ind-vs-eng-bcci-cover-all-bases-in-odi

IND vs ENG: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হার দিয়ে নয়া বছরটা শুরু করেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু টি-২০তে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ালো তারা। ঘরের মাঠে ইংল্যান্ডকে রীতিমত গুঁড়িয়ে দিলো সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল (IND vs ENG)। রাজকোটে সিরিজের তৃতীয় টি-২০তে সামান্য হোঁচট খেতে হয়েছিলো কেবল। বাকি ম্যাচগুলিতে দাপটের সাথেই জয় ছিনিয়ে নিয়েছে ‘মেন ইন ব্লু।’ তাদের পরবর্তী লক্ষ্য এখন ইংল্যান্ডের বিরুদ্ধেই (IND vs ENG) ওডিআই সিরিজ। আগামী ৬, ৯ ও ১২ তারিখ যথাক্রমে বিদর্ভ, কটক ও আহমেদাবাদে তিনটি ম্যাচে বাটলার (Jos Buttler), রুট, আর্চারদের মুখোমুখি হবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে নিজেদের গুছিয়ে নেওয়ার এটা শেষ সুযোগ তাদের সামনে। গত ১৮ জানুয়ারিই এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। টি-২০ ও ওডিআই সিরিজের দলে রয়েছে বিস্তর ফারাক।

Read More: কোচ গম্ভীরকে ‘বশ’ করেছেন এই ক্রিকেটার, ব্যর্থতা সত্ত্বেও খেললেন সব টি-২০ !!

৫ ব্যাটার, ২ উইকেটরক্ষক রয়েছেন স্কোয়াডে-

Batters Selected For IND vs ENG ODI Series | Image: Twitter
Batters Selected For IND vs ENG ODI Series | Image: Twitter

টি-২০ থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ক্ষুদ্রতম ফর্ম্যাটে মাঠে দেখা যায় নি তাঁদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাটলারদের বিপক্ষে একদিনের সিরিজ খেলবেন দুই কিংবদন্তিই। অফ ফর্ম ভোগাচ্ছে তাঁদের। মেগা টুর্নামেন্টের আগে চাইবেন ব্যাট হাতে ছন্দে ফিরতে। গত অগস্টের পর ভারতীয় স্কোয়াডে ফিরেছেন শ্রেয়স আইয়ার’ও (Shreyas Iyer)। সম্প্রতি তিন ফর্ম্যাটেই ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম্যান্সের সুফল পেয়েছেন তিনি। সম্ভবত আসন্ন সিরিজ (IND vs ENG) ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার নম্বরে ব্যাটিং করবেন তিনি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে টি-২০ স্কোয়াডে রাখা হয় নি শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালকে। অস্ট্রেলিয়া থেকে ফিরে রঞ্জি খেলেছেন দু’জনেই। তাঁদেরও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দেখা যাবে ভারতীয় শিবিরে।

ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) টিম ইন্ডিয়ার সাজঘরে থাকছেন দুই উইকেটরক্ষক-কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ। যখন দল ঘোষণা হয়েছিলো তখন সঞ্জু স্যামসন বাদ পড়ায় বিস্তর কথা উঠেছিলো। তবে বর্তমানে আঙুল ভাঙায় মাঠের বাইরে কেরলের তারকা। ফলে রাহুল বা ঋষভের জায়গাকে চ্যালেঞ্জের মুখে ফেলার মত তেমন কারও নাম ভাবনায় নেই ক্রিকেট বিশেষজ্ঞদের। ২০২৩-এর এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে খেলে নজর কেড়েছিলেন কে এল রাহুল। ভালো ফর্মেও রয়েছেন তিনি। সম্ভবত ইংল্যান্ড সিরিজ (IND vs ENG) ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দস্তানার দায়িত্ব সামলানোর ক্ষেত্রে কোচ গম্ভীরের প্রথম পছন্দ হবেন তিনিই। পাঁচে ব্যাটিং করতে দেখা যাবে কর্ণাটকের তারকাকে। রিজার্ভ বেঞ্চেই ঠাঁই হতে পারে ঋষভ পন্থের (Rishabh Pant)। পরিসংখ্যানের দিক থেকেও রাহুলের চেয়ে খানিক পিছিয়েই তিনি।

৪ অলরাউন্ডার পেলেন সুযোগ, ফিরছেন শামি-

Mohammed Shami and Rohit Sharma | Image: Getty Images
Mohammed Shami and Rohit Sharma | Image: Getty Images

গত জুলাই মাসে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই অলরাউন্ডারদের খেলানোর উপর জোর দিয়ে এসেছেন গৌতম গম্ভীর। সম্প্রতি ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) জন্য যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানেও কোচের এই দর্শণেরই প্রতিফলন চোখে পড়েছে। চার জন অলরাউন্ডারকে সুযোগ দিয়েছেন নির্বাচকেরা। প্রথমেই রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দীর্ঘ বিরতির পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাঁকে। এছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। অক্ষর ও ওয়াশিংটন ছিলেন টি-২০ স্কোয়াডেও। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ডাক পেয়েছেন কুলদীপ যাদব। ১৪ মাস পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে প্রত্যাবর্তন হতে চলেছে মহম্মদ শামির (Mohammed Shami)। গোড়ালির চোট সারিয়ে ফিরছেন তিনি। এছাড়া রয়েছেন আর্শদীপ সিং। ‘আহত’ বুমরাহ’র বদলি হিসেবে ডাক পেয়েছেন ফাস্ট বোলার হর্ষিত রাণা।

IND vs ENG ওডিআই সিরিজের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রাণা, আর্শদীপ সিং।

Also Read: CT 2025: “ওদের হারানো কঠিন…” চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্টের নাম জানিয়ে দিলেন রিকি পন্টিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *