IND vs ENG: গত বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে নূন্যতম প্রতিরোধটুকুও করে উঠতে পারে নি ইংল্যান্ড (IND vs ENG)। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আর্শদীপ সিং-এর আগুনে স্পেলের সৌজন্যে ইনিংসের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলো ইংল্যান্ড। এরপর ম্যাচের রাশ হাতে তুলে নেন স্পিনাররা। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলদের দাপটে ১৩২ রানের বেশী এগোতে পারে নি তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২.৫ ওভারেই জয় ছিনিয়ে নেয় ‘মেন ইন ব্লু।’ ৩৪ বলে অভিষেক শর্মা করেন ৭৯ রান। খেলার পর নিজেদের ব্যর্থতা মেনে নেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। পরিকল্পনামত খেলতে পারেন নি,স্বীকার করেন তিনি। কিন্তু সহ-অধিনায়ক হ্যারি ব্রুকের (Harry Brook) মতামত সম্পূর্ণ ভিন্ন। হারের জন্য ব্যাটিং ব্যর্থতা নয়, তিনি দায়ী করলেন কলকাতার আবহাওয়াকে।
Read More: IND vs ENG 2nd T20i: চোটের কবলে অভিষেক শর্মা, চেন্নাই টি-২০’র আগে চিন্তা বাড়লো টিম ইন্ডিয়ার !!
ধোঁয়াশা’কে দুষলেন হ্যারি ব্রুক-
ইডেন গার্ডেন্স ম্যাচ থাকলেই যেন বিতর্ক পিছু ছাড়ে না হ্যারি ব্রুকের (Harry Brook)। ২০২৩ সালে সানরাইজার্সের জার্সি গায়ে কলকাতা্র মাঠে শতরান করে তিনি বলেছিলেন, “আজ অনেক ভারতীয় ক্রিকেট ফ্যান আমায় বাহবা দেবেন, কিন্তু এতদিন ওরাই আমায় কটাক্ষ করছিলেন। ওদের মুখ বন্ধ করে দিতে পেরে খুশি হয়েছি।” বিস্তর জলঘোলা হয়েছিলো এই মন্তব্য নিয়ে। পরে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশও করে নেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার। এবার ভারতের বিরুদ্ধে (IND vs ENG) ম্যাচ হারের পর যে অজুহাত দিয়েছেন তিনি, তাও জন্ম দিয়েছে প্রশ্নচিহ্নের। চেন্নাইতে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ব্রুক (Harry Brook)। সেখানেই ইংল্যান্ড ব্যাটারদের স্পিন খেলার দুর্বলতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হন তিনি। ব্যাটিং ব্যর্থতা নয়, বরং হারের দায় তিনি কার্যত চাপিয়ে দিয়েছেন কলকাতার ধোঁয়াশার উপরে।
ইডেনে ১৪ বলে ১৭ করেছেন ব্রুক (Harry Brook)। পারফর্ম্যান্স বিশ্লেষণ করে তিনি বলেন, “আমি (রবি) বিষ্ণোইয়ের মুখোমুখি হই নি। কিন্তু বরুণ চক্রবর্তী সত্যিই ভালো বোলার। ওকে বোঝা কঠিন। তবে আগের দিন এত ধোঁয়াশা ছিলো যে বল দেখতেই পাওয়া যাচ্ছিলো না। আশা রাখছি যে এখানে (চেন্নাইতে) হাওয়া একটু বেশী পরিষ্কার থাকবে। আমাদের বল দেখতেও একটু সুবিধা হবে।” ব্রুকের (Harry Brook) এই বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। পরিবেশ দূষণ যে দেশের বড় শহর গুলিতে সত্যিই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তা স্বীকার করে নিয়েছেন অনেকে। কিন্তু তার জন্য বল দেখতে সমস্যা হয়েছে তা মানতে নারাজ বিশেষজ্ঞদের একটা বড় অংশ। অভিষেক শর্মা, জস বাটলার’রা সেদিন ঝোড়ো ইনিংস খেললেন কি করে? ব্রুকের উদ্দেশ্যেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তাঁরা।
একাদশে এক বদল ইংল্যান্ডের-
সিরিজের (IND v ENG) প্রথম ম্যাচে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। গতকাল চেন্নাইতে সাংবাদিক সম্মেলনে ভারতীয় স্পিনারের ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ড সহ-অধিনায়ক। ব্রুক (Harry Brook) বলেন, “ও দুর্দান্ত বোলার। খুবই দক্ষ, নিশানায় নিখুঁত। ওদের (ভারতের) স্পিনাররাই ওদের প্রধান শক্তি। আমরা ওদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবো। ওদের অজেকো করার চেষ্টা করবো। যথাসম্ভব চাপ দেবো স্পিনারদের উপর, আশা রাখছি এতে ওরা ভেঙে পড়বে।” প্রসঙ্গত চেন্নাই ম্যাচের একদিন আগেই নিজেদের একাদশ প্রকাশ করেছে ইংল্যান্ড। ২ ওভারে ৩৮ রান খরচ করা গাস অ্যাটকিনসনকে বাদ দিয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বদলে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকাজাত পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্স (Brydon Carse)। চেপকে সাধারণত ঘূর্ণি পিচ দেখা যায়, তবুও এক স্পিনার, চার পেসারের নীতি থেকে সরছে না ইংল্যান্ড।