ind-vs-eng-ashwin-error-makes-rohit-angry

IND vs ENG: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) প্রথম টেস্ট। ঘরের মাঠে ভারতীয় দলের দাপটই আশা করেছিলেন সকলে। ম্যাচের প্রথম দু’দিনে চালকের আসনে জায়গাও করে নিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ২৪৬ রানে গুটিয়ে দেওয়ার পর লিড’ও নিয়েছিলো রোহিত শর্মার (Rohit Sharma) দল। কিন্তু তৃতীয় দিন দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরলো ইংল্যান্ড। ভারতের ইনিংস থামে ৪৩৬ রানে। ১৯০ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের অকুতোভয় ক্রিকেট টিম ইন্ডিয়ার সামনে প্রতিরোধের দেওয়াল খাড়া করলো ম্যাচের তৃতীয় দিনে। শুরুটা করেছিলেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। এরপর অলি পোপের (Ollie Pope) দুর্ধর্ষ ইনিংসে ভারতের দিকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো সফরকারী দল।

বহুচর্চিত ‘বাজবল’ ভারতের বিরুদ্ধেও ব্যবহার করতে দেখা গিয়েছে ইংল্যান্ডকে। তৃতীয় ইনিংসেও শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার। ক্রলিকে ৩১ রানের মাথায় ফেরান অশ্বিন। এরপর ৪৭ করে বেন ডাকেট (Ben Duckett) আউট হন ৪৭ রান করে। জসপ্রীত বুমরাহ দুর্দান্ত ডেলিভারিতে জো রুটকে ফেরানোর পর জয়ের আশা জেগেছিলো ভারতীয় শিবিরে। বেয়ারেস্টো, স্টোকস’ও বেশীক্ষণ টেকেন নি। কিন্তু এরপর ঢাল হয়ে দাঁড়ান অলি পোপ (Ollie Pope)। প্রথম ইনিংসে মাত্র ১ করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং করে খাদের কিনারা থেকে দলকে তুলে এনেছেন তিনি। পোপের সঙ্গ দিলেন বেন ফোকস, রেহান আহমেদরাও। পোপের ব্যাটিং রীতিমত হতদ্যম করে দেয় ভারত’কে। উইকেট তুলতে দিশাহারা অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সতীর্থ অশ্বিনের (Ravichandran Ashwin) উপর মেজাজ হারাতেও দেখা যায় ম্যাচের তৃতীয় দিনে।

Read More: IND vs ENG: “অলি পোপ বনাম ভারত…” তৃতীয় দিনের শেষে জমজমাট লড়াইয়ের আভাস পাচ্ছেন নেটিজেনেরা !!

অশ্বিনের উপর ক্ষুব্ধ রোহিত, অসন্তুষ্ট জাদেজাও-

Ravichandran Ashwin and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images
Ravichandran Ashwin and Rohit Sharma | Image: Getty Images

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের তখন ৪৪তম ওভার। বোলিং করছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ব্যাটার অলি পোপ  (Ollie Pope) মিড উইকেটের দিকে ঠেলে দেন জাদেজার ডেলিভারি। মিড অন থেকে বল’কে তাড়া করেন রবিচন্দ্রণ অশ্বিন। বলের গতির সঙ্গে তাল মেলাতে রীতিমত কসরত করতে হয় অশ্বিনকে। তবুও শেষমেশ বাউন্ডারি লাইনের আগেই বলের কাছে পৌঁছতে পেরেছিলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার। এরপর স্লাইড করে বলটি রুখতে যান তিনি। কিন্তু বল হাত ফস্কে যায়, মরিয়া হয়ে পা বাড়িয়েও শেষ চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাও ফলপ্রসূ হয় নি। আপাত নির্বিষ একটি শটেই চার রান যুক্ত হয় পোপ ও ইংল্যান্ডের খাতায়। ৫০তম ওভারেও দেখা যায় একই ঘটনা। পোপের ফ্লিক আটকাতে ব্যর্থ হন অশ্বিন (Ravichandran Ashwin)। এবার উল্টোদিক থেকে ছুটে এসেছিলেন রজত পতিদার’ও। ধাক্কা এড়াতে ডাইভ মারার পথেই হাঁটেন নি অশ্বিন।

চতুর্থ ইনিংসে ঘূর্ণি পিচে ব্যাটিং করতে হবে ভারতকে। কোহলি, পূজারা, রাহানেদের মত অভিজ্ঞ তারকা’রা নেই একাদশে। তুলনামূলক অনভিজ্ঞ স্কোয়াডের পক্ষে কাজটা যে বিশেষ সহজ হবে না, তা জানেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাই ফিল্ডিং-এর গাফিলতিতে বেশ কয়েকটি বাউন্ডারি ইংল্যান্ডের স্কোরবোর্ডে যুক্ত হওয়ায় রীতিমত ক্ষিপ্ত হয়ে উঠতে দেখা গিয়েছে তাঁকে। দিনকয়েক আগে নন-স্ট্রাইকার শুভমান গিলের ভুলে রান-আউট হওয়ার পর যেমন মাঠে রাগে ফেটে পড়েছিলেন, তেমন কিছু করেন নি হায়দ্রাবাদে। কিন্তু থমথমে মুখ দেখেই মনের অসন্তোষ স্পষ্ট হয়েছে। সতীর্থের ভুলে দুইখানি চার হজম করতে হওয়ায় ক্ষুব্ধ রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। তাঁকে হাত নেড়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে। গতকাল সারা দিনেও পোপ’কে ফেরানোর কৌশল আবিষ্কার করতে পারে নি ভারতীয় দল। দিনের শেষে তিনি অপরাজিত থেকেছেন ১৪৮ রানে।

দেখুন অশ্বিনের মিসফিল্ডের ভিডিও’টি-

Also Read: IND vs ENG: টেস্ট সিরিজ চলাকালীন দুর্দান্ত খবর পেলেন রোহিত শর্মা, ঘরে আসছে এবার নতুন অতিথি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *