IND vs ENG: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে আপাতত ২-১ ফলে পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (IND vs ENG)। হেডিংলেতে সিরিজের প্রথম টেস্টে তারা হেরেছিলো ৫ উইকেটের ব্যবধানে। প্রথম চারদিন হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচের শেষ দিন চাপ সামলাতে পারেন নি শুভমান গিল’রা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলো ভারত। ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা। সমতা ফেরে সিরিজে। কিন্তু তৃতীয় ম্যাচে ফের ভাগ্য বাধা হয় দাঁড়ায় ‘মেন ইন ব্লু’র জন্য। ১৯৩ তাড়া করতে নেমে ১৭০-এ গুটিয়ে যায় ইনিংস। কাজে আসে নি রবীন্দ্র জাদেজার অসামান্য অর্ধশতক’ও। সিরিজ হাতের মুঠোয় নিতে হলে এই মুহূর্তে আগামী ম্যাঞ্চেস্টার টেস্টে জয় ছাড়া কোনো রাস্তা খোলা নেই টিম ইন্ডিয়ার সামনে। ২৩ তারিখ থেকে শুরু হতে চলা ম্যাচে কোন পদক্ষেপ নেন কোচ গম্ভীর সেদিকেই এখন আগ্রহ নিয়ে তাকিয়ে সমর্থকেরা।
Read More: IND vs PAK: পাকিস্তান’কে বয়কট ভারতীয় তারকাদের, ভেস্তে গেলো রবিবারের মেগা ম্যাচ !!
আর্শদীপের চোটে বেড়েছে উদ্বেগ-

জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক ভারতীয় শিবির। লিডসে খেলেছেন তিনি। বিশ্রামে ছিলেন এজবাস্টনে। এরপর লর্ডসে ফের একাদশে ফেরানো হয়েছিলো তাঁকে। ম্যাঞ্চেস্টারে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও। স্পষ্ট করে কিছু জানান নি অধিনায়ক শুভমান গিল’ও (Shubman Gill)। সাংবাদকি সম্মেলনে কেবল বলেছেন, “কিছুদিনের মধ্যেই সব জানতে পারবেন।” বুমরাহ’কে নিয়ে জল্পনার মাঝেই ভারতীয় শিবিরের চাপ বাড়ালো পেসার আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) চোট। ম্যাঞ্চেস্টারে অনুশীলনের সময় তাঁর বোলিং আর্ম অর্থাৎ বাম হাতে চোট পেয়েছেন পাঞ্জাবের ক্রিকেটার। অনেকখানি কেটে যাওয়ার ফলে সেলাই পড়েছে তাঁর হাতে। যা পরিস্থিতি, তাতে কোনো অবস্থাতেই অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজের (IND vs ENG) চতুর্থ টেস্ট ম্যাচে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই আর্শদীপের।
ম্যাঞ্চেস্টারে বুমরাহ’র সম্ভাব্য বিকল্প হতে পারতেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। কিন্তু ২৬ বর্ষীয় তারকা চোটের কারণে ছিটকে যাওয়ার ফলে সম্ভবত বুমরাহকেই (Jasprit Bumrah) ওল্ড ট্র্যাফোর্ডে খেলানোর সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ওভালে সিরিজের শেষ টেস্টটিতে বিশ্রাম নিতে পারেন তিনি। এছাড়া অন্য দুই ফ্রন্টলাইন পেসার হিসেবে একাদশে দেখা যেতে পারে আকাশ দীপ (Akash Deep) ও মহম্মদ সিরাজ’কে। স্কোয়াডে পেস বিকল্প হিসেবে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর’ও। প্রথম দু’টি ম্যাচে (IND vs ENG) প্রসিদ্ধকে সুযোগ দিয়েছিলো টিম ইন্ডিয়া। হতাশ করেছেন তিনি। শার্দুল’ও লিডসে কিছু আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি। ফলে ম্যাঞ্চেস্টারে তাঁদের একাদশে ফেরার সম্ভাবনা বেশ ক্ষীণ। চতুর্থ পেস বিকল্প হিসেবে ভারত ব্যবহার করতে পারে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি’কে।
আর্শদীপের বিকল্প বেছে নিয়েছে বোর্ড-

হাতের চোটের কারণে মাঠের বাইরে আর্শদীপ সিং (Arshdeep Singh)। তাঁর বিকল্প হিসেবে ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য স্কোয়াডে জুড়ে দেওয়া হয়েছে অংশুল কম্বোজ’কে (Anshul Kamboj)। ঘরোয়া ক্রিকেটে গত দুই-তিন মরসুম ধরে বেশ সফল হরিয়ানার ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট-এ ও টি-২০, তিন ফর্ম্যাটেই অনবদ্য খেলেছেন। সম্প্রতি ভারত-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজেও ভালো পারফর্ম করেছিলেন তিনি। পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন একটি অর্ধশতক’ও। সেই কারণেই শিকে ছিঁড়ছে তাঁর ভাগ্যে। তবে স্কোয়াডে জায়গা পেলেও এই মুহূর্তে তাঁর মাঠে নামার বিশেষ সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। এই সময় তরুণ তুর্কিকে অভিষেকের সুযোগ করে দেওয়ার বদলে সিনিয়র তারকাদের উপরেই আস্থা রাখতে পারেন কোচ গম্ভীর ও তাঁর কোচিং স্টাফেরা।