IND vs ENG 1st T20i: অভিষেক-তিলক বর্মা ওপেনিং-এ, টিম ইন্ডিয়ার একাদশে এন্ট্রি মহম্মদ শামির !! 1

IND vs ENG: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি খোয়ানোর সপ্তাহ তিনেকের মধ্যে মাঠে ফিরছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পাঁচটি টি-২০ খেলার কথা তাদের। এরপর রয়েছে তিনটি একদিনের ম্যাচ। তারপরেই দুবাই রওনা দেবে ‘মেন ইন ব্লু।’ অংশ নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। জস বাটলারদের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও স্কোয়াড ঘোষণা করে নি বিসিসিআই। সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে খবর যে আগামী ১৮ বা ১৯ তারিখ প্রকাশিত হতে পারে দল। কিন্তু টি-২০ সিরিজের জন্য ইতিমধ্যেই পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে থেকে আগামী ২২ তারিখ কোন এগারোজন সুযোগ পাবেন মাঠে নামার তা নিয়ে চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এই প্রশ্ন করা হয়েছিলো কৃত্রিম বুদ্ধিমত্তা ChatGPT’কে। নিজের পছন্দের একাদশ বেছে নিয়েছে সকলকে অবাক করেছে।

Read More: IPL 2025: দিল্লী ক্যাপিটালসের নেতৃত্বে পাচ্ছেন না KL রাহুল, ফ্র্যাঞ্চাইজির পছন্দ এই তারকা ক্রিকেটার !!

ব্যাটিং অর্ডারে রয়েছে পরিবর্তন-

Sanju Samson and Abhishek Sharma | IND vs ENG | Image: Getty Images
Sanju Samson and Abhishek Sharma | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম টি-২০ ম্যাচে ভারতের হয়ে ওপেন করুন অভিষেক শর্মা (Abhishek Sharma), চায় চ্যাটজিপিটি। বাম হাতি তরুণের সাথে বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসের সূচনা করেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মতে দেশের মাঠে আসন্ন সিরিজে ওপেন করা উচিৎ তিলক বর্মা। ডান হাতি-বাম হাতি জুটির বদলে জোড়া বাম হাতিকেই বেছে নিয়েছে সে। প্রোটিয়া সফরে দুটি শতরান করেছিলেন তিলক (Tilak Varma)। তাঁর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধেও (IND vs ENG) ভালো পারফর্ম্যান্সের আশায় সকলে। তিন নম্বরে চ্যাটজিপিটি রেখেছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে। পছন্দের ব্যাখ্যাও দিয়েছে সে। বলেছে প্রয়োজনে টিম ইন্ডিয়ার রানের গতি যেমন বাড়াতে পারবেন সূর্য, তেমন দল চাপে পড়লে উইকেটে টিকে থেকে ইনিংস’কে স্থিরতাও উপহার দিতে পারবেন। ছন্দে থাকা সঞ্জু স্যামসন’কে (Sanju Samson) সে রেখেছে চার নম্বরে।

ব্যাটিং অর্ডারের পঞ্চম স্থানে চ্যাটজিপিটির বাজি রিঙ্কু সিং (Rinku Singh)। উত্তরপ্রদেশের তরুণের ফিনিশিং দক্ষতার কথা উল্লেখ করেছে জনপ্রিয় এআই প্ল্যাটফর্মটিও। চাপের মুখে দলের ‘তুরুপের তাস’ হতে পারেন তিনি, জানিয়েছে সে। ছয় নম্বরে থাকছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই মুহূর্তে টি-২০’র দুনিয়ার অন্যতম সেরা ক্রিকেটার তিনি। অলরাউন্ডারদের বিশ্বর‍্যাঙ্কিং-এ রয়েছেন শীর্ষস্থানে। “একজন কার্যকরী অলরাউন্ডার যিনি দলের প্রয়োজনে দ্রুত রান তুলতে পারেন, আবার উইকেটও তুলে নিতে পারেন,” হার্দিককে (Hardik Pandya) ঠিক এমনভাবেই ব্যাখ্যা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। টিম ইন্ডিয়ার নতুন টি-২০ সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) রয়েছেন সাতে। ব্যাট হাতে লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। সাথে তাঁর লেফট আর্ম অর্থোডক্স স্পিন ঘুম ওড়াতে পারে বিপক্ষ ব্যাটারদের।

দুই স্পিনার-দুই পেসারের ছক ChatGpt’র-

Varun Chakravarthy | Image: Getty Images
Varun Chakravarthy | Image: Getty Images

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় একাদশে চারজন বিশেষজ্ঞ বোলার রেখেছে চ্যাটজিপিটি। সুযোগ পেয়েছেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। ঝুঁকি নিতে ভালোবাসেন তরুণ লেগস্পিনার। প্রতিপক্ষের ঝোড়ো ব্যাটারদের ফাঁদে ফেলতে পারেন তিনি। এছাড়া থাকছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। দারুণ ফর্মে রয়েছেন তামিলনাড়ুর রহস্য স্পিনার। আইপিএলের (IPL) সুবাদে ইডেনের পিচে নিয়মিত খেলেন তিনি, ফলে ২২ তারিখ তাঁর ট্রাম্প কার্ড হয়ে ওঠার সম্ভাবনা দেখছে এ আই। পাঞ্জাবের আর্শদীপ সিং-কে (Arshdeep Singh) একাদশে দেখতে পাওয়া যেতে পারে, মনে করছে চ্যাটজিপিটি। ১০০ উইকেট থেকে পাঁচ শিকার দূরে দাঁড়ানো বাম হাতি পেসার গুরুত্বপূর্ণ হতে পারেন দলের জন্য। দলের একাদশতম সদস্য হতে পারেন মহম্মদ শামি (Mohammed Shami)। প্রায় ১৪ মাস পর জাতীয় দলের জার্সিতে নামতে পারেন তিনি।

এক নজরে ChatGpt-র পছন্দের একাদশ-

অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মহম্মদ শামি।

অতিরিক্ত- নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রাণা।

Also Read: IND vs ENG: প্রত্যাবর্তন মহম্মদ শামি’র, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন টি-২০ সহ-অধিনায়ক পেলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *