IND vs ENG: লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম টেস্ট ম্যাচে একাদশেই ছিলেন না আকাশ দীপ (Akash Deep)। দ্বিতীয় ম্যাচে জসপ্রীত বুমরাহ বিশ্রাম নেওয়ায় শিকে ছেঁড়ে বাংলার তারকার ভাগ্যে। সুযোগের সদ্ব্যবহার করতে কোনো ভুল করেন নি ডান হাতি ফাস্ট বোলার। প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ছাপিয়ে গেলেন সেই পারফর্ম্যান্সকেও। চতুর্থ দিনের শেষ সেশনেই আকাশ জোড়া ধাক্কা দিয়েছিলেন প্রতিপক্ষকে। সাজঘরে ফিরিয়েছিলেন বেন ডাকেট ও জো রুট’কে। ম্যাচের পঞ্চম দিনেও উজ্জ্বল তিনি। পোপ, ব্রুক, স্মিথ ও কার্স’কে ফিরিয়ে টিম ইন্ডিয়াকে উপহার দিলেন এক স্মরণীয় জয়। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেলেন তিনি। ১৯৮৬ সালে ইংল্যান্ডের মাঠে ১০ উইকেট পেয়েছিলেন চেতন শর্মা। প্রায় চার দশক পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে সেই অনন্য কৃতিত্ব অর্জন করলেন আকাশ দীপ (Akash Deep)।
Read More: IND vs ENG 2nd Test: বৃষ্টিভেজা বার্মিংহ্যামে গর্জন আকাশ দীপের, ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলো ভারত !!
দিদিকে খুশি করতে চেয়েছিলেন আকাশ-

কেরিয়ারে প্রচুর উত্থান-পতন দেখেছেন আকাশ দীপ (Akash Deep)। ক্রিকেটের টানে বিহারের সাসারাম থেকে অল্প বয়সে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। বাবা’র মৃত্যুর পর অর্থের সংস্থান করতে খেলেছেন টেনিস বল ক্রিকেট’ও। ২০১০ সালে যোগ দেন কলকাতার ইউনাইটেড ক্লাবে। সিএবি’র প্রথম ডিভিশনে খেলার সুযোগ পান আকাশ। সংঘর্ষ থামে নি তার পরেও। একটা সময় পিঠের চোটে শেষ হতে বসেছিলো কেরিয়ার। বাংলার প্রাক্তনী রণদেব বোসের পরামর্শে মাঠে ফিরে আসেন ডান হাতি ফাস্ট বোলার। ২০১৯-এ বাংলার হয়ে রঞ্জি অভিষেক হয় তাঁর। এরপর ২০২৪-এ প্রথম পান ভারতীয় টেস্ট দলের টুপি। এজবাস্টনেই প্রথমবার আন্তর্জাতিক আঙিনায় এক ইনিংসে পাঁচ বা তার বেশী উইকেট পেলেন আকাশ (Akash Deep)। ম্যাচে নিলেন দশ উইকেট। সাফল্যের দিনে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেলো তাঁকে।
আজকের সাফল্য আকাশ (Akash Deep) উৎসর্গ করেছেন ক্যান্সার আক্রান্ত দিদি’কে। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় আবেগে গলা বুজে আসছিলো তাঁর। চেতেশ্বর পূজারাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “আমি কাউকে বলি নি যে আমার দিদি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। দুই মাস আগেই রোগ ধরা পড়েছে ওনার। এখন উনি ভালো রয়েছেন, স্থিতিশীল রয়েছেন। আমার পারফর্ম্যান্সে খুব খুশি হবেন নিশ্চয়ই। গত দুই মাসে ওনার মনের উপর দিয়ে বহু ঝড়ঝাপ্টা বয়ে গিয়েছে। আমি আমার পারফর্ম্যান্স ওনাকে উৎসর্গ করছি। আমার পারফর্ম্যান্স দিয়ে শুধু ওনাকে একটু খুশি করতে চেয়েছিলাম। দিদি, এটা তোমার জন্য। যখনই বল হাতে তুলে নিয়েছি, শুধু তোমার কথা ভাবছিলাম। তোমার মুখটা ভেসে উঠছিলো। তোমায় আনন্দ দিতে চেয়েছিলাম। আমরা সবাই তোমার পাশে আছি।”
ম্যাচ জেতালেন আকাশ, দেখুন সেই মুহূর্ত-
India’s first-ever Test win at Edgbaston ✅
First Asian team to win a Test at Edgbaston ✅
First Test win for Shubman Gill as captain ✅#TeamIndia defeated #England by 336 runs at Edgbaston in a dominant display of Test cricket brilliance. 🤩Watch the post-presentation LIVE… pic.twitter.com/bsmi7sB9zQ
— Star Sports (@StarSportsIndia) July 6, 2025
লর্ডসের একাদশে নিশ্চিত আকাশ দীপ-

“পরের টেস্টে খেলব কিনা জানি না,” এজবাস্টনে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর জানিয়েছিলেন আকাশ দীপ (Akash Deep)। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দ্বিতীয় ইনিংসে আরও ৬ উইকেট নেওয়ার পর লর্ডসের একাদশে নিজের নামটি যে তিনি লিখে ফেলেছেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁর নিখুঁত লাইন-লেন্থ আর স্যুইং আদায় করার দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটদুনিয়া। ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় অধিনায়ক শুভমান গিল জানিয়ে দিয়েছেন যে আগামী ১০ তারিখ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে বোলিং রান-আপে দেখা যাবে জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। আকাশের পাশাপাশি থাকছেন মহম্মদ সিরাজ’ও। একাদশ থেকে নিঃসন্দেহে বাদ পড়বেন প্রসিদ্ধ কৃষ্ণা। লিডস ও বার্মিংহ্যাম-দুই ম্যাচেই আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। ফলে লর্ডসে রিজার্ভ বেঞ্চেই বসতে হবে তাঁকে।
Also Read: “ভাঙলো ইংরেজদের গর্ব…” এজবাস্টনে ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া, স্টোকসদের ৩৩৬ রানে হারিয়ে শুরু হলো চর্চা !!