IND vs ENG

IND vs ENG: টি-২০’র পর একদিনের ক্রিকেটেও ইংল্যান্ডকে ধরাশায়ী করলো টিম ইন্ডিয়া (IND vs ENG)। নাগপুরে গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ আজ কটকেও বদলালো না ফলাফল। সেই ৪ উইকেটের ব্যবধানেই জিতলেন রোহিত, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলরা। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। শুরুটা ভালোই করেছিলো তারা। প্রথম দশ ওভার কোনো উইকেট না খুইয়েই স্কোরবোর্ডে তুলে ফেলেছিলো ৭৫। বেন ডাকেট (Ben Duckett), জো রুটের জোড়া অর্ধশতক ও লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) ঝোড়ো ৪১-এর সৌজন্যে সফরকারী দেশের ইনিংস থামে ৩০৪ রানে। রান তাড়া করতে নেমে অনবদ্য ভারত। অধিনায়ক রোহিতের দুর্ধর্ষ শতক, শুভমান, অক্ষর, শ্রেয়সদের (Shreyas Iyer) লড়াকু ব্যাটিং-এ ভর করে ২৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

Read More: IND vs ENG 2nd ODI Highlights: বারাবাটির বাইশ গজে ‘হিটম্যান হারিকেন’, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার !!

অফ ফর্ম-এর অন্ধকারে ডুবে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সফরে ৫ ইনিংসে তিনি করেছিলেন মাত্র ৩১। সিডনিতে শেষ টেস্ট থেকে স্বেচ্ছায় সরেও দাঁড়িয়েছিলেন। আজ ব্যাট হাতে সেই অভিশাপকে যেন ঝেড়ে ফেললেন ভারত অধিনায়ক। আগাগোড়া আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। ৭টি ছক্কা ও ১২টি বাউন্ডারিতে সাজান ১১৯ রানের ইনিংস। কেরিয়ারের দ্বিতীয় দ্রুততম ওডিআই শতকের পর হিটম্যানকে নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়। নিন্দুকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রোহিত অনুরাগীরা। ‘আর কেউ ওর দিকে আঙুল তোলার সাহস দেখাবে?’ লিখেছেন একজন। ‘ফর্ম আসবে যাবে, কিন্তু ক্লাস তো চিরকালের,’ ক্রিকেটদুনিয়ার অমোঘ সত্যিটাই আরও একবার ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক নেটিজেন। রোহিত-বিরাট রেষারেষি চলেই সোশ্যাল মিডিয়ায়। আজ কোহলি ৫ করে আউট হওয়ায় পড়েছেন ট্রলের মুখে।

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে রোহিতের ফর্মে ফেরা যেমন নেটনাগরিকদের স্বস্তি দিচ্ছে, তেমনই তাদের কাছে খুশির খবর শুভমান গিল, অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ারদের ধারাবাহিকতা বজায় রাখা। নাগপুরের পর আজও নজর কাড়লেন তাঁরা। ‘চ্যাম্পিয়নের মত খেলছে ভারত,’ খুশি স্পষ্ট এক নেটিজেনের ট্যুইটে। ‘আসল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই সাফল্য আত্মবিশ্বাস যোগাবে,’ লিখেছেন আরেকজন। ‘মিডল অর্ডারে শ্রেয়স, অক্ষর’রা স্তম্ভ হয়ে উঠছেন,’ দ্বিধাহীন ভাষায় প্রশংসা করেছেন অন্য এক ক্রিকেটপ্রেমীও। ভারতীয় ক্রিকেটের আকাশে মেঘের ঘনঘটা অবশ্য উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। আজ প্রচুর রান খরচ করেছেন তিন পেসার-মহম্মদ শামি, হর্ষিত রাণা ও হার্দিক পান্ডিয়া। ‘বুমরাহ’র না থাকা না ব্যুমেরাং হয়ে ফেরে,’ সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। ‘বোলিং ভালো করতেই হবে,’ মেগা টুর্নামেন্টের গেমপ্ল্যান এখন থেকেই সাজাক ভারত, চাইছেন অনেকে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 2nd ODI: ফ্লাডলাইট সমস্যায় বন্ধ ভারত-ইংল্যান্ড ম্যাচ, কটকে মুখ পুড়লো BCCI-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *