IND vs ENG: ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ (IND vs ENG) জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। খাতায়কলমে মুম্বইয়ের মাঠে আজকের পঞ্চম ম্যাচটি নিয়মরক্ষার। সম্ভবত সেই কারণেই প্রথম একাদশে রদবদলের পথে হেঁটেছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব। চোট সারিয়ে সদ্য মাঠে ফেরা মহম্মদ শামিকে (Mohammed Shami) চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সড়গড় করে তোলার জন্য ফেরানো হয়েছে পঞ্চম টি-২০’র একাদশে। এর আগে রাজকোটে খেলেছিলেন শামি। কিন্তু দাগ কাটতে পারেন নি। আজ কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে। বাংলার পেসারকে একাদশে জায়গা করে দিতে গিয়ে টিম ম্যানেজমেন্টকে বাদ দিতে হয়েছে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh)। সেই নিয়ে আক্ষেপ থাকতে পারে পাঞ্জাবের পেসারের। চলতি সিরিজে বড়সড় মাইলস্টোনের কাছাকাছি পৌঁছেও তা ছুঁতে পারলেন না তিনি।
Read More: IND vs ENG TOSS REPORT in BENGALI: টস জিতলো ইংল্যান্ড, ম্যাচ উইনারকে বাদ দিয়ে বড় ভুল করলেন সূর্যকুমার !!
১০০ হলো না আর্শদীপের-
২০২১ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিলো আর্শদীপ সিং-এর (Arshdeep Singh)। এই মুহূর্তে ক্ষুদ্রতম ফর্ম্যাটে জাতীয় দলের অপরিহার্য্য সদস্য তিনি। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট তুলে নজর কেড়েছিলেন তিনি। এরপর যত সময় এগিয়েছে ততই স্যুইং ও গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০২৪-এ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজদের (Mohammed Siraj) পিছনে ফেলে কুড়ি-বিশের বিশ্বকাপে আরও একবার টিম ইন্ডিয়ার সফলতম উইকেটশিকারী হন। ১৭ উইকেট নিয়ে ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। গত ক্যালেন্ডার বর্ষে মাত্র ১৮ ম্যাচে ৩৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আর্শদীপকে ইতিমধ্যে কুর্নিশ জানিয়েছে খোদ আইসিসি’ও। ২০২৪-এর বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের খেতাব জিতেছেন তিনি।
উইকেট তোলার স্বাভাবিক দক্ষতা বাকিদের থেকে আলাদা করেছে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh)। সংখ্যার নিরিখে অতি অল্প সময়ে জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার’দের পিছনে ফেলেন তিনি। ‘মেন ইন ব্লু’ জার্সিতে এতদিন সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের (IND vs ENG) প্রথম ম্যাচেই হরিয়ানার লেগস্পিনারকেও টপকে যান তিনি। ২ উইকেট তুলে নিয়ে পৌঁছে একাই জায়গা করে নেন সিংহাসনে। চেপকে একটি উইকেট পেয়েছিলেন এরপর। রাজকোটে তাঁকে বাইরে রাখে টিম ইন্ডিয়া। পুনেতে প্রত্যাবর্তন ঘটলেও পান একটি মাত্র উইকেট। আজ ওয়াংখেড়েতে কেবলমাত্র একটি সাফল্য তাঁকে পৌঁছে দিতে পারত শতকের শৃঙ্গে। কিন্তু একাদশেই সুযোগ না পাওয়ায় সেই স্বপ্ন আপাতত অধরাই থাকছে আর্শদীপের।
ওডিআই খেলবেন আর্শদীপ সিং-
টি-২০তে দেশের সফলতম বলয়ার হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এবার তাঁর নজর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে। ৮টি একদিনের ম্যাচে আপাতত তাঁর উইকেট সংখ্যা ১২। দক্ষিণ আফ্রিকার মাঠে পাঁচ উইকেটও নিয়েছেন একটি ম্যাচে। ধারাবাহিক পারফর্ম্যান্সের পুরষ্কারস্বরূপ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ (IND vs ENG) ও চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। জসপ্রীত বুমরাহ যেহেতু চোটের কারণে ছিটকে গিয়েছেন ইংল্যান্ড সিরিজ (IND vs ENG) থেকে সেহেতু নতুন বল হাতে তিনটি ম্যাচে মহম্মদ শামির সঙ্গী হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁরই। ডেথ বোলিং-এ তাঁর দক্ষতাও যে নজরে রয়েছে টিম ম্যানেজমেন্টের তা স্পষ্ট করেছেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। বিদর্ভ, কটক বা আহমেদাবাদের ম্যাচগুলিতে যদি নজর কাড়তে পারেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশেও জায়গা করে নেওয়ার দাবীদার হয়ে উঠতে পারেন আর্শদীপ।