ind-vs-eng-bcci-to-call-3-stars-back
Team India | Image: Getty Images

IND vs ENG: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টেস্ট সিরিজ হারের ধাক্কা সামলে ওঠার আগেই মাঠে ফিরতে হচ্ছে ‘মেন ইন ব্লু’কে। চলতি মাসের শেষ দিকে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের (IND vs ENG)। ২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে রয়েছে পাঁচটি টি-২০ ম্যাচ। এরপর জস বাটলারদের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ’ও খেলবে টিম ইন্ডিয়া। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) মাথায় রেখে এই ওডিআই সিরিজকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে বিসিসিআই। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কারা উড়ে যাবেন তার একটা আভাস এই সিরিজে পাওয়া যাবে বলে আশায় ক্রিকেটমহল। রাহুল (KL Rahul), সিরাজ, শুভমান গিলরা (Shubman Gill) নামছেন মাঠে। সাথে তিন তারকাকে ইংল্যান্ডের বিরুদ্ধে ফেরানোও হতে পারে বলে মনে করা হচ্ছে।

Read More: “দেখব ক’জন রঞ্জি খেলে…” টিম ইন্ডিয়ার তারকাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গাওস্কর, কড়া হতে নির্দেশ গম্ভীরকে !!

ফিরছেন শ্রেয়স-হার্দিক-আর্শদীপ-

Hardik Pandya, Shreyas Iyer and Arshdeep Singh | IND vs ENG | Image: Twitter
Hardik Pandya, Shreyas Iyer and Arshdeep Singh | Image: Twitter

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে (IND vs ENG) হার্দিক পান্ডিয়া ও শ্রেয়স আইয়ারকে দেখা যেতে পারে ভারতীয় স্কোয়াডে। দীর্ঘ সময় পর ডাক পেতে পারেন আর্শদীপ সিং-ও, খবর মিলেছে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। ২০২৪-এর গোড়ায় বিসিসিআই-এর সাথে একপ্রস্থ বিবাদে জড়িয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলো বোর্ড। তিনি রাজী না হওয়ায় শাস্তিস্বরূপ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় শ্রেয়সকে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় স্কোয়াডে ফেরানো হলেও পরে তাঁকে বাদ দেওয়া হয় বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS)। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন শ্রেয়স। ইংল্যান্ডের বিরুদ্ধেই কার্যত প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন তিনি।

২০২৩-এ ওডিআই বিশ্বকাপের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। মাসখানেক মাঠের বাইরে ছিলেন। প্রত্যাবর্তনের পর ৩৮টি টি-২০ খেলে ফেললেও পঞ্চাশ ওভারের ফর্ম্যাট থেকে দূরেই ছিলেন। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে খেলে আন্তর্জাতিক আঙিনার জন্য নিজেকে প্রস্তুত করেছেন তারকা অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ফের একবার তিনি গায়ে চাপাতে চলেছেন ভারতের নীল জার্সি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাঁর ভূমিকা। টি-২০ তে বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা আর্শদীপ সিং (Arshdeep Singh) শেষ ওডিআই ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। সংবাদমাধ্যম জানাচ্ছে যে বিসিসিআই-এর পরিকল্পনায় রয়েছেন তিনিও। যদি ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ভালো পারফর্ম করেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির বোলিং আক্রমণেও বৈচিত্র যোগ করতে পারেন বাম হাতি পেসার।

IND vs ENG একদিনের সিরিজের সূচি-

   ম্যাচ     তারিখ ভেন্যু সময় (IST)
প্রথম ODI ০৬/০২/২০২৫ বিদর্ভ দুপুর ১:৩০
দ্বিতীয় ODI ০৯/০২/২০২৫ কটক দুপুর ১:৩০
তৃতীয় ODI ১২/০২/২০২৫ আহমেদাবাদ দুপুর ১:৩০

নেই বুমরাহ, ধোঁয়াশা রোহিত-কোহলিকে নিয়ে-

Rohit Sharma, Jasprit Bumrah and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma, Jasprit Bumrah and Virat Kohli | Image: Getty Images

টি-২০ থেকে আগেই অবসর নিয়ে নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। আগামী মাসের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে আদৌ ওডিআই সিরিজে (IND vs ENG) তাঁদের দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) দীর্ঘ সিরিজের পর যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) তরতাজা হয়ে মাঠে নামতে পারেন তাঁরা, তা নিশ্চিত করতে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে তাঁদের। মাঠে নামছেন না জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। ছন্দে থাকা পেসার সিডনিতে বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্ট ম্যাচে চোট পেয়েছিলেন। তাঁকেও আপাতত বিশ্রাম দেওয়া হচ্ছে। ২০২৩-এর পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে কোনো ম্যাচই খেলেন নি বুমরাহ। সব কিছু ঠিক থাকলে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটাতে পারেন তিনি।

Also Read: IND vs AUS: বিরাট-রোহিতদের জন্য অর্জিত সম্মান হারালেন সুনীল গাওস্কর, অস্ট্রেলিয়ার মাটিতে হলেন ‘অপমানিত’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *