IND vs ENG: ‘সিটি অফ জয়’-এ ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। একাদশ নির্বাচনে আজ চমক দিয়েছেন গৌতম গম্ভীর। দীর্ঘ বিরতির পর আজ টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami), আশায় ছিলেন অনুরাগীরা। দলের সাথে পুরোদমে অনুশীলনও করেছিলেন বাংলার তারকা পেসার। কিন্তু তাঁকে মাঠে নামায় নি টিম ম্যানেজমেন্ট। বরং আজকের ম্যাচে তিন বিশেষজ্ঞ স্পিনার-বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেলকে জায়গা দেওয়া হয়েছে লাইন-আপে। একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসেবে রয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। শামির শূন্যতা ইডেনের জনতাকে বুঝতে দিলেন না বাম হাতি পেসার। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষকে দিলেন বড় ধাক্কা।
Read More: IND vs ENG 1ST T20I TOSS REPORT: টস জিতলো ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে সুযোগ পেলেন না শামি !!
ভারতের জার্সিতে সফলতম আর্শদীপ-
টি-২০ ফর্ম্যাটে এই মুহূর্তে ভারতীয় দলের অপরিহার্য্য সদস্য আর্শদীপ সিং (Arshdeep Singh)। গত বছরের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। ভালো পারফর্ম করেছিলেন বাংলাদেশ, শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। আজ ইংল্যান্ডের বিপক্ষেও নতুন বল হাতে জ্বলে উঠতে দেখা গেলো তাঁকে। ওপেন করতে নেমেছিলেন ফিল সল্ট। কেকেআরে খেলার সৌজন্যে ইডেনকে হাতের তালুর মত চেনেন উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু তাঁকে অবধি রীতিমত নাস্তানাবুদ করলেন ভারতের বাম হাতি পেসার। প্রথম দুটি বলে কোনো রান করতে পারেন নি সল্ট (Phil Salt)। তৃতীয় বলটির বাউন্স বুঝতে পারেন নি তিনি। কোনোক্রমে ফ্লিক করতে চেয়েছিলেন স্কোয়্যার লেগের দিকে। কিন্তু ব্যাটের কোণে লেগে তা শূন্যে উঠে যায়। ক্যাচ তালুবন্দী করতে কোনো সমস্যা হয় নি সঞ্জু স্যামসনের।
শূন্য রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছিলো ইংল্যান্ড। নিজের দ্বিতীয় ওভারেও আগুনে ছন্দ বজায় রাখেন আর্শদীপ (Arshdeep Singh)। ফিরিয়ে দেন বেন ডাকেটকে। গতির তারতম্যে বোকা বনলেন তিনি। কভারে সহজ ক্যাচ ধরেন রিঙ্কু সিং (Rinku Singh)। আজ ইংল্যান্ড ইনিংসের শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে রেকর্ড বইতে নাম তুলে ফেললেন আর্শদীপ সিং। লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) টপকে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সফলতম টি-২০ বোলার তিনিই। ৮০ টি-২০ ম্যাচে ২৫.০৯ গড়ে ৯৬ উইকেট নিয়েছিলেন হরিয়ানার চাহাল। তাঁকে পিছনে ফেলে দিলেন পাঞ্জাবের আর্শদীপ। মাত্র ৬১টি ম্যাচে তাঁর ঝুলিতে আপাতত ৯৭টি উইকেট। কুড়ি-বিশের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোনের খুব কাছে তিনি। নিঃসন্দেহে চলতি সিরিজেই সেই লক্ষ্য’ও পূরণ হবে তাঁর।
ঝড় তুললেন আর্শদীপ, দেখুন ভিডিও-
Mark my words Arshdeep Singh is going to be the most successful left-arm pacer for India across format.#INDvsENG #ENGvsIND #ArshdeepSingh #ChampionsTrophy2025 pic.twitter.com/ZcWpLPPiyy
— KOSH GUPTA 🇮🇳 (@koshgupta) January 22, 2025
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রয়েছেন আর্শদীপ-
ক্ষুদ্রতম ফর্ম্যাটে ইতিমধ্যেই ভারতের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এবার অন্যান্য ফর্ম্যাটেও তাঁকে নিয়মিত সুযোগ দেওয়ার ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁকে প্রয়োজন ছিলো দলের, সিরিজ হারের পর্যালোচনা করতে গিয়ে বলেছেন অনেক বিশেষজ্ঞই। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে আর আর্শদীপকে বাদ দেওয়ার ভুল করতে রাজী নন নির্বাচকেরা। গত ১৮ তারিখ মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজ (IND vs ENG) ও ফেব্রুয়ারি-মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন মুখ্য নির্বাচক অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা, সেখানে রয়েছেন আর্শদীপ। নতুন বুলে জসপ্রীত বুমরাহ’র সাথে তাঁর জুটি ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ দিয়েছে ভারতকে, আরও একটি ট্রফির স্বপ্ন দেখতে শুরু করেছেন অনুরাগীরা।