ind-vs-eng-deep-dasgupta-on-india-xi

IND vs ENG: টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হতশ্রী ফর্ম অব্যাহত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দু’টি সিরিজ হারের পর ইংল্যান্ডের বিপক্ষেও (IND vs ENG) পরাজয় দিয়েই দৌড় শুরু করেছে তারা। লিডসের হেডিংলেতে প্রথম চারদিন সেয়ানে সেয়ানে টক্কর চললেও ম্যাচের অন্তিম দিনে দৌড়ে পিছিয়ে পড়ে ‘মেন ইন ব্লু।’ চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৩৭১ রান প্রয়োজন ছিলো ইংল্যান্ডের। মাত্র ৫ উইকেট খুইয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান বেন ডাকেট, জো রুট, জ্যাক ক্রলিরা। বোলিং ব্যর্থতা, লোয়ার অর্ডারের মুখ থুবড়ে পড়ার পাশাপাশি ভারতীয় (Team India) টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে একের পর এক ক্যাচ ‘মিস।’ লিডসে দুই ইনিংস মিলিয়ে ছয়টি ক্যাচ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। ব্যর্থতার পর কোন মন্ত্রে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে তারা? হদিশ দিলেন দীপ দাশগুপ্ত।

Read More: IND vs ENG: সিরাজকে নিয়ে বাকবিতণ্ডায় গম্ভীর ও শুভমান গিল, দিয়ে দিলেন অধিনায়কত্ব ছাড়ার হুমকি !!

তিনে করুণ, বাদ পড়তে পারেন সাই-

B Sai Sudharsan | IND vs ENG | Image: Getty Images
B Sai Sudharsan | IND vs ENG | Image: Getty Images

লিডসে ছয় নম্বরে ব্যাট করেছিলেন করুণ নায়ার (Karun Nair)। রানের মুখ দেখেন নি তিনি। আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ইনিংসেই সাজঘরে ফিরেছিলেন শূন্য রান করে। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এসেছিলো মাত্র ২০ রান। এজবাস্টনে তাঁর ব্যাটিং পজিশন বদলাক টিম ইন্ডিয়া, পরামর্শ প্রাক্তনী দীপ দাশগুপের (Deep Dasgupta)। স্টার স্পোর্টসের ‘গেমপ্ল্যান’ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “সাধারণত প্রথম ম্যাচের পরেই একাদশে বেশী পরিবর্তন করতে কেউ চায় না। তবে এই দলটা নতুন, ওদের অধিনায়ক নতুন। তাই টিম কম্বিনেশন ঠিক হওয়া অত্যন্ত জরুরী। করুণ নায়ার ওর কেরিয়ারের অধিকাংশ রান তিন নম্বরে খেলেই করেছে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ’র হয়েও ও তিনেই খেলেছে। তাই ওকে তিনে সুযোগ দিয়ে দেখা যেতে পারে।”

হেডিংলতে টেস্ট অভিষেক হয়েছে সাই সুদর্শনের (Sai Sudharsan)। প্রথম ইনিংসে শূন্য করেন তিনিও। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান। করুণকে তিন নম্বরে তুলে আনা হলে এজবাস্টনে বাদ দিতে হবে তাঁকে। ব্যর্থতা নয়, দলের প্রয়োজনেই যে তাঁকে রিজার্ভ বেঞ্চে পাঠানো হলো তা যেন স্পষ্ট ভাষায় জানানো হয় ২৩ বর্ষীয় তরুণ’কে, অভিমত দীপ দাশগুপ্তের। প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, “করুণ তিনে খেললে ছয়ে নীতিশ (কুমার রেড্ডি)’র জন্য জায়গা তৈরি হয়। যে কিনা প্রয়োজন পড়লে কয়েক ওভার ‘সিমি’ বোলিং-ও করতে পারবে। আমি হলে সাই সুদর্শনের সাথে আলোচনা করতাম। ওকে বলতাম যে এটা (বাদ পড়া) গত ম্যাচে যা হয়েছে তার প্রতিফলন নয় বরং টিম কম্বিনেশনের জন্যই করা হয়েছে। এই আলোচনাটা খুব প্রয়োজন।”   

 কুলদীপকে একাদশে চাইছেন দীপ-

Jasprit Bumrah and Kuldeep Yadav | Image: Getty Images
Jasprit Bumrah and Kuldeep Yadav | Image: Getty Images

প্রথম টেস্ট ম্যাচে (IND vs ENG) ভারতীয় স্পিন বিভাগের একমাত্র সদস্য ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁর সাথে জুড়ে দেওয়া হোক চায়নাম্যান কুলদীপ যাদবকেও (Kuldeep Yadav), চাইছেন দীপ দাশগুপ্ত। স্টার স্পোর্টসের অনুষ্ঠানে বাংলার প্রাক্তন তারকা জানান, “বার্মিংহ্যাম (এজবাস্টন) সাধারণত ব্যাটিং সহায়ক ভেন্যু। আমি সেখানে কুলদীপ যাদবকে দেখতে চাইব। ভারতের টপ-ফাইভ (ব্যাটার) রানের মধ্যে থাকার সুবিধা হলো এই যে আপনাকে আট নম্বর (ক্রিকেটার) ব্যাট হাতে আদৌ কোনো অবদান রাখলো কিনা তা নিয়ে বিশেষ ভাবতে হয় না।” “তার ফলে কুলদীপকে আট নম্বরে খেলানো যেতেই পারে। ও ব্যাট হাতে কতটা কি করে তা নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই বলেই আমি মনে করি। কুলদীপকে অবশ্যই খেলানো উচিৎ,” সংযোজন দীপের।

Also Read: শ্রেয়স আইয়ারের জন্য চরম দুঃসংবাদ, টেস্ট প্রত্যাবর্তনের আশায় জল ঢালছে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *