ind-vs-eng-fans-hail-yashasvi-on-x

IND vs ENG: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম দুই ম্যাচ শেষে ফলাফল আপাতত ১-১। রাজকোটে জয় ছিনিয়ে নিয়ে প্রতিপক্ষকে পিছনে ফেলতে মরিয়া দুই শিবিরই। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তুলেছিলো ৪৪৫ রান। গতকাল মাত্র দেড় সেশনেই বেন ডাকেটের সৌজন্যে ২০৭ রানে পৌঁছে গিয়েছিলো ইংল্যান্ড। খানিক অস্বস্তিতেই ছিলো টিম ইন্ডিয়া। রাত্রে জানা যায় অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিন সরে দাঁড়াচ্ছেন ম্যাচ থেকে। ব্যক্তিগত কারণে বাড়ি ফিরছেন তিনি। অশ্বিন ছিটকে যাওয়ায় সমস্যা বেড়েছিলো ভারতের। কিন্তু পিছিয়ে পড়ে নি রোহিত শর্মার দল। বরং বাড়তি উদ্যমকে সঙ্গী করে আজ সাফল্যের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন সিরাজ-কুলদীপরা।

মাত্র ৩১৯ রানেই আজ সকালে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ১২৬ রানের লিড সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত প্রথম ইনিংসে শতরান করেন। দ্বিতীয় ইনিংসেও সাবলীল লাগছিলো তাঁকে। কিন্তু জো রুটের বলে খেলার গতির বিপরীতেই উইকেট হারান তিনি।৩০ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর সম্ভাবনা ছিলো টিম ইন্ডিয়ার ইনিংসে ধস নামার। কিন্তু রুখে দাঁড়ান যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। চলতি সিরিজে ইংল্যান্ডের ‘বাজবল’ রণনীতি নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। গোড়া থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টায় রয়েছে বেন স্টোকসের দল। ইংল্যান্ডের বাজবলের পাল্টা হিসেবেই যেন যশস্বীর ব্যাটেও আক্রমণের ফুল্কি। উড, অ্যান্ডারসন, হার্টলিদের যেভাবে বারবার মাঠের বাইরে পাঠালেন যশস্বী, নেটদুনিয়া তাঁকে ডাকছে ‘জয়সবল’ বলে।

Read More: IND vs ENG: ‘লগান’ সিনেমার স্মৃতি ফেরালেন জো রুট, সমাজমাধ্যমে ইংল্যান্ড ব্যাটারকে খোঁচা আকাশ চোপড়া’র !!

যশস্বীর প্রশংসায় মাতোয়ারা সোশ্যাল মিডিয়া-

Yashasvi Jaiswal | IND vs ENG | Image: Getty Images
Yashasvi Jaiswal | IND vs ENG | Image: Getty Images

ইনিংসের গোড়াতে খানিক সময় নেন যশস্বী। রক্ষণেই মন দিতে দেখা যায় তাঁকে। প্রথম ইনিংসে মাত্র ১০ করে ফিরতে হয়েছিলো মার্ক উডের বাড়তি বাউন্স সামলাতে না পারার কারণে। সেই ভুলত্রুটির যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করেন তিনি। ক্রিজে থিতু হওয়ার পর গিয়ার বদলান তিনি। জেমস অ্যান্ডারসনের মত বোলারকে পরপর তিন বলে মারলেন এক ছক্কা, দুই চার। রেহান আহমেদকে আজও যেভাবে স্টেপ আউট করে উড়িয়ে দিলেন লং অনের উপর দিয়ে তা ফেরালো সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্মৃতি। প্রথম ৫০ রান তিনি করেছিলেন ৮০ বলে। মাত্র ৪২ বলে আরও ৫০ রান যুক্ত করে কেরিয়ারের তৃতীয় টেস্ট শতরানের মালিক হলেন তিনি। মার্ক উড’কে বাউন্ডারিতে ঠেলে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেন তিনি।

হেলমেট মাটিতে নামিয়ে রেখে দুই হাত ছড়িয়ে ট্রেডমার্ক সেলিব্রেশনে মাতেন যশস্বী। বছর ২২-এর তরুণের ব্যাটিং মন কেড়ে নিয়েছে নেটনাগরিকদের। এর আগে চলতি সিরিজে একটি দ্বিশতক রয়েছে তাঁর। আজকের শতরানের পর যশস্বী বন্দিনায় মেতেছে সোশ্যাল মিডিয়া। ‘এমন প্রতিভা বড় একটা দেখা যায় না’ লিখেছেন এক নেটিজেন। ‘যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে জয়সওয়াল প্রস্তুত’ মন্তব্য আরও একজনের। ‘যে গতিতে এগোচ্ছেন যশস্বী, কোথায় গিয়ে থামবেন তা অনুমানও করা যাচ্ছে না’ জানান এক অনুরাগী। বাম হাতি ওপেনারকে প্রশংসায় ভরিয়ে এক অনুরাগীর মন্তব্য, ‘ভারতের সর্বকালের সেরা ওপেনারদের তালিকায় নাম লেখানোর পথে এগোচ্ছেন যশস্বী।’ কেবল শতরান নয়, আরও বড় ইনিংসের দিকে এগোন যশস্বী, এটাই এখন প্রার্থনা নেটদুনিয়ার।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: রাজকোট টেস্ট চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ে ফাঁসলেন ইংরেজ ক্রিকেটার, ১৭ বছরের জন্য হলেন নির্বাসিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *