IND vs ENG 1st ODI: “ঘুরে দাঁড়িয়েছে দল…” নাগপুরে বড় জয় ভারতের, শ্রেয়স-শুভমানদের শুভেচ্ছায় ভরালো নেটদুনিয়া !! 1

IND vs ENG: অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা মন ভারাক্রান্ত করেছিলো ক্রিকেটজনতার। নতুন বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফর্ম্যান্স ইঙ্গিত দিচ্ছে সেই অন্ধকার কেটে যাওয়ার (IND vs ENG)। টি-২০তে বাটলারদের ৪-১ ফলে হারিয়েছে টিম ইন্ডিয়া। আজ ওয়ান ডে সিরিজের শুরুটাও জয় দিয়েই করলো তারা। হাঁটুর চোটের জন্য নাগপুরে মাঠে নামতে পারেন নি বিরাট কোহলি। তা সত্ত্বেও জিততে সমস্যা হলো না ভারতীয় শিবিরের। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। শুরুটা বিধ্বংসী মেজাজে করেছিলেন ফিল সল্ট (Phil Salt)। কিন্তু দারুণ ভাবে লড়াইতে ফেরে ‘মেন ইন ব্লু।’ জস বাটলার ও জেকব বেথেল অর্ধশতক করলেও হর্ষিত রাণা, রবীন্দ্র জাদেজাদের দাপটে ২৪৮-এর বেশী এগোতে পারে নি সফরকারী দেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেলো ‘মেন ইন ব্লু।’ জয় এলো ৪ উইকেটে।

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ভারতীয় জার্সিতে অভিষেক হলো হর্ষিত রাণা (Harshit Rana) ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। বল হাতে প্রথমজন বেশ চাপে পড়েছিলেন। কিন্তু দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে তিন উইকেট তুলে নেন। দ্বিতীয় জনের জন্য অবশ্য ভাগ্য তেমন সুপ্রসন্ন হলো না। আজ ওপেন করতে নেমে যশস্বী আউট হন মাত্র ১৫ রান করেই। তরুণ তুর্কি অল্প রানে সাজঘরে ফেরায় আক্ষেপ জমেছে সোশ্যাল মিডিয়ায়। ‘অনেক প্রত্যাশা ছিলো ওর কাছ থেকে। পূরণ হলো না,’ লিখেছেন জনৈক অনুরাগী। ‘হাল ছেড়ো না যশস্বী। এখনও অনেক ক্রিকেট বাকি আছে,’ সাহস যুগিয়েছেন আরও একজন। অধিনায়ক রোহিতের (Rohit Sharma) ব্যাটিং নিয়ে যদিও জমেছে ক্ষোভ। আজও মাত্র ৪ করেই ফিরেছেন তিনি। ‘এবার অবসরের ভাবনা শুরু করে দেওয়া উচিৎ,’ ‘সময় হয়েছে সরে দাঁড়ানোর,’ নেটিজেনদের ট্যুইটে শ্লেষের সুর স্পষ্ট।

Read More: IND vs ENG: জয়ের প্রক্রিয়া বজায় থাকলো টিম ইন্ডিয়ার, ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করলো রোহিত বাহিনী !!

ভারতের জয়ে উচ্ছ্বাস নেটদুনিয়ার-

Axar Patel and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images
Axar Patel and Shubman Gill | IND vs ENG | Image: Getty Images

দুই ওপেনার দ্রুত সাজঘরে ফিরলেও ইনিংসের হাল ধরেন তিনে নামা শুভমান গিল (Shubman Gill) ও চারে নামা শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া সফরে শুভমানের ফর্ম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু পছন্দের ওয়ান ডে ক্রিকেটে ফিরতেই ফের স্বমহিমায় তিনি। নজর কাড়লেন ৯৬ বলে ৮৭ রানের ইনিংস খেলে। ‘পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে শুভমানের সুযোগ পাওয়া নিয়ে কোনো কথা হবে না,’ স্পষ্ট ভাষায় মন্তব্য এক নেটনাগরিকের। ‘আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও তুরুপের তাস হতে পারে,’ লিখেছেন অন্য আরেকজন। প্রত্যাঘাতের শুরুটা হয়েছিলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাটে। প্রায় ছয় মাস পর ভারতীয় দলের জার্সি গায়ে চাপালেন তিনি। ৩৬ বলে ঝোড়ো ৫৯ রান করেন মুম্বইয়ের তারকা। ‘ওয়ান ডে নয়, শ্রেয়সের সম্ভবত চোখ রয়েছে টি-২০ স্কোয়াডেও,’ রসিকতা করে লিখেছেন এক নেটনাগরিক। ‘ইংল্যান্ডকে ধুয়ে দিয়েছে শ্রেয়স,’ প্রশংসা আরেকজনের।

ডান হাতি-বাম হাতি ব্যাটিং কম্বিনেশনের কারণে আজ ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) পাঁচে তুলে আনা হয়েছিলো অক্ষর প্যাটেলকে (Axar Patel)। কোচের আস্থার দাম দেন তিনি। ৪৭ বলে করেন ৫২ রান। ‘ব্রিটিশদের বিরুদ্ধে ফের বাপুর হুঙ্কার,’ অক্ষরের ডাক নামের প্রসঙ্গ টেনে এনে রসিকতা জনৈক টিম ইন্ডিয়া অনুরাগীর। হার্দিক ও জাদেজার ব্যাটে লক্ষ্যমাত্রা পেরিয়ে যান ভারত। কিন্তু জয়ের খুব কাছে এসে যেভাবে পরপর তিন উইকেট হারিয়েছে দল, তাতে খুশি নন নেটিজেনদের একটা বড় অংশ। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই জাতীয় ভুল সেখানে সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তাঁরা। ‘তীরে এসে তরী ডোবার রোগ সারাতে হবে দ্রুত, নাহলে ভুগতে হবে,’ আশঙ্কা স্পষ্ট এক নেটিজেনের ট্যুইটে। আগামী রবিবার পরবর্তী ম্যাচটি রয়েছে কটকে। আপাতত সেখানেই ফোকাস করার কথা ভাবছে ক্রিকেটজনতা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 1st ODI: “স্মরণীয় হলো না অভিজ্ঞতা…” ODI অভিষেকে ব্যর্থ যশস্বী, আক্ষেপের সুর সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *