ind-vs-eng-akash-deep-and arshdeep-out
Team India | Image: Getty Images

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আপাতত ২-১ ফলে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। লিডসে হার দিয়ে অভিযান শুরু করেছিলো শুভমান গিলের দল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জিতে সমতা ফেরায় সিরিজে। কিন্তু তৃতীয় ম্যাচে ফের ভাগ্য বিরুদ্ধে গিয়েছে ‘মেন ইন ব্লু’র। চতুর্থ ইনিংসে ১৯৩ তাড়া করতে নেমে ভারতীয় দল গুটিয়ে যায় ১৭০-এই। টপ-অর্ডারের ব্যর্থতাই তফাৎ গড়ে দেয় ম্যাচে। কাজে আসে নি রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) লড়াকু ৬১* রানের ইনিংসটিও। সিরিজ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে ম্যাঞ্চেস্টারে আগামী ২৩ তারিখ থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টে জেতা ছাড়া কোনো রাস্তা খোলা নেই ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের সামনে। কিন্তু মাঠে নামার আগে বেশ চাপে তারা। চোট-আঘাত সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া (Team India)।

Read More: চতুর্থ টেস্টের আগে দেশে ফিরছেন করুন নায়ার, বন্ধ হলো জাতীয় দলে ফেরার দরজা !!

আহত আকাশ দীপ ও আর্শদীপ-

Akash Deep, Morne Morkel and Arshdeep Singh | IND vs ENG | Image: Twitter
Akash Deep, Morne Morkel and Arshdeep Singh | Image: Twitter

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের (IND vs ENG) আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে আকাশ দীপ (Akash Deep) ও আর্শদীপ সিং-এর (Arshdeep Singh) চোট। লিডসে প্রথম ম্যাচটি না খেললেও বাকি দু’টি ম্যাচে মাঠে নেমেছিলেন বাংলার আকাশ দীপ। এজবাস্টনে ১০ উইকেট নিয়ে দলের জয়ে বড়সড় অবদানও রেখেছিলেন তিনি। লর্ডসে তৃতীয় টেস্ট (IND vs ENG) চলাকালীন কোমরে টান লাগে তাঁর। মাঝেমধ্যেই তাঁকে দেখা গিয়েছিলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে। হাঁটাচলার সময়েও স্বাভাবিক ছিলেন না তিনি। সংবাদমাধ্যম ক্রিকবাজ সূত্রে খবর যে চতুর্থ টেস্টে তাঁকে পাচ্ছে না ভারতীয় দল। চোটের তালিকায় আর্শদীপ সিং-ও। অনুশীলনের সময় বোলিং আর্ম অর্থাৎ বাম হাতে আঘাত পেয়েছেন তিনি। অনেকখানি কেটে যাওয়ায় ‘স্টিচ’ পড়েছে হাতে। এমতাবস্থায় ম্যাঞ্চেস্টারে খেলার সম্ভাবনা নেই তাঁরও।

সিরিজের (IND vs ENG) শুরু থেকেই চর্চায় রয়েছে জসপ্রীত বুমরাহ’র ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি নয় বরং তিনটি ম্যাচ খেলতে চান, নিজেই জানিয়ে দিয়েছিলেন তারকা পেসার। সেইমত লিডসে মাঠে নামার পর এজবাস্টনে বিশ্রাম নিয়েছিলেন তিনি। এরপর লর্ডসে একাদশে ফেরানো হয় বুমরাহ’কে (Jasprit Bumrah)। ম্যাঞ্চেস্টারে তিনি ফের বিশ্রাম নেবেন কিনা তা নিয়ে সংশয় ছিলো। কিন্তু আকাশ দীপ (Akash Deep) ও আর্শদীপ-দু’জনেই ছিটকে যাওয়ায় সেই সম্ভাবনা আর নেই বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। মাঠে নামতেই হবে বুমরাহ’কে। দ্বিতীয় ফ্রন্টলাইন পেসার হিসেবে থাকবেন মহম্মদ সিরাজ। তৃতীয় ফাস্ট বোলার কে হবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর-দু’জনেই বিশেষ ফর্মে নেই। তবুও তাঁদের মধ্যেই কাউকে হয়ত বেছে নেবে ভারত।

তড়িঘড়ি বিকল্প বাছলো বোর্ড-

Anshul Kamboj has been Added to Indian Squad | Image: Twitter
Anshul Kamboj has been Added to Indian Squad | Image: Twitter

চোটের তালিকায় আকাশ দীপ (Akash Deep) ও আর্শদীপ (Arshdeep Singh)। সমস্যা এড়াতে তড়িঘড়ি বিকল্প বেছে নিলো বিসিসিআই। ডেকে পাঠানো হয়েছে হরিয়ানার পেসার অংশুল কম্বোজ’কে (Anshul Kamboj)। গত দুই-তিন মরসুম জুড়ে তিন ফর্ম্যাটেই নিয়মিত সাফল্য পেয়েছেন তিনি। রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন, আইপিএলে নজর কেড়েছেন চেন্নাই সুপার কিংস জার্সিতে। সম্প্রতি ভারত-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের (India-A vs England Lions) বিপক্ষেও দুই ম্যাচের বেসরকারী টেস্ট সিরিজে নজর কাড়েন অংশুল। ক্যান্টারবেরি ও নর্দাম্পটনে মোট ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ব্যাট হাতেও প্রয়োজনে কার্যকরী হতে পারেন হরিয়ানার তরুণ। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে করেছিলেন একটি চমৎকার অর্ধশতক। তবে ফর্মে থাকলেও ম্যাঞ্চেস্টারে তাঁর অভিষেকের সম্ভাবনা বেশ ক্ষীণ।

Also Read: IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চিন্তায় ভারত, চোট পেয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *