IND vs ENG: “বাজবল নয়, কমনসেন্স বল…” দ্বিতীয় দিনের সকালে থামলো ইংল্যান্ড, নেটমাধ্যমে প্রশংসিত জো রুট !! 1

IND vs ENG: হায়দ্রাবাদে জিতেছিলো ইংল্যান্ড। ঘরের মাঠে সিরিজের শুরুতেই পিছিয়ে পড়তে হয়েছিলো ভারতকে। এরপর বিশাখাপত্তনম ও রাজকোটে পরপর দুই ম্যাচে বড় জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন রোহিত শর্মারা। এগিয়ে গিয়েছেন ২-১ ফলে। রাঁচীতে ভারতের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। একইসাথে সমতা ফেরানোর সম্ভাবনা খোলা থাকছে ইংল্যান্ডের সামনেও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন ক্রিকেট অনুরাগীরা। গতকাল ম্যাচের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমেছিলো ইংল্যান্ড। শুরুতে অভিষেককারী আকাশ দীপের দুরন্ত বোলিং-এ ছত্রভঙ্গ হয়েছিলো ইংল্যান্ড টপ-অর্ডার। প্রথম স্পেলেই ডাকেট, পোপ ও ক্রলিকে সাজঘরে ফিরিয়েছিলেন বাংলার পেসার। লাঞ্চের আগেই ফিরেছিলেন বেয়ারেস্টো ও বেন স্টোকস’ও। ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিলো ইংল্যান্ড।

Read More: দ্বিতীয় দিনের শুরুতেই দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার, প্রথম ইনিংসে ৩৫৩ রানে শেষ হলো ইংল্যান্ডের ব্যাটিং !!

এরপর জো রুট ও বেন ফোকসের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারী দল। চলতি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে একদমই রানের মধ্যে ছিলেন না রুট। রাজকোটে তাঁর রিভার্স স্কুপ মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিলো। ব্যাট হাতে নিন্দুকদের মুখ বন্ধ করালেন রাঁচীতে। অশ্বিন-জাদেজা-সিরাজ-আকাশ দীপদের সামলে করলেন ৩২তম শতরান। গতকাল তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করে শুভেচ্ছার জোয়ারে ভাসছিলেন তিনি। সমাজমাধ্যম এক অনুরাগী লেখেন, “ফর্ম টেম্পোরারি, কিন্তু ক্লাস পার্মান্যান্ট।” ইংল্যান্ডের বাজবল ক্রিকেট আদতে ধ্রুপদী ব্যাটার রুটের ক্ষতি করছিলো বলেই মনে করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। ‘তুমি নিজের মত খেলো, বাকিরা যেমনই খেলুন” প্রিয় তারকার উদ্দেশ্যে লিখেছেন এক নেটমাধ্যম ব্যবহারকারী।

গতকাল দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিলো ৭ উইকেটের বিনিময়ে ৩০২ রান। ক্রিজে রুটের সঙ্গে ছিলেন অলি রবিনসন। আজ সকালে দ্রুত গতিতে রান তুললেন তিনি। পেরোলেন অর্ধশতকের গণ্ডী। ‘টেল-এন্ডারদের আউট করতে না পারা ভারতীয় ক্রিকেটের বড় সমস্যা’ লিখেছেন এক ভারত সমর্থক। যদিও পরে রবীন্দ্র জাদেজার বলে পরপর ফেরেন রবিনসন, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন। ৩৫২ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ১২২ রানে অপরাজিত থাকেন জো রুট। তাঁর প্রশংসা করে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ‘অবশেষে বাজবল ছেড়ে কমনসেন্স বলে ফিরলো ও।’ ‘এই পিচে শুরুতে সাবধানে ব্যাটিং করতে হবে ভারতকে’ সাবধানবাণী শুনিয়েছেন নেটিজেনরা। ‘প্রথম ইনিংসে বড় লিড নিতে পারলে, মিলবে জয়ের রাস্তা’ মন্তব্য আরও একজনের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: “এটাই যেন আমার শেষ ম্যাচ…”, প্রথমদিন বল হাতে ঝড় তোলার পর বড় রহস্য খোলসা করলেন আকাশদীপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *