IND vs ENG: রোহিত শর্মা’র অবসরের পর নতুন অধিনায়ক হিসেবে যখন শুভমান গিলের (Shubman Gill) নাম ঘোষণা করা হয়েছিলো তখন কার্যত গেলো গেলো রব তুলেছিলেন ক্রিকেটবোদ্ধাদের একাংশ। লাল বলের ক্রিকেটে এর আগে নেতৃত্ব দেওয়ার কোনো অভিজ্ঞতাই ছিলো না বছর ২৫-এর তরুণের। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) তিনি অগ্নিপরীক্ষায় আদৌ পাস করবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন তাঁরা। অধিনায়কত্বের বোঝা তাঁর ব্যাটিং-এ প্রভাব না ফেলে, দানা বেঁধেছিলো সন্দেহ। কিন্তু সেই আশঙ্কা যে অমূলক তা বেন স্টোকসদের বিরুদ্ধে পরপর দু’টি টেস্টেই বুঝিয়ে দিলেন শুভমান (Shubman Gill)। লিডসে তাঁর ব্যাট থেকে এসেছিলো অসামান্য শতরান। এজবাস্টনে সেই ইনিংসকে ছাপিয়ে গেলেন তিনি। প্রথম ভারত অধিনায়ক হিসেবে দ্বিশতকের গণ্ডী পেরোলেন ইংল্যান্ডের মাঠে। লিখলেন নতুন ইতিহাস।
Read More: চলতি টেস্টেই কপাল খুলছে হার্দিক পান্ডিয়ার, ইংল্যান্ডের বিরুদ্ধে পাচ্ছেন সুযোগ !!
গতকালই শতকের মাইলস্টোন স্পর্শ করে ফেলেছিলেন শুভমান (Shubman Gill)। দিনের শেষে তাঁর নামের পাশে ছিলো ১১৪ রান। আজ টেস্টের দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে রানের গতি বাড়ানোর দিকে মন দেন তিনি। ব্যক্তিগত ৮৯ করে জশ টাং-এর বলে উইকেট হারান বাম হাতি অলরাউন্ডার। কিন্তু শুভমানের ব্যাটিং-এ কোনো ফাঁকফোকর খুঁজে বার করতে পারে নি ইংল্যান্ড (IND vs ENG)। কভার ড্রাইভ, কাট, পুলের মত ধ্রুপদী শট যেমন মেরেছেন ভারত অধিনায়ক, তেমনই স্পিনের বিরুদ্ধে রিভার্স স্যুইপকেও অস্ত্র বানাতে বিন্দুমাত্র দ্বিধা করেন নি তিনি। শেষমেশ ১২২তম ওভারে এলো সেই মাহেন্দ্রক্ষণ। জশ টাং-এর ডেলিভারি ফাইন লেগে ঠেলে দ্বিশতরান সম্পূর্ণ করেন শুভমান গিল। ষষ্ঠ ভারতীয় হিসেবে অধিনায়ক থাকাকালীন টেস্টে দ্বিশতক করলেন তিনি। কোহলি, ধোনি, শচীন, গাওস্কর, পতৌদিদের পাশে জায়গা করে নিলেন তরুণ তুর্কি।
এই সিরিজের (IND vs ENG) আগে ইংল্যান্ডের মাঠে শুভমানের ব্যাটিং গড় ছিলো ১৪.৬৬। এবার যেন ইতিহাস নতুন করে লেখার সংকল্প নিয়েই মাঠে নেমেছেন তিনি। এতদিন ইংল্যান্ডে (IND vs ENG) কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের টেস্ট ইনিংসটির মালিক ছিলেন সুনীল গাওস্কর। ১৯৭৯ সালে ওভালে ২২১ করেছিলেন তিনি। তাঁকে পিছনে ফেলেছেন শুভমান। ‘যাঁরা ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিলো তাঁদের নিশ্চয়ই এখন নিজেদের আহাম্মক মনে হচ্ছে,’ ট্যুইটারে লিখেছেন এক অনুরাগী। ‘প্রিন্স নয়। ও এহন সম্রাট হওয়ার পথে হাঁটছে,’ মন্তব্য আরেকজনের। ‘অধিনায়কত্ব ওকে বাড়তি তাগিদ দিয়েছে,’ লিখেছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। প্রতিবেদন লেখার সময় তাঁর নামের পাশে ২৬৫ রান। বীরেন্দ্র শেহবাগ ও করুণ নায়ারের পর তৃতীয় ভারতীয় হিসেবে পারবেন ত্রিশতরানের চৌকাঠ পেরোতে? নেটমাধ্যম জুড়ে এখন চলছে শুধু সেই প্রার্থনাই।
দেখে নিন ট্যুইট চিত্র-
Take a bow @ShubmanGill! Making it look so easy on the big stage! Well played and well deserved double century 💯 an example of being unstoppable when the intent is clear 🔥 #IndVSEng pic.twitter.com/A1JXYVkzni
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 3, 2025
Very pleased to see the intent and commitment shown by @ShubmanGill and @imjadeja today. Well played! pic.twitter.com/e1XK6NfFzG
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2025
— PredatorX (@Predatorweb3) July 3, 2025
Emperor has arrived
— Cryptotrenchy (@cryptotrenchy) July 3, 2025
Was very sceptical of him after the 🇦🇺 tour and his record outside Asia generally.
However, happy to admit I was wrong – perhaps he’s one of those players who will excel with the captaincy.— Raden (@VLQ28) July 3, 2025
SHUBMAN GILL – FIRST INDIAN WITH A 250+ SCORE IN SENA TESTS. 🇮🇳 pic.twitter.com/XhOErDgHNz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 3, 2025
🚨 HISTORY WRITTEN BY GILL. 🚨
– Shubman Gill has the highest individual score as an Indian captain. 🇮🇳 pic.twitter.com/ZLiCSptieZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 3, 2025
Shubman Gill right now pic.twitter.com/XJbdMzZIoN
— Sagar (@sagarcasm) July 3, 2025
Shubman Gill Double hundred 🫡
Aaram Se bhai Generational Talent Hai 🏵️ pic.twitter.com/iHeiyJ5QeG— Raja Babu (@GaurangBhardwa1) July 3, 2025
AFTER 23 YEARS…!!! 🥶
An Indian batter has scored a Double Hundred in England, ITS SHUBMAN GILL ✅ pic.twitter.com/yPfxCEQLGH
— Johns. (@CricCrazyJohns) July 3, 2025
Remember my tweet about @ShubmanGill ? pic.twitter.com/7cGKPNxrZ4
— Kevin Pietersen🦏 (@KP24) July 3, 2025
Welcome to the 200 club @ShubmanGill🔥#ENGvIND #TeamIndia pic.twitter.com/lDZtCpHAcH
— Mayank Agarwal (@mayankcricket) July 3, 2025
Being India’s number 4 and Test captain comes with a different pressure altogether. Really good to see it has not affected his batting one bit, in fact it’s elevated it. Well played @ShubmanGill👏🏻 #ENGvIND pic.twitter.com/hieAqUhGYB
— Wasim Jaffer (@WasimJaffer14) July 2, 2025