IND vs ENG: লর্ডসে টপ-অর্ডারের ধস সামলে ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন রবীন্দ্র জাদেজা। ধীরে ধীরে লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছিলো ভারত। কিন্তু দুর্ভাগ্য তাড়া করে মহম্মদ সিরাজ’কে (Mohammed Siraj)। স্পিনার শোয়েব বশিরের একটি নির্বিষ ডেলিভারি ব্যাটের একদম মাঝখান দিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন টিম ইন্ডিয়ার টেল-এন্ডার। কিন্তু বল মাটিতে পড়ে বেশ খানিকটা গড়িয়ে গিয়ে লাগে স্টাম্পে। ডিউক বলের আলতো ছোঁয়ায় পড়ে যায় বেল। ১৯৩ তাড়া করতে নেমে ১৭০-এ গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। ১৮১ বলে অনবদ্য ৬১ রানের ইনিংস খেলার পরেও অপরপ্রান্তে দাঁড়িয়ে অসহায় হয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না রবীন্দ্র জাদেজার। ঐ ম্যাচ হেরেই অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে ২-১ পিছিয়ে পড়েছিলো শুভমান গিলের দল। রাস্তাটা কঠিন হয়ে পড়েছিলো তাদের জন্য।
Read More: বাদ গেইল-রায়না, আইপিএলে সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন এবি ডিভিলিয়ার্স !!
৩৭৪ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের জন্য রেখেছে ‘মেন ইন ব্লু।’ গতকাল কেবলমাত্র জ্যাক ক্রলিকে ফেরাতে সক্ষম হয়েছিলো তারা। আজ প্রথম সেশনে বেন ডাকেট আউট হওয়ার পর সুযোগ ছিলো প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর। কিন্তু সেই প্রচেষ্টা প্রতিহত করেন জো রুট ও হ্যারি ব্রুক (Harry Brook)। আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ত্রয়ীকে বেশ দিশাহারা দেখাচ্ছিলো সেই সময়। শেষমেশ ৩৫তম ওভারে খেলার গতির খানিক বিপরীতেই ক্যাচ তুলে বসেছিলেন ব্রুক। প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলে পুল মারতে গিয়ে ব্যাটে-বলে সঠিক সংযোগ ঘটাতে পারেন নি তিনি। লং লেগে দাঁড়ানো সিরাজ বল তালুবন্দী করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সমর্থকেরা। কিন্তু কয়েক মুহূর্তের বেশী টেকে নি সেই স্বস্তি। দেখা যায় বাউন্ডারি রোপ ছুঁয়ে ফেলেছে সিরাজের (Mohammed Siraj) পা। আউট হনি ব্রুক, বরং ছয় রান যুক্ত হয় তাঁর নামের পাশে।
লর্ডসের পর ওভালেও ভারতকে (IND vs ENG) ডোবালো সিরাজের দুর্ভাগ্য। যখন ক্যাচ তুলেছিলেন ব্রুক, তখন তিনি ব্যাটিং করছিলেন ১৯ রানে। দ্বিতীয় জীবন পাওয়ার পর যেন নতুন করে জ্বলে ওঠেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক। ধুন্ধুমার ব্যাটিং করেন তিনি। মাত্র ৮৯ বল খেলে সম্পূর্ণ করেন শতরান। ৩০তম টেস্টে এই নিয়ে দশম শতকের মালিক হলেন টেস্ট বিশ্বর্যাঙ্কিং-এর দুই নম্বর ব্যাটার। শেষমেশ ৯৮ বলে ১১১ করে থামেন তিনি। আকাশ দীপের বলে তাঁর ক্যাচ তালুবন্দী করেন মহম্মদ সিরাজই। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে। ব্রুক (Harry Brook) ফিরলেও রুটকে ফেরানোর মন্ত্র এখনও খুঁজে বের করতে উঠতে পারে নি ভারতীয় দল। ইতিমধ্যেই টেস্ট কেরিয়ারের ৩৯তম শতরানটি করে ফেলেছেন তিনি। প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৪ উইকেটের বিনিময়ে ৩৩২। জিততে আর মাত্র ৪২ রান প্রয়োজন তাদের।
দ্বিতীয় সুযোগ পেলেন ব্রুক, দেখুন ভিডিও-
Prasidh Krishna 😭😭
#INDvsENG #MohammedSiraj pic.twitter.com/TyruDT7N7C— IᗰᑭOᔕTEᖇ (@imposters012) August 3, 2025