ind-vs-eng-buttler-on-ranas-inclusion

IND vs ENG: টি-২০ সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পর আচমকাই রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বসেছিলো টিম ইন্ডিয়া (IND vs ENG)। পুনেতে কোনো অঘটন ঘটলে চাপ আরও বাড়ত তাদের উপর। সেক্ষেত্রে শেষ ম্যাচটি হয়ে দাঁড়াত ‘ডু অর ডাই।’ যদিও সেই জটিলতার সম্মুখীন হতে হলো না সূর্যকুমার যাদবদের। অনবদ্য বোলিং-এর জোরে ১৫ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিলো ‘মেন ইন ব্লু।’ টসে হেরে প্রথমে ব্যাটিং করে স্বাগতিক দেশ। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবের (Shivam Dube) জোড়া অর্ধশতকের সৌজন্যে স্কোরবোর্ডে তোলে ১৮১। জবাবে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড একটা সময় ম্যাচে জাঁকিয়ে বসলেও শেষমেশ তাদের রুখে দেয় ভারতের স্পিন ত্রয়ী। গতকালের জয়ের ফলে সিরিজ (IND vs ENG) হাতের মুঠোয় এলেও এড়ানো যায় নি বিতর্ক। কনকাশন সাবস্টি্টিউট ব্যবহার নিয়ে আঙুল উঠেছে টিম ইন্ডিয়ার দিকে।

Read More: “আতশবাজি দেখতে পাওয়া যাবে…” সিরিজ জিতে আপ্লুত সূর্যকুমার যাদব, ম্যাচ শেষে দিলেন এই বয়ান !!

হর্ষিতের খেলা নিয়ে প্রশ্ন তুললেন বাটলার-

Harshit Rana | IND vs ENG | mage: Getty Images
Harshit Rana | IND vs ENG | Image: Getty Images

গতকালের ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। ব্যাট হাতে ৫৩ রানের চমৎকার ইনিংসও খেলেন তিনি। কিন্তু শেষ ওভারে জেমি ওভারটনের (Jaime Overton) বল হেলমেটে লাগায় আর ফিল্ডিং করতে নামতে পারেন নি তিনি। আইসিসি’র নিয়ম অনুসারে মাথায় বল লাগলে আঘাতের গুরুত্ব বুঝে ‘কনকাশন সাবস্টিটিউট’ ব্যবহার করতে পারে কোনো দল। ফিল্ডিং-এ কোনো ক্রিকেটার আঘাত পেলে তাঁর বিকল্প ফিল্ডার নামানো গেলেও তিনি ম্যাচে বোলিং বা ব্যাটিং করতে পারেন না। কিন্তু কনকাশন সাবস্টিটিউটের সেই সুযোগ রয়েছে। তিনি প্রয়োজনে ব্যাটিং ও বোলিং দুই’ই করতে পারেন। তবে ‘লাইক ফর লাইক’ বদল করতে হয় কোনো দলকে। অর্থাৎ বোলারের বিকল্প হিসেবে একজন বোলারকেই মাঠে নামানো যায়, ব্যাটারের বিকল্প হিসেবে খেলানো যায় অন্য একজন ব্যাটারকে।

গতকাল পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবের বদলে ফাস্ট বোলার হর্ষিত রাণা’কে (Harshit Rana) মাঠে নামায় ভারত। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড়’ই ঘুরিয়ে দেন তিনি। শিবমের (Shivam Dube) ‘লাইক ফর লাইক’ বিকল্প হিসেবে হর্ষিত আদৌ সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে গতকালের ম্যাচের পর থেকেই। পার্ট টাইম মিডিয়াম পেসার শিবমের বদলে একজন অতিরিক্ত ফাস্ট বোলার খেলিয়ে বাড়তি সুবিধা পেয়েছে ভারত, উঠছে অভিযোগ। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও (Jos Buttler) রীতিমত ব্যঙ্গ করে বলেন, “আমাদের মতে এটা সঠিক সিদ্ধান্ত ছিলো না। আমি মনে করি হয় শিবম দুবের বলের গতি ২৫ মাইল বেড়ে গিয়েছিলো, অথবা হর্ষিত ব্যাট হাতে দুর্দান্ত উন্নতি করেছে।”

ম্যাচ রেফারিকে কাঠগড়ায় তুলবে ইংল্যান্ড-

Jos Buttler | Image: Twitter
Jos Buttler | IND vs ENG | Image: Twitter

‘কনকাশন সাবস্টিটিউট’-এর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছে বাটলার (Jos Buttler) ও ইংল্যান্ড শিবির। “আমরা এই সিদ্ধান্তের সাথে একমত নই। আমরাও সুযোগ পেয়েছিলাম, যেগুলোর সদ্ব্যবহার করা উচিৎ ছিলো। কিন্তু এই সিদ্ধান্তের বিষয়ে আমরা একটু স্বচ্ছতা চাই,” বলেছেন তিনি। “আমাদের সাথে কোনো রকম আলোচনা করা হয় নি। যখন আমি ব্যাট করতে নামছিলাম, আমি ভাবছিলাম হর্ষিত কার বদলে খেলছে? ওরা বললো যে ও কনকাশন সাবস্টিটিউট। আমি কখনই বিষয়টিতে সম্মত হই নি। এটা মোটেই লাইক ফর লাইক বদল নয়, ” সংযোজন বাটলারের। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকেও নিশানা করেছেন ইংল্যান্ড অধিনায়ক। বলেন, “ম্যাচ রেফারী নাকি এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। আমাদের এখানে কোনো মতামত দেওয়ার সুযোগই ছিলো না। কিন্তু আমরা নিশ্চয়ই ওঁকে এই বিষয়ে কিছু প্রশ্ন করবো স্বচ্ছতার স্বার্থে।”

দেখুন বাটলারের সাক্ষাৎকার-

Also Read: IND vs ENG 4th T20i: “ঘাম দিয়ে জ্বর ছাড়লো…” ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের, স্বস্তির হাওয়া সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *