IND vs ENG

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে আজ প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার (IND vs ENG)। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর আস্থার দাম দিয়েছেন বোলাররা। প্রতিপক্ষকে বেঁধে রেখেছেন মাত্র ১৩২ রানে। জবাবে ব্যাট করতে নেমে ‘মেন ইন ব্লু’ অবশ্য বেশ সাবলীল। শুরুতেই ঝড় তুলেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। গাস অ্যাটকিনসনের এক ওভারে ছিনিয়ে নেন ২২ রান। এরপর তিনি জোফ্রা আর্চারের শিকার হয়ে সাজঘরে ফেরেন। আউট হন তিনে নামা সূর্যকুমারও। কিন্তু ভারতীয় স্কোরবোর্ডের গতি কমে নি বিন্দুমাত্র। সৌজন্যে অভিষেক শর্মা (Abhishek Sharma)। সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছিলেন পাঞ্জাবের তরুণ। আন্তর্জাতিক আঙিনাতেও সেই ফর্মই ধরে রাখলেন তিনি। করলেন দুরন্ত অর্ধশতক।

Read More: IND vs ENG 1st T20i: ৪,৪,৬,৪,৪…ইডেনে সঞ্জু সুনামি, ব্যাটিং বিক্রমে খড়কুটোর মত উড়ে গেলেন অ্যাটকিনসন !!

জোফ্রা আর্চারকে (Jofra Archer) একই ওভারে বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংসের সূচনা করেছিলেন অভিষেক (Abhishek Sharma)। আগাগোড়া জারি রাখলেন সেই আগ্রাসন’ই। মার্ক উড’কে এক ওভারে জোড়া ছক্কা হাঁকানোর পর উপহার দিলেন একটি বাউন্ডারি। রেয়াৎ করেন নি আদিল রশিদকেও (Adil Rashid)। ইংল্যান্ড লেগস্পিনারের বলে জীবন ফিরে পেয়েছিলেন। তার পরের তিনটি বলের মধ্যে একটি ছুটে যায় সীমারেখার দিকে। আর বাকি দুটি আছড়ে পড়ে গ্যালারিতে। জেমি ওভারটন (Jamir Overton), লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন-অভিষেকের (Abhishek Sharma) অত্যাচার থেকে রেহাই পান নি আজ কেউই। মাত্র ২০ বলে অর্ধশতক সম্পূর্ণ করেন পাঞ্জাবের তরুণ। মাইলস্টোন স্পর্শ করার পরেও চালান ধ্বংসযজ্ঞ। শেষমেশ থামেন ৩৪ বলে ৭৪ করে।

অর্ধশতক অভিষেকের, দেখুন ভিডিও-

ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) অভিষেকের (Abhishek Sharma) এই ধুন্ধুমার পারফর্ম্যান্স মন ভরিয়েছে ক্রিকেটজনতার। সোশ্যাল মিডিয়ায় তরুণ ওপেনারের ভাগ্যে জুটেছে প্রশংসার বন্যা। অনেকেই ধন্যবাদ দিয়েছেন তাঁর ‘মেন্টর’ যুবরাজ সিং-কে। ‘রতনে রতন চিনেছে’ লিখেছেন এক উৎসাহী অনুরাগী। ‘যুবরাজের পর কারও ছক্কাতে যদি শিল্পের ছোঁয়া থাকে তাহলে সে অভিষেক,’ মন্তব্য আরও একজনের। ‘আগামী দশ বছর টি-২০ ক্রিকেটে ভারতকে কেউ ছুঁতে পারবে না যে পরিমাণ প্রতিভা তৈরি রয়েছে দেশে,’ আজ অভিষেকের পারফর্ম্যান্স দেখে লিখেছেন এক মুগ্ধ নেটিজেন। ‘নিজের দিনে বিশ্বের যে কোনো বোলিং লাইন-আপ’কে গুঁড়িয়ে দিতে পারে অভিষেক,’ প্রশংসায় পঞ্চমুখ আরও একজন। ‘লক্ষ্য আরও একটু বেশী থাকলে শতরানটা হয়েই যেত,’ খানিক যেন আক্ষেপই ধরা পড়েছে এক নেটনাগরিকের পোস্টে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 1st T20i: ইডেনে ইতিহাস আর্শদীপ সিং-এর, নাম তুললেন রেকর্ড বইতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *