ind-vs-eng-dawson-returns-to-eng-xi

IND vs ENG: লিডসে ভারতকে ৫ উইকেটে হারিয়ে এগিয়ে গিয়েছিলো ইংল্যান্ড (IND vs ENG)। এজবাস্টনে পাল্টা দেয় শুভমান গিলের দল। ৩৩৬ রানের বিরাট ব্যবধানে জিতে সমতা ফেরায় তারা। জমজমাট দ্বৈরথ নয়া মোড় নিয়েছিলো লিডসে। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি হাসেন বেন স্টোকসরাই (Ben Stokes)। ২২ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যান ২-১ ব্যবধানে। চতুর্থ টেস্ট ম্যাচটি রয়েছে ওল্ড ট্র্যাফোর্ডে। দুই দলের জন্যই এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে সাফল্য ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই ভারতীয় দলের সামনে। আর ওভালের অপেক্ষা না করেই অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি দখলে আনতে হলে ইংল্যান্ডকেও জিততে হবে ম্যাঞ্চেস্টারে। সেই লক্ষ্য সামনে রেখেই দল সাজিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। বরাবরের মতই এবারও ম্যাচের দুই দিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছেন ইংল্যান্ডের কিউই কোচ।

Read More: রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !!

অপরিবর্তি থাকছে ব্যাটিং বিভাগ-

Joe Root and Harry Brook | Image: Getty Images
Joe Root and Harry Brook | Image: Getty Images

ওল্ড ট্র্যাফোর্ডে অপরিবর্তি থাকছে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগ। ওপেনিং-এ দেখা যাবে জ্যাক ক্রলি (Zak Crawley) ও বেন ডাকেট’কে (Ben Duckett)। গত ম্যাচে সময় নষ্টের কারণে বিতর্কে জড়িয়েছিলেন ক্রলি। ভারত অধিনায়ক শুভমান গিলের সাথে একপ্রস্থ তর্কাতর্কি হয়েছিলো তাঁর। তাই ওল্ড ট্র্যাফোর্ডে নিঃসন্দেহে আতসকাঁচের নীচে থাকবেন তিনি। তিন নম্বরে থাকছেন সহ-অধিনায়ক অলি পোপ (Ollie Pope)। লিডসে অসামান্য শতরান করেছিলেন তিনি। কিন্তু এরপরের দু’টি টেস্টে বিশেষ রানের মধ্যে দেখা যায় নি তাঁকে। চাইবেন ম্যাঞ্চেস্টারে ফর্মে ফিরতে। চার নম্বরে দেখা যাবে জো রুট’কে (Joe Root)। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে রুট রয়েছেন পাঁচ নম্বরে। বড় রান পেলে দ্রাবিড়, কালিস ও পন্টিং-কে টপকে দ্বিতীয় স্থানেও উঠে আসতে পারেন তিনি।

পাঁচে থাকছেন হ্যারি ব্রুক (Harry Brook)। ফর্মে রয়েছেন তিনিও। চলতি সিরিজে (IND vs ENG) ইতিমধ্যেই খেলে ফেলেছেন বেশ কয়েকটি বড় ইনিংস। ম্যাঞ্চেস্টারেও সেই ফর্ম অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ইংল্যান্ড ক্রিকেটের তরুণ তারকা। ছয় ও সাত নম্বরে ইংল্যান্ডকে ব্যাটিং গভীরতা প্রদান করবেন অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ও উইকেটরক্ষক জেইমি স্মিথ (Jamie Smith)। লর্ডসে ম্যাচের সেরা হয়েছেন স্টোকস। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নেওয়ার পাশাপাশি বল হাতেও নিরন্তর চাপে রেখেছিলেন ভারতকে। গতকাল সাংবাদিক সম্মেলনে তাঁর প্রশংসা শোনা গিয়েছে টিম ইন্ডিয়া পেসার মহম্মদ সিরাজের গলাতেও। জেইমি স্মিথকে নিয়েও আলাদা করে ভাবতে হচ্ছে ‘মেন ইন ব্লু’কে। ভালো ছন্দে রয়েছেন বছর ২৪-এর তরুণ’ও। সাফল্য পেয়েছেন এজবাস্টন ও লর্ডসে।

বশিরের বদলে সুযোগ পেলেন ডসন-

Liam Dawson Will Play 4th IND vs ENG Test | Image: Twitter
Liam Dawson Will Play 4th IND vs ENG Test | Image: Twitter

লর্ডস টেস্টে (IND vs ENG) অনবদ্য পারফর্ম্যান্স করেছিলো ইংল্যান্ডের পেস ব্যাটারি। ম্যাঞ্চেস্টারে তাই কোনো রকম রদবদলের পথে হাঁটছেন না কোচ ব্রেন্ডন ম্যাকালাম। নতুন বল হাতে দেখা যাবে জোফ্রা আর্চার’কে (Jofra Archer)। ক্যারিবিয়ান-জাত এক্সপ্রেস পেসারের সঙ্গে থাকছেন ব্রাইডন কার্স (Brydon Carse) ও ক্রিস ওকস (Chris Woakes)। তাঁদের ব্যাটিং দক্ষতা বাড়তি সুবিধা করে দিতে পারে ইংল্যান্ডকে। স্পিন বিভাগে রয়েছে একটি পরিবর্তন। গত ম্যাচে বোলিং করার সময় ফলো থ্রু’তে রবীন্দ্র জাদেজার ড্রাইভ রুখতে গিয়ে বাম হাতের আঙুলে আঘাত পেয়েছিলেন শোয়েব বশির। স্ক্যানে চিড় ধরা পড়েছে তাঁর। ফলে ছিটকে গিয়েছেন পাক বংশোদ্ভূত অফস্পিনার। তাঁর বদলে লিয়াম ডসন’কে (Liam Dawson) সুযোগ দিয়েছে ইসিবি। দীর্ঘ আট বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন হতে চলেছে হ্যাম্পশায়ারের অলরাউন্ডারের।

এক নজরে ইংল্যান্ড একাদশ-

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (সহ-অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেইমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার।

Also Read: IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার টেস্টে উইকেটরক্ষক ধ্রুব জুরেল, ঋষভকে নিয়ে বিশেষ ভাবনা টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *