ind-vs-eng-fans-laud-jaiswal-on-double-ton

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমের মাঠে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। হায়দ্রাবাদে প্রথম ম্যাচে চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের স্পিন আক্রমণ বেকায়দায় ফেলেছিলো ভারতকে। বিশাখাপত্তনমে তার পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করতে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের সূচনা করতে নেমে রোহিত নিজে বেশীক্ষণ বাইশ গজে সময় কাটাতে না পারলেও তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল ‘কে টলানো যায় নি গতকাল। শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রজত পতিদারের মত তারকারা একে একে ফিরেছেন সাজঘরে। লম্বা ইনিংস খেলতে পারেন নি অক্ষর প্যাটেল বা কে এস ভরত’ও। কিন্তু অপরপ্রান্তে অবিচল লেগেছে যশস্বীকে। প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন ১৭৯ রান করে।

Read More: IND vs ENG, Stats Review: বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত পারফরমেন্সের জেরে তৈরি হল একঝাঁক রেকর্ড !!

দ্বিতীয় দিনের শুরুতেও তাঁকে বেকায়দায় ফেলতে পারে নি ইংল্যান্ড বোলিং। জেমস অ্যান্ডারসনের বলে উলটো দিকে থাকা রবিচন্দ্রণ অশ্বিন আউট হলেও প্রভাব পড়ে নি যশস্বীর বোলিং-এ। সকাল থেকেই রানের গতি বাড়ানো লক্ষ্য ছিলো তাঁর। ১০২তম ওভারের প্রথম বলটিতে শোয়েব বশিরকে স্যুইপে ছক্কা হাঁকান তিনি। ১৯১ থেকে পৌঁছান ১৯৭-এ। পরের বলটিকে ফের স্যুইপ মারেন তিনি। সবুজ ঘাসের বুক চিড়ে বল বাউন্ডারিতে পৌঁছতেই স্বপ্নপূরণ বছর বাইশের তরুণের। ছক্কা হাঁকিয়ে শতরান করেছিলেন, দ্বিশতক এলো চার মেরে। দুই বাহু দুই দিকে ছড়িয়ে উদযাপন করতে দেখা গেলো তাঁকে। মাঠে উপস্থিত দর্শক থেকে ভারতীয় সাজঘরে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান মুম্বইয়ের তরুণকে।

গতকালই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যায় ভেসেছিলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছিলেন, “এত কম বয়সে এত পরিণত ব্যাটিং করতে কাউকে দেখি নি।” সাধারণ সমর্থকেরাও শুভেচ্ছায় ভরিয়েছিলেন তাঁকে। আজ সকালে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করার পর সমাজমাধ্যমে ফের একবার যশস্বী ঝড়। ‘কোনো প্রশংসাই এই ইনিংসের জন্য যথেষ্ট নয়’ লিখেছেন এক অনুরাগী। ‘যে পরিণতিবোধ নিয়ে খেলছে ও, তা নজর কাড়তে বাধ্য’ জানিয়েছেন আরও একজন। ‘আগামী দশ বছর ভারতীয় দলের ওপেনিং পজিশন নিয়ে নির্ভাবনায় থাকা যেতে পারে’ মন্তব্য এক ক্রিকেটপ্রেমী’র। ‘প্রতিপক্ষের মাথায় চড়ে কি করে বসতে হয় তা দেখিয়ে দিলো যশস্বী’ লিখেছেন একজন। ‘আজাদ ময়দান থেকে টেস্ট দ্বিশতক-এক স্বপ্নের উত্থান’ তরুণ ক্রিকেটারের বেড়ে ওঠার কথা স্মরণ করে আবেগ বিহ্বল তাঁর অনুরাগীরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: আম্পায়ার ইরাসমাসের সঙ্গে ঝামেলায় জড়ালেন অশ্বিন, চলতি সিরিজ থেকে পড়তে পারেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *