ind-vs-eng-fans-hail-ashwin-for-500-test-wickets

IND vs ENG: চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) তৃতীয় টেস্ট ম্যাচ। রাজকোটের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া তুলেছে ৪৪৫ রান। প্রাথমিক ধাক্কা সামলে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিলো ভারত। দুজনেই শতরান করেন। অভিষেক ম্যাচে চমৎকার অর্ধশতক সরফরাজ খানের। লোয়ার অর্ডারে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ধ্রুব জুড়েল ও রবিচন্দ্রণ অশ্বিন। ঝোড়ো ২৬ রান করেন জসপ্রীত বুমরাহ’ও। দ্রুতগতির যে ‘বাজবল’ ব্র্যান্ডের ক্রিকেট গত কয়েক মাসে খেলে এসেছে ইংল্যান্ড, তা থেকে আজও তারা যে সরছেন না তা প্রমাণ করে দিয়েছে বেন স্টোকসের দল। দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আজ। ওপেনিং জুটি ভেঙে টিম ইন্ডিয়াকে লড়াইতে ফেরালেন অশ্বিন।

Read More: IND vs ENG: রাজকোটে ব্যাটিং বীরত্বে প্রথম ইনিংসে বড় স্কোর ভারতের, ব্যাট হাতে দুরন্ত অবদান অশ্বিন-জুরেলের !!

ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলেই ভারতকে সাফল্য এনে দেন রবিচন্দ্রণ অশ্বিন। লেগ স্টাম্পের লেন্থে পড়েছিলো বলটি। স্যুইপ মারতে গিয়েছিলেন জ্যাক ক্রলি। কিন্তু ব্যাট-বলে সঠিক সংযোগ হয় নি। ব্যাটের উপরের দিকে কোণে লেগে আকাশে উঠে গিয়েছিলো বল। তা তালুবন্দী করতে বিন্দুমাত্র সমস্যা হয় নি রজত পতিদারের। ১৫ রান করে সাজঘরে ফেরেন ক্রলি। ৮৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ক্রলিকে ফেরানোর সঙ্গে সঙ্গেই রেকর্ড বইতে নিজের নাম তুলে ফেললেন রবিচন্দ্রণ অশ্বিন। ভারতের স্পিন বোলিং কিংবদন্তি দ্বিতীয় ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন ৫০০ টেস্ট উইকেট ক্লাবে। মুথাইয়া মুরলীধরণের পর দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে মাত্র ৯৮ টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। মোট ডেলিভারির নিরিখে দ্রুততম ৫০০ উইকেট ক্লাবে পৌঁছেছেন গ্লেন ম্যাকগ্রা। তার পরেই রয়েছেন অশ্বিন।

৫০০তম উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই রবিচন্দ্রণ অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটদুনিয়া। স্বয়ং শচীন তেন্ডুলকর ট্যুইট করে জানিয়েছেন, “লাখে এমন বোলার মাত্র একজন হয়।” প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন দীনেশ কার্তিকও। তিনি ট্যুইট করে লিখেছেন, “একটা বিশাল কৃতিত্ব, যেটা ওকে ক্রিকেট ইতিহাসের পাতায় স্থায়ী জায়গা করে দিলো।” শুভেচ্ছা জানিয়েছেন রবি শাস্ত্রী, অনিল কুম্বলেরাও। কেবলমাত্র ক্রিকেট কিংবদন্তিরা নন, সাধারণ ভক্তেরাও শুভেচ্ছার জোয়ারে ভাসাচ্ছেন অশ্বিনকে। ‘ঘরের মাঠে ভারত যে ২০১২ সালের পর একটি টেস্ট সিরিজেও হারে নি, তার প্রধান কৃতিত্ব প্রাপ্য অশ্বিনের’, লিখেছেন এক নেটিজেন। ‘অশ্বিন কেবল একজন ক্রিকেটার নন, একজন জাদুকর’ মন্তব্য আরও একজনের। ‘মুরলীর রেকর্ড আর মাত্র ৩০০ উইকেট দূরে, এগিয়ে যাও’ প্রিয় ক্রিকেটারের উদ্দেশ্যে মন্তব্য এক অনুরাগীর।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: “জয়ের মঞ্চ প্রস্তুত…” রাজকোটে বড় রান ভারতের, জুড়েল-সরফরাজদের ব্যাটিং-এর প্রশংসায় নেটনাগরিকেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *