IND vs ENG: প্রত্যাবর্তন মহম্মদ শামি'র, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন টি-২০ সহ-অধিনায়ক পেলো টিম ইন্ডিয়া !! 1

IND vs ENG: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ব্যর্থতার পর মাঠে ফিরছে টিম ইন্ডিয়া (Team India)। লাল নয়, সাদা বলের ক্রিকেটে আপাতত সরছে ফোকাস। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে পাঁচটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ। প্রথমে ঠিক ছিলো যে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs AUS) জোড়া সিরিজের পাশাপাশি আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্যও একইসাথে স্কোয়াড ঘোষণা করা হবে। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। আপাতত টি-২০ সিরিজের দলই ঘোষণা করা হয়েছে। বাকি দুটি স্কোয়াড সম্ভবত ১৮ বা ১৯ জানুয়ারি প্রকাশ্যে আনা হতে পারে বলে খবর সংবাদমাধ্যম ক্রিকবাজ সূত্রে। প্রত্যাশামতই কুড়ি-বিশের স্কোয়াডের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত বছরের শেষ দিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যাঁরা সুযোগ পেয়েছিলেন, মোটামুটি তাঁরাই রয়েছেন ইংল্যান্ডের বিপক্ষেও (IND vs ENG)।

Read More: বিসিসিআই-এর অন্দরে অচলাবস্থা, পিছিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা !!

তারুণ্যে নজর টিম ইন্ডিয়ার-

Indian Cricket Team | IND vs ENG | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

আন্তর্জাতিক টি-২০তে গত পাঁচ ম্যাচের মধ্যে তিনটি শতরান করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ড সিরিজেও নজর থাকবে তাঁর উপর। যশস্বী জয়সওয়ালের অনুপস্থিতিতে ফের একবার পছন্দের ওপেনিং স্লটেই দেখা যাবে উইকেটরক্ষক-ব্যাটারকে। ইনিংসের শুরুতে সঞ্জুর সঙ্গী হচ্ছেন পাঞ্জাবের অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দেখা যাবে আরেক বাম হাতিকে। দক্ষিণ আফ্রিকা সিরিজে জোড়া শতকের নায়ক তিলক বর্মা (Tilak Varma) ঘরের মাঠেও চাইবেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে চেনা ছন্দে দেখা যায় নি তাঁকে। নতুন বছরে ফর্মে ফেরার লক্ষ্য থাকবে অধিনায়ক সূর্যকুমারকে (Suryakumar Yadav)। ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে রয়েছেন হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। অস্ট্রেলিয়া সিরিজে ভালো পারফর্ম করা নীতিশ কুমার রেড্ডি’ও ফিরছেন মাঠে।

স্কোয়াডে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁকে ‘ফিনিশার’-এর ভূমিকা দিতে পারে টিম ইন্ডিয়া। সন্তানের জন্মের পর ইংল্যান্ড সিরিজ দিয়ে কামব্যাক করতে চলেছেন অক্ষর প্যাটেল। সহ-অধিনায়কত্ব’ও পেয়েছেন তিনি। স্পিন বিভাগে তাঁর সঙ্গী হতে পারেন রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফর্ম্যান্সের পর চর্চায় রয়েছেন তামিলনাড়ুর মিস্ট্রি স্পিনার। বাটলারদের বেকায়দায় ফেলতে পারে ডাক আসতে পারে ওডিআই সিরিজ (IND vs ENG) এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। পেস বিভাগের নেতৃত্বে থাকবেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। ১০০ উইকেটের মাইলস্টোনের খুব কাছাকাছি রয়েছেন তিনি। চাইবেন ইংল্যান্ডের বিপক্ষেই রেকর্ড বইতে নাম তুলে ফেলতে। এছাড়া সদ্য অস্ট্রেলিয়া থেকে ফেরা হর্ষিত রাণা’ও (Harshit Rana) রয়েছেন ভারতীয় টি-২০ স্কোয়াডে।

লম্বা বিরতির পর ফিরলেন শামি-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

২০২৩-এর ওডিআই বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ পান নি মহম্মদ শামি (Mohammed Shami)। গোড়ালির চোট ভুগিয়েছিলো তারকা পেসারকে। অস্ত্রোপচারের পরেও চলেছে লম্বা রিহ্যাব। শেষমেশ গত নভেম্বরে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার ছাড়পত্র দেয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি। বাংলার হয়ে রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে বেশ কয়েকটি ম্যাচ খেলেন তিনি। তাঁর ফিটনেস ও পারফর্ম্যান্স সন্তোষজনক বলেই মনে করছেন এনসিএ-র চিকিৎসকেরা। প্রায় ষোলো মাস পর জাতীয় দলে ফিরছেন ডান হাতি পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টি-২০ সিরিজে দেখা যাবে তাঁকে। শামি ফিরলেও মহম্মদ সিরাজ বা জসপ্রীত বুমরাহ’কে কুড়ি-বিশের স্কোয়াডে রাখে নি বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পথে হেঁটেছে ক্রিকেট নিয়ামক সংস্থা। একই কারণে ডাক পান নি যশস্বী জয়সওয়াল’ও।

IND vs ENG টি-২০ সিরিজের সূচি-

       ম্যাচ নং      তারিখ ভেন্যু সময় (IST)
প্রথম টি-২০ ম্যাচ ২২/০১/২০২৫ কলকাতা সন্ধ্যে ৭টা
দ্বিতীয় টি-২০ ম্যাচ ২৫/০১/২০২৫ চেন্নাই সন্ধ্যে ৭টা
তৃতীয় টি-২০ ম্যাচ ২৮/০১/২০২৫ রাজকোট সন্ধ্যে ৭টা
চতুর্থ টি-২০ ম্যাচ ৩১/০১/২০২৫ পুণে সন্ধ্যে ৭টা
পঞ্চম টি-২০ ম্যাচ ০২/০২/২০২৫ মুম্বই সন্ধ্যে ৭টা

এক নজরে সম্পূর্ণ স্কোয়াড-

Also Read: “বাধ্য করেছে সরে দাঁড়াতে…” যুবরাজের অবসর নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস উথাপ্পা’র, আঙুল উঠলো কোহলির দিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *