ind-vs-eng-aakash-chopra-trolls-root

IND vs ENG: চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের তৃতীয় টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে যোগ করেছে ৪৪৫ রান। অধিনায়ক রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার জোড়া শতরান ও অভিষেককারী সরফরাজ খানের দুরন্ত অর্ধশতক তাদের সাহায্য করেছে বড় রান করতে। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য পালটা লড়াই উপহার দিয়েছে ইংল্যান্ড’ও। ঝোড়ো ব্যাটিং করতে দেখা গিয়েছে তাদের ওপেনার বেন ডাকেটকে। গতকাল অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিনে জ্যাক ক্রলি ও অলি পোপের উইকেট হারালেও মূলত ডাকেটের দুরন্ত শতকের সৌজন্যেওই ২ উইকেটে ২০৭-রানে পৌঁছে গিয়েছিলো ইংল্যান্ড। চিন্তায় ফেলেছিলো ভারতীয় শিবিরকে।

তৃতীয় দিন সকালে অবশ্য চমৎকার প্রত্যাবর্তন ঘটায় ভারতীয় দল। প্রথম সেশনের শুরুতেই জো রুট’কে সাজঘরে ফেরত পাঠান জসপ্রীত বুমরাহ। চলতি সিরিজে একেবারের ফর্মে নেই রুট। আজও সকাল থেকে রান গতি বাড়াতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। সাবলীল ছিলেন না বাইশ গজে। বাধ্য হয়েই আক্রমণের রাস্তা বেছে নেন তিনি। ইনিংসের ৪০তম ওভাররে পঞ্চম বলে বুমরাহ’কে রিভার্স-স্কুপ করে স্লিপের উপর দিয়ে থার্ডম্যান বাউন্ডারিতে পাঠাতে চেষ্টা করেন তিনি। ইতিপূর্বে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মত বিশ্বসেরা পেসারদের বিরুদ্ধে এই শটে সাফল্য পেয়েছিলেন রুট। কিন্তু আজ দুর্ভাগ্য তাড়া করে বেড়ালো তাঁকে।

Read More: IND vs ENG: বাড়ির ইমার্জেন্সির কারণে টিম ইন্ডিয়ার বাইরে অশ্বিন, রাজকোট টেস্ট ছেড়ে বাড়ি ফিরেছেন ভারতীয় স্পিনার !!

রুটের আউট নিয়ে মস্করা আকাশ চোপড়া’র-

Joe Root | IND vs ENG | Image: Getty Images
Joe Root | IND vs ENG | Image: Getty Images

ব্যাটে-বলে সঠিক সংযোগ ঘটাতে পারেন নি রুট। বল থার্ডম্যান বাউন্ডারির দিকে যাওয়ার বদলে সরাসরি যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো যশস্বী জয়সওয়ালের হাতে। খানিক বেকায়দায় পড়লেও শেষমেশ ক্যাচ তালুবন্দী করেন যশস্বী। ১৮ রান করেই ফিরতে হয় রুটকে ফিরতে হয় সাজঘরে। যেভাবে অহেতুক রিভার্স-স্কুপ শট খেলে ভারতকে উইকেট উপহার দিয়ে এলেন তিনি, তা নিয়ে হাসির রোল সমাজমাধ্যমে। টেস্টকে টি-২০ বানানোর প্রয়াস’ই ডোবালো রুট’কে। জানাচ্ছেন নেটিজেনরা। ইংল্যান্ড তারকা্কে উইকেট হারানো নিয়ে খোঁচা দিতে ছাড়েন নি ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়া’ও। আমির খান অভিনীত ‘লগান’ চলচ্চিত্রের এক দৃশ্যের স্ক্রিনশট ও রুটের আউট হওয়ার ছবি একসাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘লগান’ চলচ্চিত্রে অখিলেন্দ্র মিশ্র অভিনীত অর্জন চরিত্রটি যেভাবে ব্যাট ধরতেন তাকে ক্রিকেটীয় পরিভাষায় ব্যাখ্যা করা বেশ কঠিন। দর্শকদের মধ্যে হাস্যরসের সঞ্চার ঘটিয়েছিলো সেই ব্যাট ধরার ধরণ। রুট’ও যেন তেমন ভাবে খেলতে গিয়েই উইকেট ছুঁড়ে এলেন আজ। গতকাল শেষ দেড় সেশনে ছড়ি ঘুরিয়েছিলো ইংল্যান্ড। আজ সকাল থেকে আবার আধিপত্য ভারতীয় বোলারদের। সকালবেলা রুট আউট হওয়ার পর ফেরেন বেয়ারেস্টো। শূন্য করেন তিনি। ১৫১ বলে ১৫৩ করে আউট ডাকেট’ও। মধ্যাহ্নভোজের বিরতির আগে ইংল্যান্ডের স্কোর ২৯০/৫। ক্রিজে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস ও উইকেটরক্ষক বেন ফোকস।

দেখুন আকাশ চোপড়ার ট্যুইট’টি-

Also Read: IND vs ENG: শোকে মুহ্যমান টিম ইন্ডিয়া, এই বিশেষ কারণে কালো আর্মব্যান্ড লাগিয়ে মাঠে রোহিত-সরফরাজরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *