IND vs ENG: "জয়ের মঞ্চ প্রস্তুত..." রাজকোটে বড় রান ভারতের, জুড়েল-সরফরাজদের ব্যাটিং-এর প্রশংসায় নেটনাগরিকেরা !! 1

IND vs ENG: চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের (IND vs ENG) তৃতীয় টেস্ট। দুই ম্যাচ শেষে আপাতত ফলাফল ১-১। এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দুই শিবিরের কাছেই। সেই কারণেই বাড়তি উদ্যম চোখে পড়েছে ক্রিকেটারদের শরীরী ভাষায়। গতকাল শুরুটা চমৎকার করেছিলো ইংল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নামা ভারতের টপ অর্ডারে ধস নামিয়েছিলেন মার্ক উড। ফিরিয়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকে। বিরাট কোহলির শূন্যস্থান পূরনের দায়িত্ব দেওয়া হয়েছিলো রজত পতিদারকে। চার নম্বরে ব্যাট অরতে নেমে বিশেষ সুবিধা করতে পারেন নি তিনিও। মাত্র ৫ রান করেই ফেরেন টম হার্টলির বলে। ৩৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে একটা সময় ধুঁকছিলো ভারতীয় দল। কঠিন পরিস্থিতিতে হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং অর্ডারে গতকাল পাঁচে তুলে আনা হয়েছিলো রবীন্দ্র জাদেজাকে। রোহিতের সঙ্গী হন তিনি।

ইংল্যান্ডের বোলিং আক্রমোনের মুখে প্রতিরোধ গড়ে তুলে দুরন্ত শতরান করেন রোহিত। তাঁর ১৩১ রানের ইনিংস প্রশংসা কুড়িয়েছে নেটদুনিয়ায়। ‘অধিনায়কোচিত ইনিংস তো একেই বলে’, লিখেছেন এক নেটনাগরিক। ‘যাবতীয় সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলো রোহিত’, জানিয়েছেন আরও একজন। ম্যাচের প্রথম দিনে সকলের নজর ছিলো সরফরাজ খানের দিকে। রোহিত আউট হওয়ার পর মাঠে নামেন তিনি। কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংস খেলতে নেমে গুটিয়ে থাকলেন না তিনি। বরং ধুন্ধুমার ক্রিকেট খেলতে দেখা গেলো তাঁকে। মাত্র ৪৮ বলে অর্ধশতরান করেন তিনি। ৬২ রানের মাথায় রান-আউট হলেও সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যায় ভাসছেন সরফরাজ। ‘অভিষেকেই জাত চিনিয়ে দিলো’ লিখেছেন এক নেটিজেন। ‘এই ফর্মটা ধরে রাখতে হবে’ প্রার্থনা আরও একজনের।

Read More: IND vs ENG: ক্রিকেটের আইন ভেঙে শাস্তির মুখে টিম ইন্ডিয়া, অশ্বিনের ভুলে সুবিধা পাচ্ছে ইংল্যান্ড !!

নজর কাড়লেন জুড়েল, আশায় ভারত সমর্থকেরা-

Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images
Dhruv Jurel | IND vs ENG | Image: Getty Images

গতকালই শতরান করেন জাদেজাও। তাঁর ভুলেই রান-আউট হয়েছিলেন সরফরাজ। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় খানিক সমালোচিত হন ভারতীয় অলরাউন্ডার। তবে তাঁর লড়াকু ইনিংসটির প্রশংসা করতে ভোলেন নি নেটিজেনরা। গতকালের শেষে ভারতের স্কোর ছিলো ৩২৬/৫। আজ সকালে দ্রুত দুই উইকেট হারিয়েছিলো টিম ইন্ডিয়া। ১১২ রান করে জো রুটের শিকার হন জাদেজা। নৈশপ্রহরী কুলদীপ যাদব করেন মাত্র ৪ রান। এরপর রবিচন্দ্রণ অশ্বিন ও ধ্রুব জুড়েলের জুটি ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে গেলো বেশ খানিকটা। অভিষেক টেস্টে উইকেটরক্ষক-ব্যাটার জুড়েলও নজর কাড়লেন। মার্ক উড’কে মারা তাঁর আপার কাটের মধ্যে শচীন তেন্ডুলকরের ছায়া দেখছেন অনেকে। ‘অবশেষে পন্থের বিকল্প পাওয়া গেলো’ মন্তব্য বেশ কয়েকজনের।

অপরপ্রান্তে জুড়েলকে সঙ্গত করেন রবিচন্দ্রণ অশ্বিন। রাজকোটের পিচে সাবলীল ইনিংস খেললেন তিনিও। বেশ কয়েকটি বাউন্ডারিও মারেন তিনি। গড়েন ৭৭ রানের জুটি। ব্যক্তিগত ২৭ রানের মাথায় আউট হন তিনি। দুইবার জুড়েলের ক্যাচ হাতছাড়া হয়েছিলো ইংল্যান্ডের। তৃতীয়বারে আর ভুলচুক করে নি তারা। ৪৬ রানের মাথায় ফেরেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। শেষ উইকেটের জুটিতে ধুন্ধুমার ব্যাটিং দেখা গেলো জসপ্রীত বুমরাহ’র থেকেও। ৩ চার ও ১ ছক্কার সাহায্যে তিনি করেন ২৬। ভারত থামে ৪৪৫ রানে। ‘ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহ’র ব্যাটিং-এ অভাবনীয় উন্নতি চোখে পড়ে’ মস্করা এক নেটিজেনের। পিচ যে এখন একেবারের ব্যাটিং সহায়ক, সে বিষয়ে সন্দেহ নেই নেটিজেনদের। ‘;’বাজবল’-কে রুখে দিক ভারতের বোলিং’ আপাতত এই প্রার্থনাই চলছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: “এটা আমার ভুল ছিল ভাই…”, সরফরাজ খানকে রান আউট করে ক্ষমা চাইলেন রবীন্দ্র জাদেজা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *