IND vs ENG: “হেসেখেলে জিতবে ভারত…” প্রথম দিনেই ব্যাকফুটে ইংল্যান্ড, চালকের আসনে টিম ইন্ডিয়াকে দেখছে নেটদুনিয়া !! 1

IND vs ENG: হিমাচল প্রদেশের ধর্মশালায় আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের পঞ্চম টেস্টটি। ইতিপূর্বেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচীতে পরপর জয় সাফল্য এনে দিয়েছে রোহিত শর্মা’র দলকে। তবে আত্মতুষ্টি যে বাসা বাঁধে নি তা ধর্মশালার মাঠে প্রথম দিনের পারফর্ম্যান্স থেকে পরিষ্কার। সকাল থেকেই ছিলো মেঘলা আকাশ, হাওয়াও দিচ্ছিলো বেশ। এর মধ্যে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। ধর্মশালায় সাধারণত পেসারদেরই কার্যকর হতে দেখা যায়, তাই সিরাজ-বুমরাহদের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট সামলে দেওয়ায় আশায় বুক বেঁধেছিলেন ইংল্যান্ড সমর্থকেরা। কিন্তু আজ স্বভাববিরুদ্ধে আচরণ ধর্মশালার বাইশ গজের। পেস নয়, বরং ভারত বাজিমাত করলো স্পিনে। আরও একবার ঘূর্ণি বোলিং-এর বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করতে হলো বেন স্টোকসের দল’কে।

Read More: IND vs ENG: কুলদীপের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড, প্রথম দিনেই মাত্র ২১৮ রানে গুটিয়ে গেলো বেন স্টোকসের দল !!

দিনের প্রথম ঝটকা দেন কুলদীপ যাদব। ফেরান বেন ডাকেটকে। লাঞ্চের আগে কুলদীপের বলেই উইকেট হারান অলি পোপ’ও। প্রথম সেশনে ১০০ রান স্কোরবোর্ডে যোগ করেছিলো ইংল্যান্ড। দ্বিতীয় সেশনে কুলদীপ ম্যাজিকে কুপোকাত হতে হলো তাদের। জ্যাক ক্রলি, জনি বেয়ারেস্টো ও বেন স্টোকসকেও সাজঘরের রাস্তা দেখান তিনি। ৭২ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে নেটদুনিয়ার তারিফ কুড়িয়েছেন কুলদীপ। প্রশংসা করে অনেকেই লিখেছেন, “এই মুহূর্তে তিন ফর্ম্যাট মিলিয়ে কুলদীপই ভারতের এক নম্বর স্পিনার।’ এক্স-হ্যান্ডেলে অনেকে আবার কঠিন সময় কাটিয়ে মাঠে ফেরার জন্য কৃতিত্ব দিয়েছেন উত্তরপ্রদেশের স্পিনারকে। ১০০তম ম্যাচ খেলতে নেমে উজ্জ্বল অশ্বিনি’ও। ৪ উইকেট নেন তিনি। কিংবদন্তিকে কুর্নিশ জানিয়ে জনৈক অনুরাগীর মন্তব্য, ‘বয়স বাড়লেও বোলিং-এর ধার কমে নি অশ্বিনের।’

একটা সময় ইংল্যান্ডের স্কোরবোর্ড বলছিলো ৩ উইকেটের বিনিময়ে ১৭৫ রান। সেখান থেকে ঘূর্ণির জালে জড়িয়ে তারা গুটিয়ে গেলো ২১৮ রানে। এহেন তাসের ঘরের মত ভেঙে পড়া নিয়ে মস্করা করতে ছাড়ে নি নেটদুনিয়া। ‘স্পিন খেলতে না পারলে উপমহাদেশে ওসব বাজবল চলবে না’ কটাক্ষ এক নেটিজেনের। ‘এই নাকি বাজবল? এর চেয়ে অন্য যে কোনো দল বেশী প্রতিরোধ গড়তে পারত’, লিখেছেন আরও একজন। ব্যাট করতে নেমে দিনের শেষে সুবিধাজনক অবস্থানে ভারত। আরও একটা চমকপ্রদ অর্ধশতক করে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। ‘বিস্ময় প্রতিভা’, তাঁর ইনিংস দেখে লিখেছেন এক অনুরাগী। ক্রিজে রোহিত ও শুভমান। অধিনায়ক অপরাজিত ৫২, শুভমানের ঝুলিতে ২৬*। ভারতের স্কোর ১৩৫/১। ‘বিশাল রানের বোঝা চাপানো হোক স্টোকসদের উপর’ আশায় টিম ইন্ডিয়ার সমর্থকেরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: “এখানে চলবে না বাজবল…” ভারতের বিরুদ্ধে ২১৮ রানে অলআউট হয়ে সমাজ মাধ্যমে ট্রোলের মুখে টিম ইংল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *