IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দাপট ভারতের (IND vs ENG)। গত বুধবার ইডেনে প্রতিপক্ষকে ৭ উইকেটের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে যাত্রা শুরু করেছিলো সূর্যকুমার যাদবের দল। গতকাল চেন্নাইয়ের চেপকে দ্বিতীয় টি-২০তেও অনবদ্য জয় ছিনিয়ে নিলো তারা। যদিও ইডেনের মত চূড়ান্ত একপেশে দ্বৈরথ দেখা গেলো না শনিবার। টসে জিতে প্রথম বোলিং করে ভারত। ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে তোলে ১৬৫ রান। জবাবে ব্যাট করতে নামা টিম ইন্ডিয়াও একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়েছিলো। কিন্তু তিলক বর্মা’র ৭২* রানের দুর্দান্ত ইনিংস লক্ষ্যে পৌঁছে দেয় তাদের। শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার পর আরও টি-২০ একটি সিরিজ জয়ের দোরগোড়ায় ভারতীয় শিবির। সাফল্যের মাঝেও টিম ম্যানেজমেন্টের একমাত্র চিন্তার বিষয় রিঙ্কু সিং (Rinku Singh) ও নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) চোট।
Read More: IND vs ENG, 2ND T20I STATS REVIEW: চেপকে দুরন্ত জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া, ভাঙলো মোট ৫ টি রেকর্ড !!
ছিটকে গেলেন রিঙ্কু ও নীতিশ রেড্ডি-
ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) মাঝপথে চোটের হানা ভারতীয় শিবিরে। আহত হয়ে বাইশ গজ থেকে ছিটকে গেলেন ‘ফিনিশার’ রিঙ্কু সিং (Rinku Singh) ও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। চেন্নাইতে ম্যাচ শুরু হওয়ার ঘন্টাখানেক আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই তারকা’র চোটের কথা ঘোষণা করে বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয় যে ইডেনে ফিল্ডিং করার সময় কোমরের পেশীতে টান ধরেছে রিঙ্কু’র। তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দ্বিতীয় ও তৃতীয় টি-২০তে পাচ্ছে না ‘মেন ইন ব্লু।’ পক্ষান্তরে নীতিশের চোট অপেক্ষাকৃত গুরুতর। চেপকে অনুশীলন চলাকালীন সাইড স্ট্রেনের শিকার হয়েছেন তিনি। বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না বিশাখাপত্তনমের অলরাউন্ডার। তাঁকে সরাসরি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) পাঠানো হচ্ছে। চোট পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকেরা।
রিঙ্কু (Rinku Singh) ও নীতিশের (Nitish Kumar Reddy) মত দুই গুরুত্বপূর্ণ সদস্য আচমকাই দল থেকে ছিটকে যাওয়ায় খানিক ব্যাকফুটে ভারতীয় দল। তড়িঘড়ি তাঁদের বিকল্প খুঁজে নিতে হয়েছে জাতীয় নির্বাচকদের। অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি রিঙ্কু’র বদলি হিসেবে ঘোষণা করেছে রমনদীপ সিং-এর (Ramandeep Singh) নাম। দক্ষিণ আফ্রিকায় গত নভেম্বরে টি-২০ অভিষেক হয়েছে পাঞ্জাবের অলরাউন্ডারের। রাজকোটে দলের সাথে যোগ দিচ্ছেন তিনি। নীতিশ কুমার রেড্ডির বদলি হিসেবে বেছে নেওয়া হয়েছে শিবম দুবেকে (Shivam Dube)। তিনিও পেস বোলিং অলরাউন্ডার। সম্প্রতি রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দুই ইনিংসেই শূন্য করেছেন শিবম। লাল বলের ক্রিকেটের ব্যর্থতা কুড়ি-বিশের ফর্ম্যাটে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অবশ্য বাধা হয়ে দাঁড়ায় নি তাঁর জন্য। রাজকোট, পুনে বা মুম্বইতে দেখা যাবে তাঁকেও।
কবে ফিরবেন শামি? ধোঁয়াশা অব্যাহত-
মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে জল্পনা চলছেই। ২০২৩-এর নভেম্বরে বিশ্বকাপ ফাইনালের পর জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচ খেলেন নি তারকা পেসার। গোড়ালির চোট সারিয়ে মাঠেই ফিরেছেন ২০২৪-এর নভেম্বরে। এরপর বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে সবক’টি ফর্ম্যাটই খেলেছেন। ভালো পারফর্ম’ও করেছেন। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সবুজ সংকেত পাওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টি-২০ সিরিজে শামিকে স্কোয়াডে রেখেছিলেন নির্বাচকেরা। কিন্তু ইডেন বা চেপকে তাঁকে প্রথম একাদশে রাখে নি টিম ম্যানেজমেন্ট। শামি কেন রিজার্ভ বেঞ্চে? এখনও পর্যন্ত মেলে নি কোনো স্পষ্ট তথ্য। নতুন কোনো ফিটনেস সংক্রান্ত সমস্যা রয়েছে বলেও শোনা যায় নি। পুরোদমে অনুশীলন করছেন তারকা পেসার। রাজকোট, পুনে বা মুম্বইতে শামি’কে বোলিং রান-আপে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
IND vs ENG সিরিজের নতুন স্কোয়াড-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রমনদীপ সিং, শিবম দুবে, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রাণা, মহম্মদ শামি।