IND vs ENG: ইংল্যান্ডের তোলা ৩৮৭-এর জবাবে ব্যাট করতে নেমে আজ ভারত’ও থামলো ৩৮৭তেই (IND vs ENG)। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে নবম বার প্রথম ইনিংসে দুই দল একই স্কোর করলো। টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হওয়ার পর খেলার সময় বাকি ছিলো মাত্র ৬ মিনিট। কার্যত বাধ্য হয়েই মাঠে নামতে হয় ইংল্যান্ডকে। কোনো উইকেট না খুইয়েই তৃতীয় দিনের খেলায় ইতি টানার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। জসপ্রীত বুমরাহ’র বিরুদ্ধে সতর্ক পদক্ষেপই নিতে দেখা গেলো তাঁদের। ওভারের দ্বিতীয় বলটিতে কেবল দুই রান নেন ক্রলি (Zak Crawley)। বাকি বলগুলিতে রক্ষণের উপরেই আস্থা রাখতে দেখা গেলো ডান হাতি ওপেনারকে। পঞ্চম ডেলিভারিটির পর ভারত অধিনায়ক শুভমান গিলের সাথে একপ্রস্থ বাগ্বিতণ্ডাতেও জড়ান তিনি।
Read More: IND vs ENG 3rd Test: নাটকীয় মোড় নিলো লর্ডস টেস্ট, ইংল্যান্ডের ৩৮৭-এর জবাবে ভারতও থামলো ৩৮৭তেই !!
অফস্টাম্পের বাইরে গুডলেন্থ অঞ্চলে পঞ্চম ডেলিভারিটি পিচ করিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আচমকা বেশ খানিকটা লাফিয়ে ওঠে নতুন ডিউক বল। ক্রলির (Zak Crawley) বাড়িয়ে দেওয়া ব্যাট এড়িয়ে তা আছড়ে পড়ে তাঁর গ্লাভসে। সঙ্গে সঙ্গে দস্তানা খুলে ফেলেন ইংল্যান্ড ওপেনার। ড্রেসিংরুম থেকে ফিজিওকেও ডেকে আনান তিনি। চলে শুশ্রূষা। ক্রলির আঘাত বিশেষ গুরুতর নয়, মনে করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এক ওভারের বেশী যাতে তৃতীয় দিনের খেলা না এগোতে পারে তা নিশ্চিত করতেই সময় নষ্ট করছেন তিনি, অভিযোগ তোলেন তাঁরা। ইংল্যান্ড ওপেনারের দিকে আঙুল উঁচিয়ে কার্যত তেড়ে যেতে দেখা যায় ভারত অধিনায়ক শুভমান গিল’কে (Shubman Gill)। “একটু সাহস দেখাও,” বলেন তিনি। পাল্টা কিছু বলেন ক্রলি’ও। বেশ খানিকক্ষণ চলে কথার লড়াই। শেষমেশ বেশীদূর অবশ্য গড়ায় নি বিষয়টি।
এর আগে অস্ট্রেলিয়াতে এভাবেই খেলার শেষ লগ্নে সময় নষ্ট করার জন্য ওপেনার স্যাম কন্সটাসের সাথে বিবাদে জড়িয়েছিলো ভারতীয় দল। সেবার দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজাকে আউট করে টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা এনে দিতে পেরেছিলেন জসপ্রীত বুমরাহ। আজও বল ছিলো তাঁরই হাতে। ওভারের শেষ ডেলিভারিটি নিখুঁত নিশানাতে রেখেওছিলেন তিনি। কিন্তু ভাগ্যের সাহায্য পেলেন ক্রলি (Zak Crawley)। তাঁর ব্যাটের একদম পাশ দিয়ে গিয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের দস্তানায়। উইকেট নেওয়ার খুব কাছাকাছি এসেও খালি হাতে ফিরতে হয় ভারতীয় পেস তারকাকে। এরপর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয় নি আজ। কোনো উইকেট না খুইয়ে ২ রান স্কোরবোর্ডে নিয়েই সাজঘরে ফিরেছেন ডাকেট ও ক্রলি। তবে এই ঘটনা আগামীকাল ভারতকে বাড়তি উদ্যম যোগাতে পারে কিনা সেদিকে এখন তাকিয়ে সকলে।
দেখুন ঘটনার ভিডিও-
Indian players are sarcastically clapping for Crawley 😂pic.twitter.com/yDlKXxN20T
— Hari (@Harii33) July 12, 2025