IND vs ENG: হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে ইতিপূর্বে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম টেস্ট চলেছিলো চার দিন করে। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টটিও শেষ হলো চার দিনেই। প্রথমে ব্যাট করে ভারতের তোলা ৪৪৫-এর জবাবে একটা সময় ভালোই এগোচ্ছিলো ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ছিলো ২০৭/২। বেন ডাকেটের ঝোড়ো শতরান চিন্তা বাড়িয়েছিলো ভারতীয় শিবিরের। একেই কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার, কে এল রাহুলের (KL Rahul) মত তারকা নেই। তার উপর ব্যক্তিগত কারণে রবিচন্দ্রণ অশ্বিন ম্যাচের মাঝপথে সরে দাঁড়ানোয় চ্যালেঞ্জ কঠিন হয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India) কাছে। কিন্তু সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন ভারতের তরুণ তুর্কিরা। টেস্টের তৃতীয় দিন থেকে প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ না দিয়েই ম্যাচ হাতের মুঠোয় নিলেন কুলদীপ, সরফরাজরা।
তৃতীয় দিনের সকালে ইংল্যান্ডকে দ্রুত গুটিয়ে দেন সিরাজ, জাদেজা, কুলদীপরা। ১২৬ রানের লিড পেয়েছিলো ভারত। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। স্বপ্নের ফর্মে রয়েছেন মুম্বইয়ের বছর ২২-এর তরুণ ওপেনার। কোমরে চোট পাওয়ায় তিনি যখন অবসৃত হন তখন তাঁর নামের পাশে ১০৪ রান। চতুর্থ দিনের সকালে শুভমান আউট হওয়ার পর ফের মাঠে নামেন যশস্বী (Yashasvi Jaiswal)। টেস্ট নয় বরং টি-২০’র মেজাজে ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। এর আগের টেস্টে বিশাখাপত্তনমে খেলেছিলেন ২০৯ রানের ইনিংস। রাজকোটেও পেরোলেন দ্বিশতকের গণ্ডী। মাত্র ৭ টেস্টের মধ্যেই দুটি দ্বিশতক হলো তাঁর। দিনের শেষে ভারতের ৪৩৪ রানের ব্যবধানে বিশাল জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। গতকালের ইনিংসের পর থেকে যশস্বী বন্দনায় মুখরিত ক্রিকেটবিশ্ব। ভারতের তরুণ তুর্কিকে কুর্নিশ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকেরও।
Read More: IND vs ENG, 3rd Test, Stats Review: ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩৪ রানে জিতলো টিম ইন্ডিয়া, ভাঙলো মোট ৯ টি বিশ্ব রেকর্ড !!
যশস্বীর ব্যাটিং-এর তারিফ করলেন কুক-
টেস্ট ক্রিকেটের আসরে ইংল্যান্ডের দ্রুত গতিতে রান তোলার স্ট্র্যাটেজি নিয়ে সাম্প্রতিক কালে চর্চা হয়েছে বিস্তর। কোচ ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) ডাকনামের সাথে মিলিয়ে এই রণনীতি’কে ডাকা হচ্ছে ‘বাজবল’ বলে। ইতিপূর্বে পাকিস্তান, অস্ট্রেলিয়ার মত দেশের বিরুদ্ধে সফল হয়েছে ইংল্যান্ডের বাজবল। কিন্তু ভারতের মাটিতে রীতিমত চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে তাকে। নেপথ্যে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যেই পিচে ইংল্যান্ড ব্যাটিং গুটিয়ে গেলো মাত্র ১২২ রানে, সেখানে সাবলীল ভঙ্গিতে টি-২০’র মেজাজে অ্যান্ডারসন (James Anderson), উড, রেহান আহমেদদের বারবার মাঠের বাইরে উড়িয়ে দিলেন তরুণ যশস্বী। বাম হাতি বোলারের দাপটে রাজকোটে ছত্রভঙ্গ ইংল্যান্ড বোলিং। জয়সওয়ালের এই আক্রমণাত্মক ব্যাটিং-কে ক্রিকেটজনতা ডাকছে জয়স-বল বলে। আপাতত ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে বলাই যান যে এগিয়ে জয়স-বল’ই।
রাজকোটে ১২২ বলে শতরান করেন যশস্বী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। চতুর্থ দিন সকালে রীতিমত তাণ্ডবলীলা চালান ব্যাট হাতে। টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসনকে যেভাবে পরপর তিন বলে তিন ছক্কা হাঁকালেন তা চমকে দিয়েছে বিশেষজ্ঞদের। দ্বিশতক করার পরেও থামেন নি যশস্বী (Yashasvi Jaiswal)। জো রুট’কে স্টেপ আউট করে দুটি দুর্ধর্ষ ছক্কা হাঁকান তিনি। ২১৪* রানের ইনিংসে মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ভারতীয় তরুণের ছক্কা হাঁকানোর দক্ষতা নজর কেড়েছে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের (Alastair Cook)। তিনি এক সাক্ষাৎকারে খানিক মজা করেই বলেন, “যশস্বী একদিনেই যে পরিমাণ ছক্কা মেরেছে, আমি তো গোটা টেস্ট কেরিয়ারে অত মারি নি।” ১৬১ টেস্ট খেলা কুকের ছক্কার সংখ্যা ১১। এক ইনিংসেই তাঁর থেকে ১টি ছক্কা বেশী মেরেছেন যশস্বী।
নজির যশস্বীর, ভাগ বসালেন আক্রমের রেকর্ডে-
এতদিন এক টেস্ট ইনিংসে কোনো ভারতীয়ের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিলো প্রাক্তন ওপেনার নভজ্যোত সিং সিধু’র (Navjot Singh Sidhu) দখলে। লক্ষ্ণৌতে ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। ২০১৯ সালে সিধু’কে স্পর্শ করেছিলেন মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। তিনি বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংসে ৮ ছক্কা হাঁকিয়েছিলেন। তাঁদের রেকর্ড ধূলিসাৎ হলো যশস্বীর ব্যাটে। একই সাথে টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজের নামে করলেন তিনি। ১৯৯৬-৯৭ মরসুমে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২৫৭ রানের ইনিংস খেলার পথে ১২টি ছক্কা মেরেছিলেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)। গতকাল রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আক্রমের সেই রেকর্ডে ভাগ বসালেন যশস্বী।