি। ভরসা রেখেছেন শর্ট রানের উপর। লাঞ্চের পরেও জাদেজাকে সঙ্গে নিয়ে সচল রেখেছেন স্কোরবোর্ড। চা পানের বিরতির সময় ৯৬ রানে অপরাজিত ছিলেন তিনি। অবশেষে দিনের অন্তিম সেশনের শুরুতেই রেহান আহমেদের ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে শতক সম্পূর্ণ করেন রোহিত।

টেস্ট কেরিয়ারের ১১তম শতরান করার পর নেটজনতার শুভেচ্ছা কুড়িয়েছেন রোহিত শর্মা। ‘কঠিন পরিস্থিতিতেই বোঝা যায় আসল নেতা কে’ লিখেছেন এক অনুরাগী। ‘যেভাবে ইনিংসের শুরু থেকে দলকে এগিয়ে নিয়ে গেলো রোহিত, অধিনায়কোচিত বলতেই হয়’ মন্তব্য আরও একজনের। চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজে এর আগের চার ইনিংসে রোহিতের সম্মিলিত স্কোর ছিলো ৯০। অনেকেই খোদ অধিনায়ককে বাদ দেওয়ার কথা বলছিলেন। তাঁদের একহাত নিয়েছেন জনৈক ক্রিকেটপ্রেমী। লিখেছেন, “তারা কোথায় যাঁরা রোহিত শর্মাকে বাদ দিয়ে মাঠে নামার কথা বলছিলেন?” এছাড়াও রোহিত বন্দনায় মেতে একজন লিখেছেন, ‘ছন্দে ফিরেছেন হিট্ম্যান, এবার বড় রান আটকানোর সাধ্য নেই কারও’, ক্রিজে টিকে থেকে দলকে আরও এগিয়ে নিয়ে যান রোহিত, ভারতীয় সমর্থকদের প্রার্থনা এখন এটুকুই।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: “রেশ কাটেনি ভ্যালেন্টাইনস ডে’র…” খাতা খুলতে ব্যর্থ শুভমান গিল, নেটমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার তরুণ ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *