IND vs ENG: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা করেছে। বাকি তিন টেস্টের বাইরেও বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে এই সিরিজে খেলা হচ্ছে না তার। তবে দলে ফিরেছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। এছাড়া পুরো সিরিজের বাইরে রয়েছেন শ্রেয়াস আইয়ার। এর আগে খবর ছিল তৃতীয় টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে। যদিও রাহুল ও জাদেজাকে এখনও ম্যাচ ফিট ঘোষণা করা হয়নি। বুমরাহ’কে এই বাকি ম্যাচগুলির জন্য সহঅধিনায়ক বেছে নেওয়া হয়েছে। আর এই কাজের মধ্যে দিয়ে আগামীদিনের জন্য বড় একটা সংকেত দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভবিষ্যতের অধিনায়ক ‘বুমবুম’ বুমরাহ !
জসপ্রিত বুমরাহকে সহঅধিনায়ক বেছে নিয়ে একটি বড় ইঙ্গিত দিয়ে দিল টিম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে তারা রোহিত শর্মার অবসরের পর তার জায়গায় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দেখছে জসপ্রিত বুমরাহকে। সীমিত ওভারের খেলায় হার্দিক পান্ডিয়া রোহিতের উত্তরসূরী হলেও, টেস্টে অন্যরকম ভাবছেন বোর্ড কর্তারা। আসলে টেস্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে জসপ্রিতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেন তিনি। সব মিলিয়ে তাই তার ওপরই ভরসা করছে টিম ম্যানেজমেন্ট।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে রাজকোটে, চতুর্থ টেস্ট ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে রাঁচিতে এবং সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি ধর্মশালায় অনুষ্ঠিত হবে ৭ মার্চ, ২০২৪। এর আগে হায়দরাবাদে খেলা প্রথম টেস্টে ইংল্যান্ড ২৮ রানে জিতেছিল। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া ২৮ রানে জিতেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশ দীপ।