IND vs ENG: “অলি পোপ বনাম ভারত…” তৃতীয় দিনের শেষে জমজমাট লড়াইয়ের আভাস পাচ্ছেন নেটিজেনেরা !! 1

IND vs ENG:  হায়দ্রাবাদের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে জায়গা করে নিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। আজ দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) আউট করে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড। লোয়ার অর্ডারে বুমরাহ, সিরাজ’রা বিশেষ কার্যকরী হতে পারেন নি ব্যাট হাতে। অক্ষর প্যাটেলের প্রয়াসে.৪৩৬ অবধি পৌঁছায় ভারত। ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার লিড দাঁড়ায় ১৯০ রান। নিজেদের আগ্রাসী ‘বাজবল’ নীতি থেকে ইংল্যান্ড যে এখুনি সরছে না, তা পরিষ্কার করে দেয় ডাকেট-ক্রলি’র ওপেনিং জুটি। তৃতীয় ইনিংসের শুরুটাও ধুন্ধুমার ব্যাটিং দিয়েই করেছিলেন দুজনে। দশম ওভারে ক্রলি’কে সাজঘরের রাস্তা দেখিয়ে ম্যাচে ভারতের অবস্থান শক্তপোক্ত করেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin_। ঘূর্ণির দাপটে তিন দিনেই টেস্ট শেষ হওয়ার অপেক্ষায় তখন হায়দ্রাবাদের জনতা।

ক্রলি ফেরার পরেও আক্রমণ চালিয়ে গেলেন বেন ডাকেট (Ben Duckett)। তাঁকে ফেরান জসপ্রীত বুমরাহ। দুর্দান্ত স্পেলে ডাকেটের সঙ্গে আউট করেন জো রুটকেও। জাদেজা’র বলে বোকা বনে যেভাবে উইকেট ছুঁড়ে এলেন বেয়ারেস্টো (Jonny Bairstow), তা অবাক করেছে নেটদুনিয়াকে। ‘এভাবে কাউকে আউট হতে কখনও দেখি নি’ হতভম্ব ভাব কাটতে সময় লেগেছে একাধিক নেটিজেনের। গত ইনিংসে ৭০ করেছিলেন অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। আজ সময় নিয়েছিলেন ক্রিজে। কিন্তু ফের একবার অশ্বিনের ঘূর্ণি পরাস্ত করলো তাঁকে। এই নিয়ে ১২ বার অশ্বিনের শিকার হলেন তিনি। ‘এভাবে বলে-বলে আউট স্টোকসকে আর কেউ করেছে বলে মনে হয় না’ ভারতীয় অফস্পিনারের তারিফ করে লিখেছেন এক নেটনাগরিক।

Read More: বেন ডাকেটকে আউট করে উচ্ছাসিত জসপ্রীত বুমরাহ, ভাইরাল ক্যাপ্টেন রোহিতের সেলিব্রেশন !!

ডুবতে থাকা ইংল্যান্ডকে দিশা দেখালেন পোপ-

Ollie Pope and Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images
Ollie Pope and Ravindra Jadeja | IND vs ENG | Image: Getty Images

৫ উইকেট যখন ইংল্যান্ড হারায়, তখন স্কোরবোর্ডে ১৬৩। তখনও সফরকারী দল পিছিয়ে ২৭ রানে। ভারতীয় বোলিং-এর সামনে প্রতিপক্ষের তাসের ঘরের মত ভাঙার অপেক্ষায় প্রহর গুণছিলেন ক্রিকেটজনতা, কিন্তু বেন ফোকসকে সাথে নিয়ে রুখে দাঁড়ালেন অলি পোপ (Ollie Pope)। গত ইনিংসে ১ রান করে আউট হয়েছিলেন রবীন্দ্র জাদেজার বলে। দ্বিতীয় ইনিংসে ধৈর্য্য, দক্ষতা আর মনসংযোগের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন তিনি। উপমহাদেশের পিচে দুনিয়ার তাবড় ব্যাটাওর মুখ থুবড়ে পড়েন, সেখানে অশ্বিন-অক্ষর-জাদেজাকে লাগাতার সামলে দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত তিনি। সঙ্গী রেহান আহমেদ। ইংল্যান্ডের লিড ইতিমধ্যেই ১২৬। যেভাবে খেলা এগোচ্ছে, যদি চতুর্থ দিন সকালে আরও ১০০ রান যোগ করতে পারে ইংল্যান্ড, তাহলে ম্যাচের দাঁড়িপাল্লা ফের ফিরে আসবে ভারসাম্যে।

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্টের তৃতীয় দিনের শেষে ট্যুইটারের ফোকাসে কেবলই অলি পোপ (Ollie Pope)। তরুণ ক্রিকেটারকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ‘উপমহাদেশের মাঠে কোনো বিদেশী ক্রিকেটারের খেলা অন্যতম সেরা ইনিংস’ সার্টিফিকেট পেয়েছেন তিনি। ‘এখন পোপের আশীর্বাদই ইংল্যান্ডের সম্বল’ মন্তব্য আরও একজনের। ‘২০১২ সালের কুকের কথা মনে পড়ছে পোপ’কে দেখে’ লিখেছেন একজন। ‘২০০’র জন্য এগিয়ে যাও পোপ’ উৎসাহ যুগিয়েছেন ইংল্যান্ড সমর্থকেরা। গ্যালারির মত ট্যুইটারেও নিজেদের উপস্থিতি বুঝিয়েছে ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী ‘বার্মি আর্মি।’ ‘আগামীকাল সকালে যদি উইকেট না আসে, বড় সমস্যায়র সম্মুখীন হতে হবে ভারতকে’ সাবধানবাণী শুনিয়েছেন এক ক্রিকেটপ্রেমী। ‘একেই তো বলে টেস্ট ক্রিকেট’ জমজমাট লড়াইয়ের ইঙ্গিত মেলায় মন্তব্য এক উৎসাহী নেটিজেনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG: KL রাহুলের ইনিংসে মজেছেন স্ত্রী আথিয়া শেঠি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করলেন খোলসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *