IND vs ENG

IND vs ENG: টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি ভারত (IND vs ENG)। টসে জিতে প্রথমে স্বাগতিক দেশকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন জস বাটলার। শুরুটাও ভালোই করেছিলো তাঁর দল। আরও একবার শর্ট বলের ফাঁদে পা দিয়ে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। চলতি সিরিজে পাঁচ ম্যাচের মধ্যে এই নিয়ে পঞ্চম বার একই ভাবে উইকেট ছুঁড়ে এলেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। তবে সঞ্জুকে ফিরিয়ে যে স্বস্তি ইংল্যান্ড শিবির পেয়েছিলো তা স্থায়ী হয় নি বেশীক্ষণ। নেপথ্যে অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাঞ্জাবের তরুণ ওপেনার ইডেনে ছিন্নভিন্ন করেছিলেন আর্চার, উড’দের। রান তাড়া করতে নেমে মাত্র ৩৪ বলে সেদিন ৭৯ করে জিতিয়েছিলেন ভারতকে। আজও একই রকম ঝড় তুললেন তিনি। অভিষেকের চার-ছক্কার স্রোতে ভেসে গেলো বাটলার বাহিনী। ঝড়ের গতিতে পেরোলেন শতকের মাইলস্টোন।

Read More: IND vs ENG TOSS REPORT in BENGALI: টস জিতলো ইংল্যান্ড, ম্যাচ উইনারকে বাদ দিয়ে বড় ভুল করলেন সূর্যকুমার !!

ইনিংসের চতুর্থ ওভারের প্রথম ডেলিভারিটিতে একটি সিঙ্গল নিয়ে অভিষেককে স্ট্রাইক দিয়েছিলেন তিলক বর্মা (Tilak Varma)। পরের কিছুক্ষণ ইংল্যান্ডের এক্সপ্রেস পেসার মার্ক উড’কে নিয়ে রীতিমত ছেলেখেলা করেন পাঞ্জাবের ওপেনার। কখনও পুল মেরে পাঠান বাউন্ডারি, কখনও অভিষেকের (Abhishek Sharma) ড্রাইভ ঝড়ের গতিতে গিয়ে আছড়ে পড়ে সীমারেখায়। আবার কখনও ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে সটান উড’কে গ্যালারিতেই আছড়ে ফেলেন তিনি। এরপরের ওভারে জেমি ওভারটনকেও পরপর দুটি বলে জোড়া ছক্কা হাঁকান তিনি। মাত্র ১৭ বলে অর্ধশতকের গণ্ডী পেরিয়ে যান তিনি। বর্তমান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ১৮ বলে অর্ধশতকের রেকর্ড ভাঙলেন অভিষেক। ভারতীয়দের মধ্যে দ্রুততম পঞ্চাশের নিরিখে তাঁর সামনে এখন কেবল তাঁর গুরু-যুবরাজ সিং।

পঞ্চাশ পেরিয়েও অ্যাক্সিলারেটর থেকে পা সরান নি অভিষেক শর্মা। চড়াও হন আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোনদের উপর। এই মুহূর্তে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছেন রশিদ (Adil Rashid)। ইংল্যান্ড লেগস্পিনারকে বিশেষ পাত্তাই দিলেন না বাম হাতি তরুণ। সপ্তম ওভারের তৃতীয় ও চতুর্থ ডেলিভারি দুটির স্থান হলো গ্যালারিতে দর্শকদের মাঝে। লিভিংস্টোনকেও এক ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে দক্ষতার প্রমাণ দেন অভিষেক। একাদশতম ওভারের প্রথম বলটিকে অফসাইডে ঠেলে একটি সিঙ্গল নিয়েই আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের দ্বিতীয় শতরানটি সম্পূর্ণ করেন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক সিরিজে একটি শতক করেছিলেন তিনি, কিন্তু এবারের ইনিংসটি যে অনেক বেশী তৃপ্তিদায়ক তা মাইলস্টোন ছোঁয়ার পর তাঁর অভিব্যক্তি থেকেই স্পষ্ট। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক হলেন অভিষেক।

শতক পেরোলেন অভিষেক, দেখুন ভিডিও-

Also Read: IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই বুমরাহ, সুযোগ পাচ্ছেন গম্ভীরের পছন্দের তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *